ETV Bharat / state

মোদির হাত ধরে হাওড়া থেকে যাত্রা শুরু আরও 3 বন্দে ভারতের, কোন রুটে ? - Vande Bharat Express - VANDE BHARAT EXPRESS

Vande Bharat Express: পুজোর আগে আরও 3টি বন্দে ভারত এক্সপ্রেস পেল রাজ্য ৷ রবিবার হাওড়া থেকে যাত্রা শুরু করল এই 3টি বন্দে ভারত এক্সপ্রেস ৷ সেগুলি হল, হাওড়া-রৌরকেল্লা, হাওড়া-গয়া ও হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ৷

Vande Bharat Express
হাওড়া থেকে যাত্রা শুরু আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 4:49 PM IST

হাওড়া, 15 সেপ্টেম্বর: পুজোর আগে রাজ্যবাসীর জন্য সুখবর ৷ রবিবার হাওড়া থেকে যাত্রা শুরু করল আরও 3টি বন্দে ভারত এক্সপ্রেস । এরই মাধ্যমে মোট সাতটি বন্দে ভারত এক্সপ্রেস পেল বাংলা ৷ এ দিন সকালে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসগুলির সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই উপলক্ষে হাওড়া স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ৷ এছাড়াও ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ।

হাওড়া থেকে যাত্রা শুরু আরও 3টি বন্দে ভারত এক্সপ্রেসের (নিজস্ব ভিডিয়ো)

বাজেট অধিবেশনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ইন্টার সিটি বন্দে ভারত পরিষেবা চালু করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল ভারতীয় রেল ৷ একটি বিবৃতিতে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, এক রাজ্য থেকে অন্য রাজ্যে দ্রুত যাতায়াতের জন্য এবং যাত্রীদের সুবিধার জন্য রেল সবসময় তৎপর রয়েছে ৷ তাই বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ট্রেন পরিষেবা দেওয়ার মাধ্যমে যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও উন্নত মানের করার জন্য ভারতীয় রেল পদ্ধপরিকর ৷ আর এই সুবিধাকে আরও বাড়াতে চালু হতে চলেছে আন্তঃরাজ্য বন্দে ভারত পরিষেবা ।

সেই কথা অনুযায়ী আরও তিন জোড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেল হাওড়া ৷ যার মধ্যে রয়েছে হাওড়া-রৌরকেল্লা, 22303/22304 হাওড়া-গয়া এবং 22309 /22310 হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস ৷ এই তিনটি ছাড়াও দেওঘর থেকে বারাণসী বন্দে ভারত একইসঙ্গে চালু হল রবিবার ।

Vande Bharat Express
হাওড়া স্টেশনে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় (নিজস্ব ছবি)

রাজ্যে প্রথম বন্দে ভারত চালু হয়েছিল হাওড়া থেকে । সেটি হল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস । এরপর হাওড়া-পুরী এবং এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত চালু হয় । ট্রেনগুলি চালিয়ে অভূতপূর্ব সাড়া মিলেছে বলে রেল কর্তৃপক্ষের দাবি । তাই এ বার আরও বেশ কয়েকটি নতুন পথে বন্দে ভারত চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ।

আজ থেকে চালু হওয়া হাওড়া-রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসটি হাওড়া থেকে ছাড়বে সকাল 6 টায় । রৌরকেল্লায় পৌঁছবে বেলা 11টা 50 মিনিটে । সেখান থেকে দুপুর 1টা 40 মিনিটে ছেড়ে হাওড়া আসবে সন্ধে 7টা 40 মিনিটে । মাঝে মাত্র তিনটি স্টেশনে থামবে । মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিনই চলবে ট্রেনটি ।

কোন কোন রুটে চলে বন্দে ভারত?

মূলত পড়শি রাজ্যগুলির সঙ্গে বাংলার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেই নতুন এই তিনটি সেমি হাইস্পিড ট্রেন চালু করা হল । এর আগে হাওড়া থেকে চারটি বন্দে ভারত এক্সপ্রেস চলছিল – হাওড়া-এনজেপি, হাওড়া-পটনা, হাওড়া-পুরী এবং হাওড়া-রাঁচি । এরই সঙ্গে এবার থেকে চলবে হাওড়া-রৌরকেল্লা, হাওড়া-গয়া ও হাওড়া-ভাগলপুর আরও 3টি বন্দে ভারত এক্সপ্রেস ৷

হাওড়া, 15 সেপ্টেম্বর: পুজোর আগে রাজ্যবাসীর জন্য সুখবর ৷ রবিবার হাওড়া থেকে যাত্রা শুরু করল আরও 3টি বন্দে ভারত এক্সপ্রেস । এরই মাধ্যমে মোট সাতটি বন্দে ভারত এক্সপ্রেস পেল বাংলা ৷ এ দিন সকালে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসগুলির সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই উপলক্ষে হাওড়া স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ৷ এছাড়াও ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ।

হাওড়া থেকে যাত্রা শুরু আরও 3টি বন্দে ভারত এক্সপ্রেসের (নিজস্ব ভিডিয়ো)

বাজেট অধিবেশনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ইন্টার সিটি বন্দে ভারত পরিষেবা চালু করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল ভারতীয় রেল ৷ একটি বিবৃতিতে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, এক রাজ্য থেকে অন্য রাজ্যে দ্রুত যাতায়াতের জন্য এবং যাত্রীদের সুবিধার জন্য রেল সবসময় তৎপর রয়েছে ৷ তাই বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ট্রেন পরিষেবা দেওয়ার মাধ্যমে যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও উন্নত মানের করার জন্য ভারতীয় রেল পদ্ধপরিকর ৷ আর এই সুবিধাকে আরও বাড়াতে চালু হতে চলেছে আন্তঃরাজ্য বন্দে ভারত পরিষেবা ।

সেই কথা অনুযায়ী আরও তিন জোড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেল হাওড়া ৷ যার মধ্যে রয়েছে হাওড়া-রৌরকেল্লা, 22303/22304 হাওড়া-গয়া এবং 22309 /22310 হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস ৷ এই তিনটি ছাড়াও দেওঘর থেকে বারাণসী বন্দে ভারত একইসঙ্গে চালু হল রবিবার ।

Vande Bharat Express
হাওড়া স্টেশনে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় (নিজস্ব ছবি)

রাজ্যে প্রথম বন্দে ভারত চালু হয়েছিল হাওড়া থেকে । সেটি হল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস । এরপর হাওড়া-পুরী এবং এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত চালু হয় । ট্রেনগুলি চালিয়ে অভূতপূর্ব সাড়া মিলেছে বলে রেল কর্তৃপক্ষের দাবি । তাই এ বার আরও বেশ কয়েকটি নতুন পথে বন্দে ভারত চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ।

আজ থেকে চালু হওয়া হাওড়া-রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসটি হাওড়া থেকে ছাড়বে সকাল 6 টায় । রৌরকেল্লায় পৌঁছবে বেলা 11টা 50 মিনিটে । সেখান থেকে দুপুর 1টা 40 মিনিটে ছেড়ে হাওড়া আসবে সন্ধে 7টা 40 মিনিটে । মাঝে মাত্র তিনটি স্টেশনে থামবে । মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিনই চলবে ট্রেনটি ।

কোন কোন রুটে চলে বন্দে ভারত?

মূলত পড়শি রাজ্যগুলির সঙ্গে বাংলার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেই নতুন এই তিনটি সেমি হাইস্পিড ট্রেন চালু করা হল । এর আগে হাওড়া থেকে চারটি বন্দে ভারত এক্সপ্রেস চলছিল – হাওড়া-এনজেপি, হাওড়া-পটনা, হাওড়া-পুরী এবং হাওড়া-রাঁচি । এরই সঙ্গে এবার থেকে চলবে হাওড়া-রৌরকেল্লা, হাওড়া-গয়া ও হাওড়া-ভাগলপুর আরও 3টি বন্দে ভারত এক্সপ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.