ETV Bharat / state

প্রথমবার কলকাতায় রাত কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বন্ধ থাকবে কোন রাস্তা ? - PM Narendra Modi Kolkata Traffic

PM Narendra Modi in Kolkata: এই প্রথমবার কলকাতায় রাত কাটাবেন প্রধানমন্ত্রী মোদি ৷ তাঁর যাতায়াত, খাওয়া, থাকা নিয়ে তৎপর রাজভবন ৷ এমনকী কলকাতায় নির্দিষ্ট সময়ে একটি রাস্তা বন্ধ থাকার কথাও জানা গিয়েছে ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 1:47 PM IST

কলকাতা, 1 মার্চ: চলতি বছরে এই প্ৰথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ইতিমধ্যে শুক্রবার সকালে তিনি অন্ডাল বিমানবন্দরে নেমে আবার ঝাড়খণ্ডে গিয়েছেন ৷ সেখান থেকে আজই ফের হুগলির আরামবাগে আসবেন ৷ একগুচ্ছ সরকারি কাজ থাকলেও লোকসভা ভোটের আগে বঙ্গে বিজেপির নির্বাচনী প্রচারের সূচনাও করবেন তিনি ৷

ঝাড়খণ্ডের কর্মসূচি সেরে হুগলির আরামবাগে সভা করে সন্ধ্যা নাগাদ কলকাতায় রাজভবনে যাবেন প্রধানমন্ত্রী মোদি ৷ স্বভাবতই এ নিয়ে রাজ্যে নিরাপত্তা তুঙ্গে ৷ তৎপর কলকাতা রাজভবন এবং পুলিশ প্রশাসন ৷ শহর কলকাতার রাস্তাঘাটে যান চলাচল সচল রাখতে সব রকম ব্যবস্থা সেরে ফেলা হয়েছে ৷ এসপিজির কড়া নিরাপত্তায় রাতের খাবার থেকে শুরু করে খুঁটিনাটি বিষয়, রাত্রিবাস নিয়ে এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা রয়েছে রাজভবনের অন্দরে ৷

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিকেল সাড়ে চারটের মধ্যে হুগলির আরামবাগের সভা শেষ করবেন তিনি ৷ সভাস্থল থেকে পৌঁছবেন আরামবাগ হেলিপ্যাডে ৷ বিকেল 5 টার আগেই হেলিকপ্টার চেপে কলকতার উদ্দেশ্যে রওনা হবে প্রধানমন্ত্রী ৷ আরামবাগ থেকে মাত্র আধ ঘণ্টায় প্রধানমন্ত্রী নামবেন কলকাতার আরসিটিসি হেলিপ্যাডে ৷

সেখান থেকে তাঁর সড়কপথে রাজভবনে আসার কথা ৷ কলকাতার আরসিটিসি হেলিপ্যাড থেকে রাজভবন সংযোগকারী রাস্তাটি ওই নির্দিষ্ট সময়ে বন্ধ রাখা হবে ৷ এরপর অবশ্য রাস্তা খুলে দেওয়া হবে ৷ কলকাতা ট্রাফিক পুলিশ সে বিষয়ে কড়া নজর রাখবে বলে খবর ৷

এদিন রাতে রাজভবনেই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই ঘটনা এই প্রথম ৷ এর আগে 2020 সালে বেলুড় মঠে এক রাত কাটিয়েছিলেন তিনি ৷ শনিবার সকাল সাড়ে ন'টা নাগাদ রাজভবন থেকে সোজা যাবেন কৃষ্ণনগরের সভায় ৷ একই ভাবে রাজভবন থেকে কলকাতার আরসিটিসি হেলিপ্যাড সংযোগকারী রাস্তা আগামিকাল সকাল সাড়ে ন'টার পর নির্দিষ্ট সময় বন্ধ রাখা হবে ৷ কলকাতা ট্রাফিক পুলিশ সে বিষয়েও নজর রাখবে ৷ কৃষ্ণনগরে দুপুরের মধ্যে কর্মসূচি সেরে সেখান থেকে বিহারে যাওয়ার কথা প্রধানমন্ত্রী মোদির ৷ দু'দিনের এই ব্যস্ত কর্মসূচিতে প্রধানমন্ত্রীর যাত্রাপথ মসৃণ রাখতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন ৷ যেটুকু সময় তিনি সড়কপথে থাকবেন, এসপিজি-র কর্মী আধিকারিকরা সংলগ্ন এলাকা নিজেদের কব্জায় নিয়ে নেবেন ৷

আরও পড়ুন:

  1. অন্ডাল বিমানবন্দরে নেমে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদি
  2. আরামবাগ-কৃষ্ণনগরে পদ্ম ফোটাতে বিজেপির ভরসা সেই 'মোদি ম্যাজিক'
  3. রাজ্যে প্রধানমন্ত্রী, ধরনায় বাধা চাকরিপ্রার্থীদের

কলকাতা, 1 মার্চ: চলতি বছরে এই প্ৰথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ইতিমধ্যে শুক্রবার সকালে তিনি অন্ডাল বিমানবন্দরে নেমে আবার ঝাড়খণ্ডে গিয়েছেন ৷ সেখান থেকে আজই ফের হুগলির আরামবাগে আসবেন ৷ একগুচ্ছ সরকারি কাজ থাকলেও লোকসভা ভোটের আগে বঙ্গে বিজেপির নির্বাচনী প্রচারের সূচনাও করবেন তিনি ৷

ঝাড়খণ্ডের কর্মসূচি সেরে হুগলির আরামবাগে সভা করে সন্ধ্যা নাগাদ কলকাতায় রাজভবনে যাবেন প্রধানমন্ত্রী মোদি ৷ স্বভাবতই এ নিয়ে রাজ্যে নিরাপত্তা তুঙ্গে ৷ তৎপর কলকাতা রাজভবন এবং পুলিশ প্রশাসন ৷ শহর কলকাতার রাস্তাঘাটে যান চলাচল সচল রাখতে সব রকম ব্যবস্থা সেরে ফেলা হয়েছে ৷ এসপিজির কড়া নিরাপত্তায় রাতের খাবার থেকে শুরু করে খুঁটিনাটি বিষয়, রাত্রিবাস নিয়ে এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা রয়েছে রাজভবনের অন্দরে ৷

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিকেল সাড়ে চারটের মধ্যে হুগলির আরামবাগের সভা শেষ করবেন তিনি ৷ সভাস্থল থেকে পৌঁছবেন আরামবাগ হেলিপ্যাডে ৷ বিকেল 5 টার আগেই হেলিকপ্টার চেপে কলকতার উদ্দেশ্যে রওনা হবে প্রধানমন্ত্রী ৷ আরামবাগ থেকে মাত্র আধ ঘণ্টায় প্রধানমন্ত্রী নামবেন কলকাতার আরসিটিসি হেলিপ্যাডে ৷

সেখান থেকে তাঁর সড়কপথে রাজভবনে আসার কথা ৷ কলকাতার আরসিটিসি হেলিপ্যাড থেকে রাজভবন সংযোগকারী রাস্তাটি ওই নির্দিষ্ট সময়ে বন্ধ রাখা হবে ৷ এরপর অবশ্য রাস্তা খুলে দেওয়া হবে ৷ কলকাতা ট্রাফিক পুলিশ সে বিষয়ে কড়া নজর রাখবে বলে খবর ৷

এদিন রাতে রাজভবনেই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই ঘটনা এই প্রথম ৷ এর আগে 2020 সালে বেলুড় মঠে এক রাত কাটিয়েছিলেন তিনি ৷ শনিবার সকাল সাড়ে ন'টা নাগাদ রাজভবন থেকে সোজা যাবেন কৃষ্ণনগরের সভায় ৷ একই ভাবে রাজভবন থেকে কলকাতার আরসিটিসি হেলিপ্যাড সংযোগকারী রাস্তা আগামিকাল সকাল সাড়ে ন'টার পর নির্দিষ্ট সময় বন্ধ রাখা হবে ৷ কলকাতা ট্রাফিক পুলিশ সে বিষয়েও নজর রাখবে ৷ কৃষ্ণনগরে দুপুরের মধ্যে কর্মসূচি সেরে সেখান থেকে বিহারে যাওয়ার কথা প্রধানমন্ত্রী মোদির ৷ দু'দিনের এই ব্যস্ত কর্মসূচিতে প্রধানমন্ত্রীর যাত্রাপথ মসৃণ রাখতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন ৷ যেটুকু সময় তিনি সড়কপথে থাকবেন, এসপিজি-র কর্মী আধিকারিকরা সংলগ্ন এলাকা নিজেদের কব্জায় নিয়ে নেবেন ৷

আরও পড়ুন:

  1. অন্ডাল বিমানবন্দরে নেমে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদি
  2. আরামবাগ-কৃষ্ণনগরে পদ্ম ফোটাতে বিজেপির ভরসা সেই 'মোদি ম্যাজিক'
  3. রাজ্যে প্রধানমন্ত্রী, ধরনায় বাধা চাকরিপ্রার্থীদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.