ETV Bharat / state

নেপথ্যে বদলা ! ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে ধৃত 1 - BHATPARA SHOOTOUT

বদলা লে লিয়া ! তৃণমূল নেতাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করার পর এমনটাই বলেছিল অভিযুক্তরা ৷ ভাটপাড়ার গুলিকাণ্ডে গ্রেফতার এক ৷

Bhatpara Shootout
ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2024, 7:03 PM IST

ভাটপাড়া, 14 নভেম্বর: ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনে গ্রেফতার এক দুষ্কৃতী । ধৃতের নাম কাউসার আলি । বৃহস্পতিবার তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় ।

ঘটনার তদন্ত নেমে পুলিশ জানতে পারে, 2020 সালে ভাটপাড়ার পালঘাট রোডে আকাশ সাউ নামে এক সমাজবিরোধীকে পিটিয়ে মারা হয় । সে ছিল মাদক পাচারের চাঁই । ওই ঘটনায় অভিযুক্ত ছিলেন তৃণমূল নেতা অশোক সাউ । অভিযোগ, দাদার খুনের বদলা নিতে নিহত আকাশের ভাই সুজল সাউ 2023 সালে অশোককে একবার খুনের চেষ্টাও করেন । যদিও বরাতজোরে সেবার তিনি বেঁচে গিয়েছিলেন । কিন্তু সুজল অশোকের পিছু ছাড়েনি । বুধবার অশোক চায়ের দোকানে বসে থাকাকালীন দুষ্কৃতীরা সেখানে গিয়ে তাঁকে গুলি করে খুন করে । নিহত অশোকের পরিবারের পক্ষ থেকে জগদ্দল থানায় সুজল-সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয় । ঘটনার তদন্ত নেমে পুলিশ কাউসার আলি-সহ দু'জনকে বুধবার রাতেই আটক করে । রাতভর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার সকালে পুলিশ কাউসারকে গ্রেফতার করে ।

ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলিকাণ্ডে ধৃত এক (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, তিনমাস আগে কাউসার জেল থেকে ছাড়া পায় । সুজলও কয়েকমাস আগে অন‍্য একটি মামলায় ছাড়া পায় । জেলে থাকাকালীন কাউসারের সঙ্গে পরিচয় হয় সুজলের । ফলে, পুলিশের অনুমান জেলে বসেই তৃণমূল নেতা খুনের 'ব্লুপ্রিন্ট' তৈরির ছক কষা হয়েছে । আরও জানা যাচ্ছে, পরিকল্পনা করেই দুষ্কৃতীরা এসেছিল তৃণমূল নেতা অশোক সাউকে খুন করতে । মাত্র পাঁচ মিনিটের অপারেশনে সবকিছু শেষ ! খুনের পর দুষ্কৃতীরা বলতে থাকে 'বদলা লে লিয়া' ! হেঁটেই খুনিরা সকলের চোখের সামনে পালিয়ে যায় সেখান থেকে ।

নৈহাটিতে ভোট, ভাটপাড়ায় গুলিতে নিহত তৃণমূল নেতা; রিপোর্ট তলব কমিশনের

ঘটনার প্রত্যক্ষদর্শী যোগেন্দ্রর পাসোয়ান বলেন,"আমি আর অশোক একসঙ্গেই বসেছিলাম চায়ের দোকানে । সেই সময় আচমকা দুষ্কৃতীরা বোমাবাজি শুরু করে । ভয়ে গোটা এলাকা ফাঁকা হয়ে যায় । সেই সুযোগে ওরা গুলি করে খুন করে অশোককে । ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম । কিন্তু, ওরা আমাকে ঘিরে ধরায় সেটা আর হয়ে ওঠেনি । থানার অদূরে এই ঘটনা ঘটায় পুলিশকে খবরও দিই । কিন্তু, তাঁরা আসেনি । পুলিশ যথা সময়ে আসলে হয়তো দুষ্কৃতীরা পালিয়ে যেতে পারত না ।"

এদিকে, তৃণমূল নেতা খুনে সুপারি কিলারদের বরাত দেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেট । এই বিষয়ে তথ্য পেতে ধৃত কাউসারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে তদন্তকারীরা । তবে, এই নিয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

ভাটপাড়া, 14 নভেম্বর: ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনে গ্রেফতার এক দুষ্কৃতী । ধৃতের নাম কাউসার আলি । বৃহস্পতিবার তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় ।

ঘটনার তদন্ত নেমে পুলিশ জানতে পারে, 2020 সালে ভাটপাড়ার পালঘাট রোডে আকাশ সাউ নামে এক সমাজবিরোধীকে পিটিয়ে মারা হয় । সে ছিল মাদক পাচারের চাঁই । ওই ঘটনায় অভিযুক্ত ছিলেন তৃণমূল নেতা অশোক সাউ । অভিযোগ, দাদার খুনের বদলা নিতে নিহত আকাশের ভাই সুজল সাউ 2023 সালে অশোককে একবার খুনের চেষ্টাও করেন । যদিও বরাতজোরে সেবার তিনি বেঁচে গিয়েছিলেন । কিন্তু সুজল অশোকের পিছু ছাড়েনি । বুধবার অশোক চায়ের দোকানে বসে থাকাকালীন দুষ্কৃতীরা সেখানে গিয়ে তাঁকে গুলি করে খুন করে । নিহত অশোকের পরিবারের পক্ষ থেকে জগদ্দল থানায় সুজল-সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয় । ঘটনার তদন্ত নেমে পুলিশ কাউসার আলি-সহ দু'জনকে বুধবার রাতেই আটক করে । রাতভর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার সকালে পুলিশ কাউসারকে গ্রেফতার করে ।

ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলিকাণ্ডে ধৃত এক (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, তিনমাস আগে কাউসার জেল থেকে ছাড়া পায় । সুজলও কয়েকমাস আগে অন‍্য একটি মামলায় ছাড়া পায় । জেলে থাকাকালীন কাউসারের সঙ্গে পরিচয় হয় সুজলের । ফলে, পুলিশের অনুমান জেলে বসেই তৃণমূল নেতা খুনের 'ব্লুপ্রিন্ট' তৈরির ছক কষা হয়েছে । আরও জানা যাচ্ছে, পরিকল্পনা করেই দুষ্কৃতীরা এসেছিল তৃণমূল নেতা অশোক সাউকে খুন করতে । মাত্র পাঁচ মিনিটের অপারেশনে সবকিছু শেষ ! খুনের পর দুষ্কৃতীরা বলতে থাকে 'বদলা লে লিয়া' ! হেঁটেই খুনিরা সকলের চোখের সামনে পালিয়ে যায় সেখান থেকে ।

নৈহাটিতে ভোট, ভাটপাড়ায় গুলিতে নিহত তৃণমূল নেতা; রিপোর্ট তলব কমিশনের

ঘটনার প্রত্যক্ষদর্শী যোগেন্দ্রর পাসোয়ান বলেন,"আমি আর অশোক একসঙ্গেই বসেছিলাম চায়ের দোকানে । সেই সময় আচমকা দুষ্কৃতীরা বোমাবাজি শুরু করে । ভয়ে গোটা এলাকা ফাঁকা হয়ে যায় । সেই সুযোগে ওরা গুলি করে খুন করে অশোককে । ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম । কিন্তু, ওরা আমাকে ঘিরে ধরায় সেটা আর হয়ে ওঠেনি । থানার অদূরে এই ঘটনা ঘটায় পুলিশকে খবরও দিই । কিন্তু, তাঁরা আসেনি । পুলিশ যথা সময়ে আসলে হয়তো দুষ্কৃতীরা পালিয়ে যেতে পারত না ।"

এদিকে, তৃণমূল নেতা খুনে সুপারি কিলারদের বরাত দেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেট । এই বিষয়ে তথ্য পেতে ধৃত কাউসারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে তদন্তকারীরা । তবে, এই নিয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.