কলকাতা, 5 মে: ফের রাজ্য আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দু'দিনের সফরে তিনি বাংলায় আসবেন বলে জানা গিয়েছে ৷ আগামী শনিবার, 11 মে হাওড়ায় সভা করবেন প্রধানমন্ত্রী ৷ তারপরে তিনি রাজভবনে রাত্রিবাস করবেন ৷ পরদিন 12 মে হুগলি লোকসভা কেন্দ্রে জনসভায় যাবেন মোদি ৷
পঞ্চম দফায় ভোট হবে হাওড়া লোকসভা কেন্দ্রে ৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তী ৷ 11 মে প্রধানমন্ত্রীর জনসভায় তিনি উপস্থিত থাকবেন ৷ এছাড়া জেলার আরেক কেন্দ্র উলুবেড়িয়ার পদ্মপ্রার্থী অরুণ উদয় চৌধুরী ৷ তিনিও সভায় থাকতে পারেন বলে খবর । পরদিন অর্থাৎ রবিবার হুগলির সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী ৷ এখানেও ভোট 11 মে ৷ হুগলির সভায় উপস্থিত থাকবেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর, হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং শ্রীরামপুরের পদ্মপ্রার্থী কবীরশঙ্কর বসু ৷
এদিকে আগামিকাল মানে সোমবার রাজ্যে প্রচারে করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এদিন তিনি বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে সভা করবেন ৷ ওই সভায় দিলীপের পাশাপাশি উপস্থিত থাকতে পারেন আসানসোলের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়াও ৷ এছাড়াও আগামী 8 মে বনগাঁ, বীরভূম এবং আসানসোল লোকসভা কেন্দ্রে ভোটের প্রচারে দেখা যাবে বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে ৷ তাঁর সঙ্গে 10 মে কৃষ্ণনগর, ব্যারাকপুর এবং হুগলিতে সভা করবেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা ৷ গত বৃহস্পতিবার প্রচারে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী মোদি ৷ রাজভবনে রাত্রিবাস করেন ৷ শুক্রবার একে বর্ধমান, কৃষ্ণনগর এবং বোলপুরে সভা করেন ৷ অন্যদিকে, গত মঙ্গলবার বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে সভা করেন শাহ ৷
আরও পড়ুন: