বাগদা, 3 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের আগে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বাড়েছে। এমনই আবহে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় বাংলাদেশের 10 নাগরিককে গ্রেফতার করল পুলিশ। তার মধ্যে দু'জন মহিলাও রয়েছে। ধৃতরা বাংলাদেশের ঘোলা, পাবনা, নড়াইলের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় দালালকেও। পুলিশ জানিয়েছে, ধৃত দালালের নাম নীরব বিশ্বাস। সে বাগদা থানার বাগীর এলাকার বাসিন্দা। এই 11 জনকে গ্রেফতার করেছে উত্তর 24 পরগনার বাগদা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগদা থানার বিভিন্ন এলাকা থেকেই এই 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এই কজন সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে দালাল ধরে চোরা পথে ভারতে প্রবেশ করেছিল। পুলিশের চোখ ফাঁকি দিতে সীমান্ত এলাকার বাসিন্দাদের বাড়িতে আস্থানাও গেড়েছিল তারা। গোপন সূত্রে পুলিশ এই খবর পেয়ে তাদের গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক অনুমান, ভিনরাজ্যের কাজের উদ্দেশ্যে দালাল মারফত অবৈধভাবে সীমান্ত পার করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল ধৃতরা। ধৃত বাংলাদেশি ও ভারতীয় দালালকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, সম্প্রতি বাগদা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বেড়েই চলেছে। দিন কয়েক আগেও বেশ কয়েকজন বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পার করার সময় আটক করা হয়েছিল। মাঝে মধ্যেই অবৈধভাবে ভারতে প্রবেশ করায় পুলিশের হাতে গ্রেফতার হচ্ছে বাংলাদেশের নাগরিকরা। বিভিন্ন দালালরা মোটা টাকার বিনিময়ে অনুপ্রবেশ করাচ্ছে বলে জানতে পেরেছেন প্রশাসনের কর্তারা। এক পুলিশ কর্তা জানিয়েছেন, সেই সমস্ত দালালদের খোঁজ করা হচ্ছে। এর পাশাপাশি বসিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশের অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করছে। তাদের মূল উদ্দেশ্য কী? তা নিয়ে চিন্তায় প্রশাসনিক আধিকারিকরা। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন: