কলকাতা, 21 নভেম্বর: প্যারোলে মুক্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ৷ বুধবার গভীর রাতে তাঁর মায়ের মৃত্যু হয়েছে ৷ সেই কারণে অন্ত্যেষ্টিতে যোগ দেওয়ার জন্য প্যারোলে ব্যাঙ্কশালের বিশেষ আদালত মুক্তি দিয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবীকে ।
শিক্ষক দুর্নীতি মামলার আর্থিক তছরূপের তদন্তে নেমে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ দু'বছর চার মাস আগে তাঁর টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধার করেছিল ইডি । এরপরেই গ্রেফতার হন তিনি ৷ সেই থেকে আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দি রয়েছেন অর্পিতা ।
আদালত সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে অর্পিতার মা মিনতি মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার ব্যাঙ্কশালের বিশেষ আদালতে তাঁর প্যারোলের জন্য আবেদন করা হয় । আদালত পাঁচ দিনের জন্য অর্পিতা মুখোপাধ্যায়কে প্যারোলে মুক্তি দিয়েছে । সেই নির্দেশ আলিপুর মহিলা সংশোধনাগারের জেল সুপারের কাছে পাঠিয়েছে আদালত ।
উল্লেখ্য, শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখ্যোপাধ্যায়কেও গ্রেফতার করে ইডি ৷ পার্থ বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন ৷ 2022 সালের 21 জুলাই অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে প্রায় 52 কোটি টাকা নগদ ও সোনার গয়না উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । তারপরই গ্রেফতার হন অর্পিতা ৷
নিম্ন আদালতের পাশাপাশি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের একাধিকবার জামিনের আবেদন খারিজ হয়েছে । যদিও অর্পিতা মুখোপাধ্যায় এখনও কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানাননি । মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল ৷ সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে ভিন্ন মত দেখা যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের মধ্যে ৷ মামলা যাচ্ছে প্রধান বিচারপতির বেঞ্চে ৷