ETV Bharat / state

আরও বিপাকে সন্দীপ, বেলেঘাটার বাড়ির একাংশ বেআইনি ! তদন্তের নির্দেশ কেএমসি-র - KMC Notice to Sandip Ghosh - KMC NOTICE TO SANDIP GHOSH

KMC Notice to Sandip Ghosh: সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির একটি অংশ বেআইনি ৷ আর সেই অভিযোগে এবার আরজি কর-কাণ্ডে গ্রেফতার সন্দীপের বাড়িতে তদন্তের জন্য নোটিশ দিয়ে এল কলকাতা পুরনিগম ৷ পরিদর্শন ও তার রিপোর্টের ভিত্তিতে তদন্ত করবে কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগ ৷

KMC Notice to Sandip Ghosh
সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে কেএমসি-র তদন্তের নোটিশ ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2024, 3:28 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: আরজিকর-কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের আরও এক কীর্তি এবার প্রকাশ্যে ৷ অভিযোগ, বেলেঘাটায় যে বাড়ি রয়েছে সন্দীপ ঘোষের, তার একাংশ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে ৷ আর সেই অভিযোগে, তাঁর বেলেঘাটার বাড়িতে নোটিশ দিয়ে এসেছেন কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগের আধিকারিকরা ৷ বাড়ি পরিদর্শন করে, সেই মতো ব্য়বস্থা নেওয়ার কথা উল্লেখ রয়েছে ওই নোটিশে ৷

আরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির একটি অংশের নির্মাণ বেআইনি ৷ এমনই একটি অভিযোগ কলকাতা পুরনিগমে জমা পড়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে, সন্দীপ ঘোষ, তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষ এবং অন্যান্য, এমনটাই উল্লেখ করে বেলেঘাটার বাড়ির ঠিকানায় নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরনিগমে বিল্ডিং বিভাগ ৷

কলকাতা পুরনিগমের ওই বরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, বেলেঘাটার ওই নির্দিষ্ট বাড়ি সরেজমিনে খতিয়ে দেখতে যাবেন সংশ্লিষ্ট বরোর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ৷ তাঁরা চলতি মাসের আগামী 30 তারিখের মধ্যেই সেই রিপোর্ট বিল্ডিং বিভাগের এক্সিকিউটিভ অফিসারকে জমা দেবেন ৷ তিনি সেই রিপোর্ট ডিজি-র কাছে পাঠাবেন ৷ তারপর রিপোর্টের ভিত্তিতে পুরো বিষয়টির শুনানি হবে ৷ এই নোটিশ সন্দীপ ঘোষের বাড়ির বাইরেও লাগিয়ে দিয়ে এসেছেন কেএমসি-র কর্মীরা ৷

KMC Notice to Sandip Ghosh
সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে কেএমসি-র তদন্তের নোটিশ ৷ (নিজস্ব চিত্র)

স্থানীয় সূত্রে খবর, সন্দীপের বাড়ির ছাদের একাংশের বেশকিছু নকশা পুরনিগমের বিল্ডিং বিভাগের অনুমোদন না-নিয়ে করা হয়ে থাকতে পারে ৷ অভিযোগকারী সেটি বেআইনি নির্মাণ আঁচ করেই অভিযোগ করেছেন ৷ এই প্রসঙ্গে কলকাতা পুরনিগমের এক আধিকারিক জানিয়েছেন, "আমাদের কাছে অভিযোগ এসেছে বেআইনি নির্মাণের ৷ সেই অভিযোগের ভিত্তিতে আমরা অ্যাসিস্টেন্ট ও সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারকে বলেছি, সরেজমিনে দেখে রিপোর্ট দিতে ৷ রিপোর্ট জমা পড়লে পুর আইন অনুযায়ী আমরা পদক্ষেপ করব ৷"

কলকাতা, 27 সেপ্টেম্বর: আরজিকর-কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের আরও এক কীর্তি এবার প্রকাশ্যে ৷ অভিযোগ, বেলেঘাটায় যে বাড়ি রয়েছে সন্দীপ ঘোষের, তার একাংশ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে ৷ আর সেই অভিযোগে, তাঁর বেলেঘাটার বাড়িতে নোটিশ দিয়ে এসেছেন কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগের আধিকারিকরা ৷ বাড়ি পরিদর্শন করে, সেই মতো ব্য়বস্থা নেওয়ার কথা উল্লেখ রয়েছে ওই নোটিশে ৷

আরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির একটি অংশের নির্মাণ বেআইনি ৷ এমনই একটি অভিযোগ কলকাতা পুরনিগমে জমা পড়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে, সন্দীপ ঘোষ, তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষ এবং অন্যান্য, এমনটাই উল্লেখ করে বেলেঘাটার বাড়ির ঠিকানায় নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরনিগমে বিল্ডিং বিভাগ ৷

কলকাতা পুরনিগমের ওই বরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, বেলেঘাটার ওই নির্দিষ্ট বাড়ি সরেজমিনে খতিয়ে দেখতে যাবেন সংশ্লিষ্ট বরোর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ৷ তাঁরা চলতি মাসের আগামী 30 তারিখের মধ্যেই সেই রিপোর্ট বিল্ডিং বিভাগের এক্সিকিউটিভ অফিসারকে জমা দেবেন ৷ তিনি সেই রিপোর্ট ডিজি-র কাছে পাঠাবেন ৷ তারপর রিপোর্টের ভিত্তিতে পুরো বিষয়টির শুনানি হবে ৷ এই নোটিশ সন্দীপ ঘোষের বাড়ির বাইরেও লাগিয়ে দিয়ে এসেছেন কেএমসি-র কর্মীরা ৷

KMC Notice to Sandip Ghosh
সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে কেএমসি-র তদন্তের নোটিশ ৷ (নিজস্ব চিত্র)

স্থানীয় সূত্রে খবর, সন্দীপের বাড়ির ছাদের একাংশের বেশকিছু নকশা পুরনিগমের বিল্ডিং বিভাগের অনুমোদন না-নিয়ে করা হয়ে থাকতে পারে ৷ অভিযোগকারী সেটি বেআইনি নির্মাণ আঁচ করেই অভিযোগ করেছেন ৷ এই প্রসঙ্গে কলকাতা পুরনিগমের এক আধিকারিক জানিয়েছেন, "আমাদের কাছে অভিযোগ এসেছে বেআইনি নির্মাণের ৷ সেই অভিযোগের ভিত্তিতে আমরা অ্যাসিস্টেন্ট ও সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারকে বলেছি, সরেজমিনে দেখে রিপোর্ট দিতে ৷ রিপোর্ট জমা পড়লে পুর আইন অনুযায়ী আমরা পদক্ষেপ করব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.