ETV Bharat / state

গেটে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলেন, ট্রেন থেকে সোজা নদীতে পড়লেন যাত্রী - Passenger Slips from Train - PASSENGER SLIPS FROM TRAIN

Intercity Express: হাতে ঝালমুড়ি নিয়ে ট্রেনের গেটে দাঁড়িয়েছিলেন ৷ ছুটছিল ইন্টারসিটি এক্সপ্রেস ৷ সেতুর উপর দিয়ে ট্রেন যখন দুরন্ত গতিতে, তখন গেটে দাঁড়িয়ে থাকা ব্যক্তি পড়ে গেলেন নদীতে ৷ তাঁকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেন আরও দুই যুবক ৷ তারপর...

Intercity Express
সেতুর উপর দিয়ে যাচ্ছে ট্রেন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 12:17 PM IST

জলপাইগুড়ি, 3 অগস্ট: কথায় আছে, 'রাখে হরি, মারে কে ?' ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঝালমুড়ি খেতে গিয়েই বিপত্তি! চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে গেলেন এক ট্রেনযাত্রী। স্থানীয়রা দেখা মাত্র নদীতে ঝাঁপিয়ে পড়ে ট্রেনযাত্রীকে উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের ঘিস নদীতে।

শিলিগুড়ি থেকে ইন্টারসিটি এক্সপ্রেসে এক ব্যক্তি রাঙালিবাজনা যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। ট্রেনযাত্রীর নাম রতন সূত্রধর। তাঁর বাড়ি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙালিবাজনা সূত্রধর পাড়াতে। স্থানীয় যুবক, মহম্মদ ফারুক ও মহম্মদ রমজান দেখতে পান ঘিস নদীর সেতু দিয়ে ট্রেন যাওয়ার সময় হঠাৎ এক ব্যক্তি নদীতে পড়ে গেলেন। তারপরই ভেসে যান। দেখামাত্রই ঘিস নদীতে ঝাঁপিয়ে পড়ে ব্যক্তিকে উদ্ধার করেন তাঁরা ৷

ফারুক ও রমজান কিছুক্ষণের চেষ্টায় ট্রেনের ওই যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন। এরপর স্থানীয় একটি দোকানে বসিয়ে চা-খাওয়ানো হয় ৷ মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে আসে ৷ তারপর পুলিশ এসে আহত ব্যক্তিকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ৷ প্রত্যক্ষদর্শী সাইনুল হক বলেন, "আমরা নদীর কাছেই ছিলাম ৷ হঠাৎ দেখি এক ব্যক্তি ইন্টারসিটি এক্সপ্রেস থেকে ঘিস নদীতে পড়ে যান। এরপর তিনি ডুবে যেতে থাকেন ৷ তা দেখে দুই যুবক মহম্মদ ফারুক ও মহম্মদ রমজান নদীতে ঝাঁপিয়ে পড়ে ব্যক্তিকে উদ্ধার করেন। এরপর আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়।"

আহত ট্রেনের যাত্রী রতন সূত্রধর বলেন, "শিলিগুড়ি থেকে ট্রেনে করে রাঙালিবাজনা ফিরছিলাম আমি। ট্রেনের দরজার ধারে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম ৷ হঠাৎ করে নদীতে পড়ে যাই। স্থানীয়রাই আমাকে উদ্ধার করেন। কীভাবে এমন হল বুঝতেই পারছি না ৷"

জলপাইগুড়ি, 3 অগস্ট: কথায় আছে, 'রাখে হরি, মারে কে ?' ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঝালমুড়ি খেতে গিয়েই বিপত্তি! চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে গেলেন এক ট্রেনযাত্রী। স্থানীয়রা দেখা মাত্র নদীতে ঝাঁপিয়ে পড়ে ট্রেনযাত্রীকে উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের ঘিস নদীতে।

শিলিগুড়ি থেকে ইন্টারসিটি এক্সপ্রেসে এক ব্যক্তি রাঙালিবাজনা যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। ট্রেনযাত্রীর নাম রতন সূত্রধর। তাঁর বাড়ি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙালিবাজনা সূত্রধর পাড়াতে। স্থানীয় যুবক, মহম্মদ ফারুক ও মহম্মদ রমজান দেখতে পান ঘিস নদীর সেতু দিয়ে ট্রেন যাওয়ার সময় হঠাৎ এক ব্যক্তি নদীতে পড়ে গেলেন। তারপরই ভেসে যান। দেখামাত্রই ঘিস নদীতে ঝাঁপিয়ে পড়ে ব্যক্তিকে উদ্ধার করেন তাঁরা ৷

ফারুক ও রমজান কিছুক্ষণের চেষ্টায় ট্রেনের ওই যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন। এরপর স্থানীয় একটি দোকানে বসিয়ে চা-খাওয়ানো হয় ৷ মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে আসে ৷ তারপর পুলিশ এসে আহত ব্যক্তিকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ৷ প্রত্যক্ষদর্শী সাইনুল হক বলেন, "আমরা নদীর কাছেই ছিলাম ৷ হঠাৎ দেখি এক ব্যক্তি ইন্টারসিটি এক্সপ্রেস থেকে ঘিস নদীতে পড়ে যান। এরপর তিনি ডুবে যেতে থাকেন ৷ তা দেখে দুই যুবক মহম্মদ ফারুক ও মহম্মদ রমজান নদীতে ঝাঁপিয়ে পড়ে ব্যক্তিকে উদ্ধার করেন। এরপর আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়।"

আহত ট্রেনের যাত্রী রতন সূত্রধর বলেন, "শিলিগুড়ি থেকে ট্রেনে করে রাঙালিবাজনা ফিরছিলাম আমি। ট্রেনের দরজার ধারে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম ৷ হঠাৎ করে নদীতে পড়ে যাই। স্থানীয়রাই আমাকে উদ্ধার করেন। কীভাবে এমন হল বুঝতেই পারছি না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.