ETV Bharat / state

পুজোয় নারী সুরক্ষার থাকছে পিংক মোবাইল ভ্যান ও গ্রিন উইনার্স টিম - Pink Mobile Van - PINK MOBILE VAN

Green Winners Team: নারী সুরক্ষায় আরও তৎপর পুলিশ ৷ দুর্গাপুজোর সময় অলিগলিতে সাইকেল নিয়ে ঘুরে বেড়াবে এবার গ্রিন উইনার্স টিম ৷ পাশাপাশি থাকছে পিংক মোবাইল ভ্যানও ৷ শুক্রবার তারই উদ্বোধন হয়ে গেল হুগলিতে ৷

Pink Mobile Van
পিংক মোবাইল ভ্যানের উদ্বোধন হুগলিতে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2024, 10:48 AM IST

চুঁচুড়া, 28 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের পর নারীদের নিরাপত্তার উপর বিশেষ জোর দিচ্ছে রাজ্য সরকার ৷ মহিলার সুরক্ষা দিতে পিংক মোবাইল ভ্যান ও গ্রিন উইনার্স টিম চালু হল হুগলি জেলাতে । চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুটি পিংক মোবাইল ভ্যানের উদ্বোধন করা হয় শুক্রবার ৷

সেই সঙ্গে উইনার্স টিমের মতো পুজোর সময় অলিগলি ঘুরে বেড়ানোর জন্য সাইকেলে থাকছে পুলিশ । রাজ্যের তরফে চন্দননগর পুলিশ কমিশনারেটে 25টি ইলেকট্রিক সাইকেল দেওয়া হয়েছে ৷ বিশেষ করে পুজোর সময় ইভটিজিং বা ছিনতাই মতো পরিস্থিতি মোকাবিলায় কাজ করবেন মহিলা পুলিশকর্মীরা ।

নারী সুরক্ষার সাইকেলে থাকছে গ্রিন উইনার্স টিম (ইটিভি ভারত)

গ্রিন উইনার্স টিম হিসাবে মহিলা পুলিশ থাকবে প্রতিটি সাইকেলে। অপরাজিত টাস্কফোর্স অংশ হিসাবে কাজ করবে এগুলো । মহিলাদের সুরক্ষার জন্য এসব করা হচ্ছে বলে দাবি চন্দননগর কমিশনারেটের । শুক্রবার চুঁচুড়ার রবীন্দ্রভবনে ক্লাবগুলিকে দুর্গাপুজোর চেক বিতরণ অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠানের শেষে পিংক মোবাইলের উদ্বোধন করেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, পুরসভার চেয়ারম্যানরা ।

পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন,"শহরের নারী নিরাপত্তায় নারী বাহিনী কাজ করবে । পিংক মোবাইল ভ্যান বিভিন্ন থানা এলাকায় টহল দেবে । নারী শক্তি অ্যাপের মাধ্যমেও মহিলারা সুবিধা পাবে । কমিশনারেট এলাকায় বাইক নিয়ে উইনার্স টিম অলিগলিতে ঘুরবে । যেখানে বাইক ঢুকতে পারবে না সেই সমস্ত জনবহুল জায়গায় গ্রিন উইনার্স টিম ব্যাটারি চালিত ই-সাইকেল নিয়ে ভিড়ে ঘুরবে ।"

পুলিশ কমিশনার অমিত পি জাভালগির কথায়, "পুজোর সময় ইভটিজিং আটকাতে বা ছিনতাইকারীদের ধরতে কার্যকরী ভূমিকা নেবে এই প্রমীলা বাহিনী । হাসপাতালগুলোতেও বাহিনী ঘুরবে । হাসপাতালের নিরাপত্তারক্ষীদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কীভাবে সেখানে নিরাপত্তা বজায় রাখতে হবে ।"

চুঁচুড়া, 28 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের পর নারীদের নিরাপত্তার উপর বিশেষ জোর দিচ্ছে রাজ্য সরকার ৷ মহিলার সুরক্ষা দিতে পিংক মোবাইল ভ্যান ও গ্রিন উইনার্স টিম চালু হল হুগলি জেলাতে । চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুটি পিংক মোবাইল ভ্যানের উদ্বোধন করা হয় শুক্রবার ৷

সেই সঙ্গে উইনার্স টিমের মতো পুজোর সময় অলিগলি ঘুরে বেড়ানোর জন্য সাইকেলে থাকছে পুলিশ । রাজ্যের তরফে চন্দননগর পুলিশ কমিশনারেটে 25টি ইলেকট্রিক সাইকেল দেওয়া হয়েছে ৷ বিশেষ করে পুজোর সময় ইভটিজিং বা ছিনতাই মতো পরিস্থিতি মোকাবিলায় কাজ করবেন মহিলা পুলিশকর্মীরা ।

নারী সুরক্ষার সাইকেলে থাকছে গ্রিন উইনার্স টিম (ইটিভি ভারত)

গ্রিন উইনার্স টিম হিসাবে মহিলা পুলিশ থাকবে প্রতিটি সাইকেলে। অপরাজিত টাস্কফোর্স অংশ হিসাবে কাজ করবে এগুলো । মহিলাদের সুরক্ষার জন্য এসব করা হচ্ছে বলে দাবি চন্দননগর কমিশনারেটের । শুক্রবার চুঁচুড়ার রবীন্দ্রভবনে ক্লাবগুলিকে দুর্গাপুজোর চেক বিতরণ অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠানের শেষে পিংক মোবাইলের উদ্বোধন করেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, পুরসভার চেয়ারম্যানরা ।

পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন,"শহরের নারী নিরাপত্তায় নারী বাহিনী কাজ করবে । পিংক মোবাইল ভ্যান বিভিন্ন থানা এলাকায় টহল দেবে । নারী শক্তি অ্যাপের মাধ্যমেও মহিলারা সুবিধা পাবে । কমিশনারেট এলাকায় বাইক নিয়ে উইনার্স টিম অলিগলিতে ঘুরবে । যেখানে বাইক ঢুকতে পারবে না সেই সমস্ত জনবহুল জায়গায় গ্রিন উইনার্স টিম ব্যাটারি চালিত ই-সাইকেল নিয়ে ভিড়ে ঘুরবে ।"

পুলিশ কমিশনার অমিত পি জাভালগির কথায়, "পুজোর সময় ইভটিজিং আটকাতে বা ছিনতাইকারীদের ধরতে কার্যকরী ভূমিকা নেবে এই প্রমীলা বাহিনী । হাসপাতালগুলোতেও বাহিনী ঘুরবে । হাসপাতালের নিরাপত্তারক্ষীদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কীভাবে সেখানে নিরাপত্তা বজায় রাখতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.