আসানসোল, 30 মার্চ: আসানসোল কেন্দ্রে পবন সিং-ই বিজেপির প্রার্থী হতে পারেন। শনিবার এমনই জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে পবন সিংয়ের সঙ্গে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কথা হয়েছে। সেখানে পবন জানিয়েছেন, বিজেপির প্রার্থী হওয়া নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এমন কথা পবন সিংয়ের ভাই সন্তোষ সিং ইটিভি ভারতকে জানিয়েছেন।
পাশাপাশি আসানসোল কেন্দ্র থেকে পবন সিং না-দাঁড়ানোর জন্য যে মনস্থির করেছিলেন, সেই সিদ্ধান্তে এখন তিনি আর অনড় নেই। অর্থাৎ বিজেপি যদি তাঁকে পুনরায় আসানসোল থেকে প্রার্থী করে তবে তিনি সম্ভবত রাজি হবেন। গত 2 মার্চ প্রথম দফার প্রার্থী ঘোষণায় আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য বিজেপি তাদের প্রার্থী পবন সিংয়ের নাম ঘোষণা করে। তাঁর নাম ঘোষণা হতেই পবনের গানকে হাতিয়ার করে বিরোধীতায় নামে তৃণমূল থেকে শুরু করে বাংলাপক্ষ-সহ অনেকেই।
দাবি ওঠে পবন তাঁর গানে বাঙালি মহিলাদের অপমান করেছেন। ঝড় ওঠে সোশাল মিডিয়ায়। আর এর পরেই নাটকীয় পট পরিবর্তন। 24 ঘণ্টার মধ্যে পবন সিং অবস্থান বদল করেন। সোশাল মিডিয়ায় তিনি জানান, ব্যক্তিগত কারণে প্রার্থী হতে পারছেন না। এরপর অনেকে মনে করেন, সোশাল মিডিয়ায় প্রতিবাদের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন পবন। কিছুদিন পর পবন আবার জানান, ভোটে প্রার্থী হতে রাজি তিনি। তবে কোন দল বা কোন কেন্দ্র তা স্পষ্ট করেননি ।
এরই মাঝে জল্পনা উসকে পবন সিংয়ের বন্ধু তথা আজমগড়ের বিজেপি সাংসদ দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এসেছিলেন আসানসোলের প্রচারে। তিনিও স্পষ্টভাবে কিছু জানিয়ে যাননি। শুক্রবার পবন সিং সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেই টুইটে রাজ্যের মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়কে তিনি আক্রমণ করেন। এর আগে পবন সিংয়ের নাম ঘোষণার সময় গায়ককে আক্রমণ করেন বাবুল। নিজের গানে পবন বাংলার অপমান করেছেন বলে দাবি করেন রাজ্যের এই মন্ত্রী। কয়েকটি পোস্টারের ছবিও শেয়ার করেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাবুল।
পবন সিং শুক্রবার টুইট করে বাবুলকে কার্যত চ্যালেঞ্জ করেছেন ৷ তাঁর দাবি, গানের ওই পোস্টারগুলি তাঁর নয়। ওই সমস্ত পোস্টার ভুয়ো। হঠাৎ কেন এতদিন পর পবন সিং বাবুলের টুইটের উত্তর দিলেন তা থেকেই জল্পনা শুরু হয়েছিল। অন্যদিকে, বিজেপি এখনও পর্যন্ত আসানসোলের জন্য কোনও নতুন প্রার্থীর নাম ঘোষণা করেননি। পবন সিংকেও প্রার্থী হিসেবে বাতিল করার কথা বিজেপি সরকারিভাবে জানায়নি।
সূত্রের খবর, বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কথা হয়েছে পবন সিংয়ের। তিনি পুনরায় প্রার্থী হওয়ার জন্য ইচ্ছাপ্রকাশ করেছেন। যদিও সেই কেন্দ্র আসানসোল কি না তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু যেহেতু বিজেপি পবন সিংকে আসানসোল কেন্দ্র থেকে তাদের প্রার্থী হিসেবে বাতিল করেননি এবং পবন সিংয়ের ইচ্ছা রয়েছে প্রার্থী হওয়ার, সুতরাং তা থেকেই নতুন সম্ভাবনা আবারও তৈরি হয়েছে।
বিষয়টি নিয়ে কথা বলতে পবন সিংয়ের ফোন নম্বরে যোগাযোগ করা হলে তাঁর ভাই পরিচয় দিয়ে জনৈক সন্তোষ সিং সেই ফোনটি ধরেন। তিনি ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান বিজেপি সভাপতির সঙ্গে পবন সিংয়ের কথা হয়েছে। তিনি প্রার্থী হতে রাজি আছেন। এখন পুরো বিষয়টাই দলের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন পবন। দল তাঁকে যেখান থেকে প্রার্থী করবেন তিনি সেখান থেকেই প্রার্থী হবেন বলে জানিয়েছেন ভাই সন্তোষ সিং। তাহলে কি আসানসোল থেকেই প্রার্থী হচ্ছেন পবন? ভাইয়ের উত্তর, "খুব দ্রুত আমরা সবাই সেই বিষয়টি জানতে পারব।"
আরও পড়ুন: