ETV Bharat / state

বর্ষার আগে নদী চড়ে ভাঙন, চিন্তায় ঘুম উড়েছে বাসিন্দাদের; কী বলেছেন স্থানীয় কউন্সিলর ?

River Erosion in Nadia: আচমকা ভাগীরথী নদীর পাড়ে বড়সড় ফাটল ৷ যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বিপর্যয় ৷ ভাঙনের সম্ভাবনা, আতঙ্কে গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ, ভয়ানক পরিস্থিতিতে রয়েছে জল প্রকল্পও।

River Erosion in Nadia
নদী চড়ে ভাঙন
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 7:11 AM IST

চিন্তায় ঘুম উড়েছে বাসিন্দাদের

নদিয়া, 20 মার্চ: শিয়রে লোকসভা ভোট ৷ প্রার্থী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই ব্যস্ত নির্বাচনী কাজে ৷ অথচ ভাগিরথী নদী তীরবর্তী বাসিন্দাদের আতঙ্কে ঘুম উড়েছে নদীর চড়ে ভাঙনের কারণে ৷ কারণ এই নদীর পাড়ে রয়েছে 'জল প্রকল্প' ৷ ভরা গ্রীষ্ণেই এই ফাটল যে কোনও মুহূর্তে আগ্রাসী রূপ নিয়ে ধ্বংস করে দিতে পারে নদী তীরবর্তী এলাকার জনজীবন ৷ সেকথা চিন্তা করেই রীতিমতো ঘুম উড়েছে এলাকাবাসীর ৷

স্থানীয়দের কথায়, "জল প্রকল্পটি থেকে পাইপের মাধ্যমে পুরো শান্তিপুর শহরে পানীয় জল সরবরাহ হয় ৷ এই প্রকল্প লাগোয়া নদী চড়ে ভাঙন শুরু হয়েছে ৷ ভাঙনের ফলে তলিয়ে যেতে পারে প্রকল্পটি ৷ অথচ এই নদী পাড় ভাঙন রোধে কোনও উদ্যোগ নেই প্রশাসনের ৷"

স্থানীয়দের দাবি, দীঘদিনের এই ভাঙন রোধ করতে কয়েকমাস আগে তৎপর হয় প্রশাসন ৷ দ্রুততার সঙ্গে নদীর পাড় ভাঙনের কাজ শুরু হয় ৷ কিন্তু হঠাৎ সেই কাজ বন্ধ হয়ে গিয়েছে ৷ বর্তমানে যা পরিস্থিতি যেকোনও মুহূতে ভাঙনের জেরে নদী গ্রাসে চলে যেতে পারে এলাকাটি ৷ এ প্রসঙ্গে শান্তিপুর 166 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন, "এই ভাঙন রোধ করতে এর আগেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে । সেচ দফতরের আধিকারিকরা একাধিকবার পর্যবেক্ষণে করে গিয়েছেন ৷

ইতিমধ্যেই শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নদী ভাঙন রোধের কাজ শুরু করেছেন । তবে ফাটল কেন হচ্ছে এবং কতটা জায়গা জুড়ে হচ্ছে, সেটা দেখার জন্য এখন প্রাথমিকভাবে কাজ বন্ধ রয়েছে । আগামিদিনে পাকাপোক্তভাবে কাজ শুরু হবে ৷ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আপাতত বন্ধ রয়েছে নদী পাড় তৈরির কাজ ৷ শীঘ্রই 800 মিটারের বেশি এই নদী পাড় বাঁধানোর কাজ শুরু হবে।"

প্রসঙ্গত, এর আগে একাধিকবার নদী ভাঙনের জেরে এলাকাবাসীর ভিটেমাটি গঙ্গাবক্ষে চলে গিয়েছে । ক্ষয়ক্ষতি হয়েছে বিঘা বিঘা চাষের জমি ৷ এই ফাটলের অবিলম্বে সমাধান না-হলে ভাঙন রোধ অসম্ভব বলে মনে করেছন এলাকাবাসী ৷

আরও পড়ুন:

  1. নদী ভাঙন ও শিল্প নিয়ে ক্ষুব্ধ ভোটাররা, খগেন মুর্মুর 5 বছরের খতিয়ান
  2. নদী ভাঙনে ধুঁকছে খেয়াঘাট, দোকানঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা
  3. মাতলা নদী ভাঙনের জেরে তলিয়ে ঘর-বাড়ি, দেখুন ভিডিয়ো

চিন্তায় ঘুম উড়েছে বাসিন্দাদের

নদিয়া, 20 মার্চ: শিয়রে লোকসভা ভোট ৷ প্রার্থী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই ব্যস্ত নির্বাচনী কাজে ৷ অথচ ভাগিরথী নদী তীরবর্তী বাসিন্দাদের আতঙ্কে ঘুম উড়েছে নদীর চড়ে ভাঙনের কারণে ৷ কারণ এই নদীর পাড়ে রয়েছে 'জল প্রকল্প' ৷ ভরা গ্রীষ্ণেই এই ফাটল যে কোনও মুহূর্তে আগ্রাসী রূপ নিয়ে ধ্বংস করে দিতে পারে নদী তীরবর্তী এলাকার জনজীবন ৷ সেকথা চিন্তা করেই রীতিমতো ঘুম উড়েছে এলাকাবাসীর ৷

স্থানীয়দের কথায়, "জল প্রকল্পটি থেকে পাইপের মাধ্যমে পুরো শান্তিপুর শহরে পানীয় জল সরবরাহ হয় ৷ এই প্রকল্প লাগোয়া নদী চড়ে ভাঙন শুরু হয়েছে ৷ ভাঙনের ফলে তলিয়ে যেতে পারে প্রকল্পটি ৷ অথচ এই নদী পাড় ভাঙন রোধে কোনও উদ্যোগ নেই প্রশাসনের ৷"

স্থানীয়দের দাবি, দীঘদিনের এই ভাঙন রোধ করতে কয়েকমাস আগে তৎপর হয় প্রশাসন ৷ দ্রুততার সঙ্গে নদীর পাড় ভাঙনের কাজ শুরু হয় ৷ কিন্তু হঠাৎ সেই কাজ বন্ধ হয়ে গিয়েছে ৷ বর্তমানে যা পরিস্থিতি যেকোনও মুহূতে ভাঙনের জেরে নদী গ্রাসে চলে যেতে পারে এলাকাটি ৷ এ প্রসঙ্গে শান্তিপুর 166 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন, "এই ভাঙন রোধ করতে এর আগেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে । সেচ দফতরের আধিকারিকরা একাধিকবার পর্যবেক্ষণে করে গিয়েছেন ৷

ইতিমধ্যেই শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নদী ভাঙন রোধের কাজ শুরু করেছেন । তবে ফাটল কেন হচ্ছে এবং কতটা জায়গা জুড়ে হচ্ছে, সেটা দেখার জন্য এখন প্রাথমিকভাবে কাজ বন্ধ রয়েছে । আগামিদিনে পাকাপোক্তভাবে কাজ শুরু হবে ৷ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আপাতত বন্ধ রয়েছে নদী পাড় তৈরির কাজ ৷ শীঘ্রই 800 মিটারের বেশি এই নদী পাড় বাঁধানোর কাজ শুরু হবে।"

প্রসঙ্গত, এর আগে একাধিকবার নদী ভাঙনের জেরে এলাকাবাসীর ভিটেমাটি গঙ্গাবক্ষে চলে গিয়েছে । ক্ষয়ক্ষতি হয়েছে বিঘা বিঘা চাষের জমি ৷ এই ফাটলের অবিলম্বে সমাধান না-হলে ভাঙন রোধ অসম্ভব বলে মনে করেছন এলাকাবাসী ৷

আরও পড়ুন:

  1. নদী ভাঙন ও শিল্প নিয়ে ক্ষুব্ধ ভোটাররা, খগেন মুর্মুর 5 বছরের খতিয়ান
  2. নদী ভাঙনে ধুঁকছে খেয়াঘাট, দোকানঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা
  3. মাতলা নদী ভাঙনের জেরে তলিয়ে ঘর-বাড়ি, দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.