বহরমপুর, 18 জুলাই: বহরমপুরে মহরমের শোভাযাত্রায় উড়ল প্যালেস্তাইনের জাতীয় পতাকা ! বুধবার শহরের এক ধর্মীয় শোভাযাত্রায় প্যালেস্তাইনের জাতীয় পতাকা ওড়ার সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই ৷ (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত)
ওইদিন বিকেল থেকে জেলার বিভিন্ন এলাকায় মহরমের শোভাযাত্রা বের হয়। তাজিয়া নিয়ে জুলুসে সামিল হয়েছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ। মহরমের সেই শোভাযাত্রায় বহরমপুরের সামশেরগঞ্জ, লালবাগ-সহ বিভিন্ন এলাকায় উড়ল প্যালেস্তাইনের জাতীয় পতাকা, এমনটাই দাবি করা হয়েছে। মহরমের তাজিয়া মিছিলে ভিন দেশের পতাকা কেন ? এই প্রশ্নে জেলাজুড়ে শুরু হয়েছে তোলপাড়। ধর্মীয় পতাকার পাশাপাশি ভিনদেশের পতাকা জুলুস মিছিলে অবাধে ওড়ায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
জেলা বিজেপি এই ঘটনার তীব্র সমালোচনা শুরু করে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছে। অন্যদিকে, জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, "পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" মহরমের নবম দিনে তাজিয়া নিয়ে ধর্মীয় শোভাযাত্রা বের হয়। বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে ধীরে ধীরে কারবালার দিকে এগিয়ে যায়। মূলত মহরম উপলক্ষ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ 10 দিন ধরে শোক পালন করেন। তাজিয়ার শোভাযাত্রায় ইসলাম ধর্মাবলম্বী মানুষ কালো পোশাক পড়ে শোভাযাত্রায় শামিল হন। হাতে থাকে কালো পতাকা ও ধর্মীয় পতাকা।
বুধবার বিকেলে খাগড়ার পুরাতন হাসপাতাল থেকে মহরমের তেমনই এক শোভাযাত্রা বের হয়। বহরমপুর শহরের কল্পনা সিনেমা হল মোড় ঘুরে শোভাযাত্রা কারবালাতে যায়। কাদাই কল্পনা মোড়ে সেই শোভাযাত্রাতেই প্যালেস্তাইনের পতাকা উড়তে দেখা যায় বুধবার। সেই ছবি এক ব্যক্তি সোশাল মিডিয়ায় পোস্ট করেন। যা নিয়েই তোলপাড় শুরু হয়েছে জেলা রাজনীতিতে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে ছবি-সহ তা পোস্টও করেন। তিনি জেলা পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছেন।