কলকাতা, 25 অক্টোবর: রাস্তাঘাটের পাশাপাশি টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা পুরনিগমের কেন্দ্রীয় ভবন ও শহরের বিভিন্ন হাসপাতাল ৷ ধর্মতলায় পুরভবনে প্রবেশের একাধিক প্রবেশদ্বারে প্রায় হাঁটু সমান জল লক্ষ্য করা গেল শুক্রবার । তবে জমা জল দ্রুত নিকাশির জন্য বিভিন্ন জায়গায় সমানভাবে তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে কলকাতা পুরনিগমের কর্মীদের মধ্যে ৷ সাক্সান মেশিন থেকে শুরু করে অত্যাধুনিক যন্ত্র এনে নিকাশি নালার জল বের করা হচ্ছে ৷ রাস্তায় পাম্পের মাধ্যমে চলছে জল নিকাশির কাজও ৷
ঘূর্ণিঝড় দানার জেরে প্রবল বৃষ্টি শহরে । জলমগ্ন মহানগরের একাধিক এলাকা । জল জমেছে শহরের সরকারি হাসপাতালগুলিতে ৷ এসএসকেএম হাসপাতালে মেন ব্লকের সামনে দেখা গিয়েছে জমা জল । এছাড়াও কার্ডিওলজি, গাইনি বিভাগের সামনেও জল জমেছে । বহু রোগীর পরিবার এই জল যন্ত্রণার কারণে সমস্যায় পড়েছেন । তবে ইতিমধ্যেই জল নামানোর কাজ শুরু করা হয়েছে । সকালে প্রবল জলের কারণে লিফট বন্ধ ছিল । তবে পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে । অন্যদিকে নিউ আলিপুরের কাছে বেসরকারি হাসপাতালের সামনে প্রবল জল যন্ত্রণার ছবি ধরা পড়েছে ।
শুধু এসএসকেএম হাসপাতাল নয়, এই বৃষ্টির জেরে জল জমেছে কলকাতার আরও একটি সরকারি হাসপাতাল ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে । সেখানেও ওপিডি বিভাগের জল জমে থাকতে দেখা গেল । লিফট বন্ধ রয়েছে । সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের । ওপিডির বিভিন্ন বিভাগে জল যন্ত্রণায় ভুগছেন হাসপাতালের চিকিৎসকরাও ।
অন্যদিকে বৃষ্টির জেরে কলকাতার বহু রাস্তা চলে গিয়েছে জলের তলায় । সার্বিকভাবে না হলেও বেশকিছু রাস্তায় ফিরেছে কলকাতার পুরনো জলছবি । এর মধ্যে রয়েছে, উত্তর কলকাতার কলেজ স্ট্রিট চত্বরে ঠনঠনিয়া কালীবাড়ি, আমহার্স্ট স্ট্রিট, পিটিএস, এজেসি বোস রোডের কিছুটা অংশ, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশ । এছাড়াও বেহালার বেশ কয়েকটি বিস্তীর্ণ এলাকা জলমগ্ন ৷ টালিগঞ্জের বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে ৷ লোকজন বাড়ি থেকে বেরতে পারছেন না ৷ রাস্তায় গাড়ি ধীরগতিতে চলছে ৷
কলকাতা পুরনিগম সূত্রে খবর, মানিকতলা এলাকায় দুপুর বারোটা পর্যন্ত 62 মিলিমিটার, বেলগাছিয়া 47 মিলিমিটার, ধাপা লকগেটে 51 মিলিমিটার, তপসিয়ায় 90 মিলিমিটার, উলটোডাঙায় 49 মিলিমিটার, বালিগঞ্জে 104 মিলিমিটার, মোমিনপুরে 93 মিলিমিটার, কামডহরিতে 108 মিলিমিটার, পিপিটি ক্যানেল এলাকায় 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে ।