ETV Bharat / state

লাইনে মহিলাদের ভিড়, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে কালিম্পংয়ে - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024:ভোটের লাইনে সকাল থেকেই পুরুষদের চেয়ে মহিলাদের বেশি ভিড় ৷ দ্বিতীয় দফায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে কালিম্পংয়ে 288টি বুথে ৷ নতুন ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো ৷ মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 2:43 PM IST

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে কালিম্পংয়ে

কালিম্পং, 26 এপ্রিল: সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালিম্পং জেলার বিভিন্ন বুথে ৷ ভোটাররা সাতসকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড় জমিয়েছেন ৷ তবে পুরুষদের থেকে মহিলাদের মধ্যে ভোটদানের উৎসাহ চোখে পড়ার মতো রয়েছে ৷ দক্ষিণের থেকে উত্তরে তাপমাত্রা কম থাকলেও গরম থেকে রেহাই নেই ৷ তাই সকাল সকাল ভোট দিতে বেশি আগ্রহ দেখা যাচ্ছে পাহাড়বাসীর মধ্যে ৷ তাই লম্বা লাইন দেখা গিয়েছে বুথগুলির সামনে ৷ নতুন ভোটার কৌশিকা ছেত্রী ও স্নেহা তামাংয়ের কথায়, "প্রথমবার ভোট দিতে পারব ভেবে আমরা খুবই আনন্দিত ৷ যিনি ভালো নেতা তাঁকেই ভোট দেব ৷ আমরা চাই গ্রামের সমস্যার সমাধান হোক ৷"

আজ রাজ্যে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। উত্তরবঙ্গের রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং, এই তিনটি আসনে ভোটগ্রহণ চলছে। দার্জিলিং নির্বাচনী এলাকার কালিম্পংয়ে এবারে মোট 288টি বুথ রয়েছে । যার মধ্যে মোট ভোটার 2 লক্ষ 18 হাজার 98 জন ৷ এর মধ্যে পুরুষ ভোটার 1 লক্ষ 7 হাজার 589 জন, মহিলা ভোটার 1 লক্ষ 10 হাজার 509 জন এবং নতুন ভোটার 5 হাজার 843 জন ।

কালিম্পং জেলার বুথগুলি অনে দূরে দূরে ৷ গাড়ি ভাড়া করে পাহাড় থেকে নেমে এসে ভোট দিতে হচ্ছে বাসিন্দাদের ৷ সবচেয়ে দূরের বুথ হল তোদেয় টাংটা । বুথগুলিতে আঁটোসাঁটো নিরাপত্তা ৷ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে ৷ নির্বাচন সম্পন্ন করতে শুধু কালিম্পং জেলায় কেন্দ্রীয় বাহিনীর মোট 16টি কোম্পানি মোতায়েন করা হয়েছে । এছাড়াও প্রতিটি কেন্দ্রে রাজ্য পুলিশও মোতায়েন করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. বেলা 11টা পর্যন্ত শতাংশের নিরিখে ভোটদানে এগিয়ে পাহাড়, কম ভোট পড়ল বালুরঘাটে
  2. প্রবল গরমে চলছে ভোটপর্ব, রাজস্থানে ভোটাধিকার প্রয়োগের পর মৃত্যু হল প্রৌঢ়ের
  3. বালুরঘাটে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলা ভোটারদের আটকানোর অভিযোগ

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে কালিম্পংয়ে

কালিম্পং, 26 এপ্রিল: সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালিম্পং জেলার বিভিন্ন বুথে ৷ ভোটাররা সাতসকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড় জমিয়েছেন ৷ তবে পুরুষদের থেকে মহিলাদের মধ্যে ভোটদানের উৎসাহ চোখে পড়ার মতো রয়েছে ৷ দক্ষিণের থেকে উত্তরে তাপমাত্রা কম থাকলেও গরম থেকে রেহাই নেই ৷ তাই সকাল সকাল ভোট দিতে বেশি আগ্রহ দেখা যাচ্ছে পাহাড়বাসীর মধ্যে ৷ তাই লম্বা লাইন দেখা গিয়েছে বুথগুলির সামনে ৷ নতুন ভোটার কৌশিকা ছেত্রী ও স্নেহা তামাংয়ের কথায়, "প্রথমবার ভোট দিতে পারব ভেবে আমরা খুবই আনন্দিত ৷ যিনি ভালো নেতা তাঁকেই ভোট দেব ৷ আমরা চাই গ্রামের সমস্যার সমাধান হোক ৷"

আজ রাজ্যে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। উত্তরবঙ্গের রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং, এই তিনটি আসনে ভোটগ্রহণ চলছে। দার্জিলিং নির্বাচনী এলাকার কালিম্পংয়ে এবারে মোট 288টি বুথ রয়েছে । যার মধ্যে মোট ভোটার 2 লক্ষ 18 হাজার 98 জন ৷ এর মধ্যে পুরুষ ভোটার 1 লক্ষ 7 হাজার 589 জন, মহিলা ভোটার 1 লক্ষ 10 হাজার 509 জন এবং নতুন ভোটার 5 হাজার 843 জন ।

কালিম্পং জেলার বুথগুলি অনে দূরে দূরে ৷ গাড়ি ভাড়া করে পাহাড় থেকে নেমে এসে ভোট দিতে হচ্ছে বাসিন্দাদের ৷ সবচেয়ে দূরের বুথ হল তোদেয় টাংটা । বুথগুলিতে আঁটোসাঁটো নিরাপত্তা ৷ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে ৷ নির্বাচন সম্পন্ন করতে শুধু কালিম্পং জেলায় কেন্দ্রীয় বাহিনীর মোট 16টি কোম্পানি মোতায়েন করা হয়েছে । এছাড়াও প্রতিটি কেন্দ্রে রাজ্য পুলিশও মোতায়েন করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. বেলা 11টা পর্যন্ত শতাংশের নিরিখে ভোটদানে এগিয়ে পাহাড়, কম ভোট পড়ল বালুরঘাটে
  2. প্রবল গরমে চলছে ভোটপর্ব, রাজস্থানে ভোটাধিকার প্রয়োগের পর মৃত্যু হল প্রৌঢ়ের
  3. বালুরঘাটে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলা ভোটারদের আটকানোর অভিযোগ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.