কলকাতা, 31 জুলাই: দুর্গাপুজোয় অনুদান দেওয়া নিয়ে ফের জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলা করলেন সৌরভ দত্ত ৷
হাইকোর্টে মামলাকারীর আবেদন, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দেওয়া হচ্ছে না বছরের পর বছর । একইসঙ্গে রাজ্যে সিলিকোসিস রোগে আক্রান্তদের চিকিৎসা-সহ ক্ষতিপূরণের দাবি মানা হচ্ছে না ৷ কিন্তু রাজ্য সরকার বছরের পর বছর দুর্গাপুজোয় অনুদান বাড়িয়ে চলেছে । বিগত বছরগুলিতে অনুদানের টাকা কীভাবে খরচ করেছে ক্লাবগুলি ৷ সেই মর্মে আগে হিসাব দেওয়ার নির্দেশ দিক আদালত ।
উল্লেখ্য, এর আগের বছরগুলিতেও দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে মামলা করেছিলেন এই সৌরভ দত্ত । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই মামলা দায়ের করেছিলেন তিনি । প্রয়োজনে আদালত এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিক আর্জি জানিয়েছেন মামলাকারী ।
সৌরভ দত্তের আর্জি, বেশ কয়েক বছরে পুজোর অনুদানে রাজ্যের খরচ নিয়ে তদন্ত করা হোক । রাজ্য ব্যতীত কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে এই তদন্ত করানোর আবেদন করেছেন তিনি । গত বছরের পুজোর সময়ও মামলা করেছিলেন সৌরভ ৷ সেসময় আদালত নির্দেশ দিয়েছিল, রাজ্যকে খরচের খতিয়ান রিপোর্ট আকারে জমা দিতে হবে । সিএজিকে দিয়ে খরচের হিসাব করাতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । সেই রিপোর্টও রাজ্য এখনও কেন জমা দিল না ? প্রশ্ন তুলেছেন মামলাকারী ।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দুর্গাপুজোর অনুদান বৃদ্ধির ঘোষণা করেছেন ৷ চলতি বছরে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে 85 হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে তিনি জানান ৷ এর আগের বছর এই টাকার পরিমাণ ছিল 70 হাজার । আগামী বছর আবার এটা 1 লক্ষ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।