ETV Bharat / state

দেখা করতে চেয়ে অমিত শাহকে ইমেল আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের - RG KAR VICTIM PARENTS WRITE TO SHAH

অমিত শাহের সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়ে তাঁকে ইমেল পাঠালেন আরজি করের নির্যাতিতার বাবা-মা ৷ তাঁরা এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা প্রার্থনা করেছেন ৷

ETV BHARAT
অমিত শাহকে ইমেল আরজি করে নির্যাতিতার বাবা-মায়ের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2024, 12:35 PM IST

Updated : Oct 22, 2024, 12:56 PM IST

কলকাতা, 22 অক্টোবর: অমিত শাহের সঙ্গে দেখা করতে চান আরজি করের নির্যাতিতার বাবা-মা । তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করে তাঁকে ইমেল পাঠিয়েছেন ৷

ইমেলের মাধ্যমে মৃত তরুণী চিকিৎসকের বাবা জানিয়েছেন, "আমার মেয়ের সঙ্গে যা হয়েছে, তারপর আমরা মানসিকভাবে এখনও স্থিতিশীল নই । আমরা প্রচণ্ড মানসিক চাপে আছি । সেই জন্য আপনার সঙ্গে একটু দেখা করতে চাই ।"

গত অগস্ট মাসের 9 তারিখ আরজি কর হাসপাতালে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা । নিজের কর্মস্থলেই ধর্ষণ ও খুন হন তরুণী চিকিৎসক । সেই ঘটনার জের গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত । তরুণী চিকিৎসকের ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমেছে মানুষের ঢল ৷ টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়ররাও । কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিবিআই । বিচার পেতে আর কতদিন সময় লাগবে, সেই প্রশ্ন বারবার উঠছে বিভিন্ন মহলে ৷

এর মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইমেল করলেন আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার । তরুণী চিকিৎসকের বাবা ইমেলে লিখেছেন, "আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই । আপনি যেখানে যখন বলবেন আমি এবং আমার স্ত্রী সেখানে যাব । আপনার সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলব । আমাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিলে কৃতজ্ঞ হব ৷ আমার বিশ্বাস আপনার অভিজ্ঞতা এবং নির্দেশিকা অমূল্য হবে ৷"

প্রসঙ্গত, গতকাল জুনিয়র চিকিৎসকদের ধর্মতলার অনশন মঞ্চে যায় নির্যাতিতা তরুণীর পরিবার । সেখানে নির্যাতিতার বাবা বলেন, "আমার মেয়ের ন্যায়বিচারের জন্য গোটা দেশ আজ রাস্তায় নেমেছে । আমার সন্তানসম জুনিয়র চিকিৎসকেরা অনশন করছে । আমি থাকতে না-পেরে চলে এলাম । আমি ওদের অনুরোধ করছি ওরা অনশনটা তুলে নিক । কিন্তু ন্যায়বিচারের জন্য যে আন্দোলন ওরা করছে, আমরা তাকে সমর্থন করছি সবসময় ।" তাঁর এই অনুরোধকে সম্মান জানিয়ে অবশেষে অনশন প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকরা ৷

কলকাতা, 22 অক্টোবর: অমিত শাহের সঙ্গে দেখা করতে চান আরজি করের নির্যাতিতার বাবা-মা । তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করে তাঁকে ইমেল পাঠিয়েছেন ৷

ইমেলের মাধ্যমে মৃত তরুণী চিকিৎসকের বাবা জানিয়েছেন, "আমার মেয়ের সঙ্গে যা হয়েছে, তারপর আমরা মানসিকভাবে এখনও স্থিতিশীল নই । আমরা প্রচণ্ড মানসিক চাপে আছি । সেই জন্য আপনার সঙ্গে একটু দেখা করতে চাই ।"

গত অগস্ট মাসের 9 তারিখ আরজি কর হাসপাতালে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা । নিজের কর্মস্থলেই ধর্ষণ ও খুন হন তরুণী চিকিৎসক । সেই ঘটনার জের গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত । তরুণী চিকিৎসকের ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমেছে মানুষের ঢল ৷ টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়ররাও । কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিবিআই । বিচার পেতে আর কতদিন সময় লাগবে, সেই প্রশ্ন বারবার উঠছে বিভিন্ন মহলে ৷

এর মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইমেল করলেন আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার । তরুণী চিকিৎসকের বাবা ইমেলে লিখেছেন, "আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই । আপনি যেখানে যখন বলবেন আমি এবং আমার স্ত্রী সেখানে যাব । আপনার সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলব । আমাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিলে কৃতজ্ঞ হব ৷ আমার বিশ্বাস আপনার অভিজ্ঞতা এবং নির্দেশিকা অমূল্য হবে ৷"

প্রসঙ্গত, গতকাল জুনিয়র চিকিৎসকদের ধর্মতলার অনশন মঞ্চে যায় নির্যাতিতা তরুণীর পরিবার । সেখানে নির্যাতিতার বাবা বলেন, "আমার মেয়ের ন্যায়বিচারের জন্য গোটা দেশ আজ রাস্তায় নেমেছে । আমার সন্তানসম জুনিয়র চিকিৎসকেরা অনশন করছে । আমি থাকতে না-পেরে চলে এলাম । আমি ওদের অনুরোধ করছি ওরা অনশনটা তুলে নিক । কিন্তু ন্যায়বিচারের জন্য যে আন্দোলন ওরা করছে, আমরা তাকে সমর্থন করছি সবসময় ।" তাঁর এই অনুরোধকে সম্মান জানিয়ে অবশেষে অনশন প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকরা ৷

Last Updated : Oct 22, 2024, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.