ETV Bharat / state

কংগ্রেস- তৃণমূল ডুবন্ত জাহাজ, একসঙ্গে ডুববে; ঝাড়গ্রামে তোপ মোদির - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

PM Modi Attacks Opposition from Jhargram: নির্বাচনী সভা থেকে একাধিক প্রসঙ্গে বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী। ভারত সেবাশ্রম সঙ্ঘ সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্য থেকে শুরু করে একাধিক ইস্যুতে প্রতিক্রিয়া দেন মোদি।

PM Modi Attacks Opposition from Jhargram
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 5:34 PM IST

Updated : May 20, 2024, 5:59 PM IST

ঝাড়গ্রাম, 20 মে: নির্বাচনী সভা থেকে কংগ্রেস এবং তৃণমূলকে ডুবন্ত জাহাজ বলে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি সংখ্যালঘুদের সংরক্ষণ দেওয়ার প্রশ্নে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধিকে।

সূচি অনুযায়ী সোমবার আগে তমলুকে পরে ঝাড়গ্রামে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তমলুকের সভায় যেতে পারেননি প্রধানমন্ত্রী। সরাসরি পৌঁছে যান ঝাড়গ্রামে । ভার্চুয়াল মাধ্যমে তমলুকের সভায় আসা বিজেপি কর্মী-সমর্থকদেরও বার্তা দেন মোদি।

তাঁকে বলতে শোনা যায়, "হার নিশ্চিত বুঝে তৃণমূলের আক্রোশ চরমে উঠেছে। বাংলার লোক ভোট দিচ্ছে না বলে তৃণমূল, বিজেপি আর সাধারণ মানুষকে গাল দিচ্ছে। এতদিন কংগ্রেসকে গালিগালাজ করত। এখন বলছে তারা বিরোধী জোটেরই অংশ। কিন্তু কংগ্রেস ডুবন্ত জাহাজ। তৃণমূলের জাহাজেও ফুটো হয়ে গিয়েছে। এরা একজন অন্যজনকে সাহায্য করলেও দু'জনেই একসঙ্গে ডুববে।"

এরপরই সংখ্যালঘুদের সংরক্ষণ নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নাম না-করে আক্রমণ করেন রাহুলকে। মোদি বলেন, "আজ সকালে কংগ্রেসের শাহাজাদার একটি ভিডিয়ো দেখলাম। এই ভিডিয়োটি 11-12 বছরের পুরনো। তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। এখানে কংগ্রেসের রাজপুত্র সোজাসুজি বলছেন, মুসলমানদের সংরক্ষণ দেবেন। এটাই কংগ্রেসের আসল চেহারা। এখান থেকেই বোাঝা যায়, কংগ্রেস এবং ইন্ডিয়া জোট সাম্প্রদায়িক। এরা জাতিবাদ আর পরিবারবাদের রাজনীতি করে। আমি এদের মুখোশ খুলে আসল চরিত্র সবার সামনে নিয়ে আসছি।"

অন্য একটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "বাবাসাহেব আম্বেদকর ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরোধিতা করেছেন। বিরোধীরা সেটাই করতে চাইছে। আমি 23 এপ্রিল কংগ্রেসকে চ্যালেঞ্জ করেছিলাম। বলেছিলাম, ওরা লিখে দিক, এসসি-এসটি এবং ওবিসি'র সংরক্ষণ মুসলমানকে দেবে না। এরপর থেকে কংগ্রেস আর বিরোধী শিবির ভয় পেয়েছে। 27 দিন ধরে উত্তর দিতে পারছে না। আমি জানি উত্তর দিতে পারবেও না।"

উঠে আসে রামমন্দিেরের প্রসঙ্গও। প্রধানমন্ত্রী বলতে শোনা যায়, "মোদি কংগ্রেস-সহ বিরোধীদের আসল চেহারা প্রকাশ্যে নিয়ে এসেছে। আপনারা কি এদের নিজেদের অধিকার কাড়তে দেবেন? আপনার আস্থায় আঘাত করেছে তৃণমূল। তৃণমূলের নেতা বলেন, রামমন্দির অপবিত্র। বাংলার জনগণ কি এই বক্তব্যের সঙ্গে সহমত?" পাশাপাশি প্রধানমন্ত্রীর অভিযোগ, তৃণণমূল সরকার রামনবমী পালন করতে দেয় না।

আরও পড়ুন:

1. 'কংগ্রেস-তৃণমূল ডাবল গেম খেলছে', দুই বিরোধীকে নিশানা মোদির

2. মহিলা-তরুণদের রেকর্ড সংখ্যায় ভোটদানের আর্জি, বাংলায় টুইট মোদির

ঝাড়গ্রাম, 20 মে: নির্বাচনী সভা থেকে কংগ্রেস এবং তৃণমূলকে ডুবন্ত জাহাজ বলে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি সংখ্যালঘুদের সংরক্ষণ দেওয়ার প্রশ্নে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধিকে।

সূচি অনুযায়ী সোমবার আগে তমলুকে পরে ঝাড়গ্রামে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তমলুকের সভায় যেতে পারেননি প্রধানমন্ত্রী। সরাসরি পৌঁছে যান ঝাড়গ্রামে । ভার্চুয়াল মাধ্যমে তমলুকের সভায় আসা বিজেপি কর্মী-সমর্থকদেরও বার্তা দেন মোদি।

তাঁকে বলতে শোনা যায়, "হার নিশ্চিত বুঝে তৃণমূলের আক্রোশ চরমে উঠেছে। বাংলার লোক ভোট দিচ্ছে না বলে তৃণমূল, বিজেপি আর সাধারণ মানুষকে গাল দিচ্ছে। এতদিন কংগ্রেসকে গালিগালাজ করত। এখন বলছে তারা বিরোধী জোটেরই অংশ। কিন্তু কংগ্রেস ডুবন্ত জাহাজ। তৃণমূলের জাহাজেও ফুটো হয়ে গিয়েছে। এরা একজন অন্যজনকে সাহায্য করলেও দু'জনেই একসঙ্গে ডুববে।"

এরপরই সংখ্যালঘুদের সংরক্ষণ নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নাম না-করে আক্রমণ করেন রাহুলকে। মোদি বলেন, "আজ সকালে কংগ্রেসের শাহাজাদার একটি ভিডিয়ো দেখলাম। এই ভিডিয়োটি 11-12 বছরের পুরনো। তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। এখানে কংগ্রেসের রাজপুত্র সোজাসুজি বলছেন, মুসলমানদের সংরক্ষণ দেবেন। এটাই কংগ্রেসের আসল চেহারা। এখান থেকেই বোাঝা যায়, কংগ্রেস এবং ইন্ডিয়া জোট সাম্প্রদায়িক। এরা জাতিবাদ আর পরিবারবাদের রাজনীতি করে। আমি এদের মুখোশ খুলে আসল চরিত্র সবার সামনে নিয়ে আসছি।"

অন্য একটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "বাবাসাহেব আম্বেদকর ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরোধিতা করেছেন। বিরোধীরা সেটাই করতে চাইছে। আমি 23 এপ্রিল কংগ্রেসকে চ্যালেঞ্জ করেছিলাম। বলেছিলাম, ওরা লিখে দিক, এসসি-এসটি এবং ওবিসি'র সংরক্ষণ মুসলমানকে দেবে না। এরপর থেকে কংগ্রেস আর বিরোধী শিবির ভয় পেয়েছে। 27 দিন ধরে উত্তর দিতে পারছে না। আমি জানি উত্তর দিতে পারবেও না।"

উঠে আসে রামমন্দিেরের প্রসঙ্গও। প্রধানমন্ত্রী বলতে শোনা যায়, "মোদি কংগ্রেস-সহ বিরোধীদের আসল চেহারা প্রকাশ্যে নিয়ে এসেছে। আপনারা কি এদের নিজেদের অধিকার কাড়তে দেবেন? আপনার আস্থায় আঘাত করেছে তৃণমূল। তৃণমূলের নেতা বলেন, রামমন্দির অপবিত্র। বাংলার জনগণ কি এই বক্তব্যের সঙ্গে সহমত?" পাশাপাশি প্রধানমন্ত্রীর অভিযোগ, তৃণণমূল সরকার রামনবমী পালন করতে দেয় না।

আরও পড়ুন:

1. 'কংগ্রেস-তৃণমূল ডাবল গেম খেলছে', দুই বিরোধীকে নিশানা মোদির

2. মহিলা-তরুণদের রেকর্ড সংখ্যায় ভোটদানের আর্জি, বাংলায় টুইট মোদির

Last Updated : May 20, 2024, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.