ETV Bharat / state

পেয়েছেন আবাস যোজনার বাড়ি, তবু কেন পদ্মশ্রী দুখু মাঝির ঠিকানা একচিলতে ভাঙা ঘর ? - Padma Shri Awardee Dukhu Majhi - PADMA SHRI AWARDEE DUKHU MAJHI

Padma Shri Awardee Dukhu Majhi: পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে অগণিত গাছ লাগানোর কৃতিত্বের সম্মান হিসেবে পেয়েছেন পদ্মশ্রী সম্মান ৷ কিন্তু, পদ্মশ্রী দুখু মাঝির জীবনে দুঃখ ঘোচেনি ৷ আজও টালি ও ত্রিপলের ছাউনি দেওয়া একচিলতে ঘরে বসবাস তাঁর ৷

Padma Shri Awardee Dukhu Majhi
পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দুখু মাঝি ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 11:56 AM IST

বাঘমুন্ডি, 30 অগস্ট: পদ্মশ্রী দুখু মাঝি ৷ শ্মশানে দেহ পোড়ানোর পর, পড়ে থাকা অবশিষ্ট পোড়া কাঠের টুকরো দিয়ে বেড়া বানাতেন ৷ তারপর পুরুলিয়া জেলা জুড়ে অগণিত বৃক্ষরোপণ করে, সেই বেড়া দিয়ে ঘিরে দিতেন ৷ সেই থেকে দুখু মাঝির নাম হয়ে গেছে 'গাছ বাবা' ৷ পরবর্তী সময়ে এই কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন ৷ কিন্তু, সেই পদ্মশ্রী দুখু মাঝির জীবনে দুঃখ ঘোচেনি ৷ আজও তিনি থাকেন, টালি ও ত্রিপলের ছাউনি দেওয়া একচিলতে ঘরে ৷

ভাঙা ঘরে বসবাস পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দুখু মাঝির ৷ (ইটিভি ভারত)

পুরুলিয়ার বাঘমুন্ডির সিন্দরীর বাসিন্দা দুখু মাঝি ৷ বৃক্ষরোপণের মতো মহান কাজের জন্য পদ্মশ্রী সম্মানে সম্মানীত হলেও, দিন ফেরেনি তাঁর ৷ বর্তমানে পুরুলিয়া শহর-সহ জেলার বিভিন্ন প্রান্তে সরকারি-বেসরকারি অনুষ্ঠানে অতিথি হিসেবে ডাক পান দুখু মাঝি ৷ সম্প্রতি বন বিভাগের আধিকারিকরা এসেছিলেন দুখু মাঝির বাড়ি। জেলায় বৃক্ষরোপণ অভিযানে দুখু মাঝিকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব নিয়ে ৷ এইটুকুই ব্যস ৷ এর বাইরে পদ্মশ্রী দুখু মাঝি কেমন আছেন ? সেই খোঁজ কেউ নেন না বলে অভিযোগ ৷

তবে, সম্প্রতি সোশাল মিডিয়ায় দুখু মাঝির কাহিনী ছড়িয়ে পড়েছে ৷ তারপরেই একাংশ দাবি করেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাঁকে একটি বাড়ি করে দেওয়া হোক ৷ সেই দাবি স্বয়ং দুখু মাঝি নিজেও করেছেন ৷ তাঁর কাছে আসা বন বিভাগের আধিকারিকদের কাছেও সেই আর্জি জানিয়েছেন ৷ 'গাছ বাবা' দুখু মাঝির বক্তব্য, "তোমরা সবাই সব জানো ৷ আমার ঘরটা করে দিলে ভালো হয় ৷ নয়তো থাকব কোথায় ? আর তা যদি না হয়, আমার কিছু বলার নেই ৷ আমি গাছ লাগিয়েছি, আগামী দিনেও লাগাব ৷ ওই গাছগুলিই আমার ঘর ৷ ওগুলি সবার ঘর ৷"

Padma Shri Awardee Dukhu Majhi
প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুখু মাঝির নামে বাড়ি ৷ (ছবি- প্রধানমন্ত্রী আবাস যোজনা)

কিন্তু, সরকারি নথি অন্য কথা বলছে ৷ জানা গিয়েছে, তিনি 2017-18 অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন ৷ তাহলে প্রশ্ন হল, তিনি বাড়ি পেলে, তা গেল কোথায় ? নামপ্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, দুখু মাঝির পাওয়া আবাস যোজনার বাড়িতে তাঁর ছেলে নির্মল মাঝি সপরিবারে থাকেন ৷ আর তিনি যে জমিতে একচিলতে ঘরে থাকেন, সেটি তাঁর নয় ৷ জমির আসল মালিক দুখু মাঝির পূর্ব পুরুষকে ওই জমিতে থাকতে দিয়েছিলেন ৷ তিনি সেই ছাউনি দেওয়া ঘর ছেড়ে আবাস যোজনার বাড়িতে যাননি ৷

এনিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য় আফরোজ আনসারি বলেন, "দুখু মাঝি 2017-18 অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেয়েছেন ৷ কিন্তু, ওই বাড়িতে ওনার বড় ছেলে ও তাঁর পরিবার থাকেন ৷ ওনার যে ঝুপড়ি ঘরের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে সেখান থেকে 200 মিটার দূরেই ওই বাড়িটি রয়েছে ৷ কিন্তু, উনি সেখানে থাকেন না ৷" এক্ষেত্রে প্রশ্ন, তাহলে কি দুখু মাঝির ছেলের সঙ্গে সম্পর্ক ভালো নয় ? এনিয়ে পঞ্চায়েত সদস্য় দাবি করেছেন, "তেমন কিছু নয় ৷ বাবা-ছেলের সম্পর্ক ভালোই ৷ দুখু মাঝি ওই বাড়িতেই থাকেন ৷"

Padma Shri Awardee Dukhu Majhi
প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুখু মাঝির নামে বাড়ি ৷ (ছবি- প্রধানমন্ত্রী আবাস যোজনা)

বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির তৃণমূলের সহকারী সভাপতি মানস মেহতা বলেন, "দুখু মাঝি আমাদের এলাকার গর্ব ৷ তবে, উনি ইতিপূর্বে আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেয়েছেন ৷ সরকারি নথিতে সেই তথ্য রয়েছে ৷ যারা এনিয়ে সংবাদ পরিবেশন করেছেন (দুখু মাঝির ভাঙা বাড়ি), তাঁরা ভুল তথ্য পরিবেশন করেছেন ৷"

অন্যদিকে, বিজেপির পুরুলিয়া জেলা পরিষদের সদস্য রাকেশ মাহাত আবার দাবি করেছেন, "দুখু মাঝি একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেয়েছেন ৷ কিন্তু, সেটি সম্পূর্ণ হয়নি ৷ সেখানে ওনার ছেলে থাকেন ৷ দুখু মাঝি তাঁর মাটির বাড়িতেই থাকেন ৷ রাজ্য সরকার চাইলে ওনার জন্য একটা বন্দোবস্ত করতে পারত ৷ কিন্তু, সেটা করেনি ৷"

বাঘমুন্ডি, 30 অগস্ট: পদ্মশ্রী দুখু মাঝি ৷ শ্মশানে দেহ পোড়ানোর পর, পড়ে থাকা অবশিষ্ট পোড়া কাঠের টুকরো দিয়ে বেড়া বানাতেন ৷ তারপর পুরুলিয়া জেলা জুড়ে অগণিত বৃক্ষরোপণ করে, সেই বেড়া দিয়ে ঘিরে দিতেন ৷ সেই থেকে দুখু মাঝির নাম হয়ে গেছে 'গাছ বাবা' ৷ পরবর্তী সময়ে এই কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন ৷ কিন্তু, সেই পদ্মশ্রী দুখু মাঝির জীবনে দুঃখ ঘোচেনি ৷ আজও তিনি থাকেন, টালি ও ত্রিপলের ছাউনি দেওয়া একচিলতে ঘরে ৷

ভাঙা ঘরে বসবাস পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দুখু মাঝির ৷ (ইটিভি ভারত)

পুরুলিয়ার বাঘমুন্ডির সিন্দরীর বাসিন্দা দুখু মাঝি ৷ বৃক্ষরোপণের মতো মহান কাজের জন্য পদ্মশ্রী সম্মানে সম্মানীত হলেও, দিন ফেরেনি তাঁর ৷ বর্তমানে পুরুলিয়া শহর-সহ জেলার বিভিন্ন প্রান্তে সরকারি-বেসরকারি অনুষ্ঠানে অতিথি হিসেবে ডাক পান দুখু মাঝি ৷ সম্প্রতি বন বিভাগের আধিকারিকরা এসেছিলেন দুখু মাঝির বাড়ি। জেলায় বৃক্ষরোপণ অভিযানে দুখু মাঝিকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব নিয়ে ৷ এইটুকুই ব্যস ৷ এর বাইরে পদ্মশ্রী দুখু মাঝি কেমন আছেন ? সেই খোঁজ কেউ নেন না বলে অভিযোগ ৷

তবে, সম্প্রতি সোশাল মিডিয়ায় দুখু মাঝির কাহিনী ছড়িয়ে পড়েছে ৷ তারপরেই একাংশ দাবি করেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাঁকে একটি বাড়ি করে দেওয়া হোক ৷ সেই দাবি স্বয়ং দুখু মাঝি নিজেও করেছেন ৷ তাঁর কাছে আসা বন বিভাগের আধিকারিকদের কাছেও সেই আর্জি জানিয়েছেন ৷ 'গাছ বাবা' দুখু মাঝির বক্তব্য, "তোমরা সবাই সব জানো ৷ আমার ঘরটা করে দিলে ভালো হয় ৷ নয়তো থাকব কোথায় ? আর তা যদি না হয়, আমার কিছু বলার নেই ৷ আমি গাছ লাগিয়েছি, আগামী দিনেও লাগাব ৷ ওই গাছগুলিই আমার ঘর ৷ ওগুলি সবার ঘর ৷"

Padma Shri Awardee Dukhu Majhi
প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুখু মাঝির নামে বাড়ি ৷ (ছবি- প্রধানমন্ত্রী আবাস যোজনা)

কিন্তু, সরকারি নথি অন্য কথা বলছে ৷ জানা গিয়েছে, তিনি 2017-18 অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন ৷ তাহলে প্রশ্ন হল, তিনি বাড়ি পেলে, তা গেল কোথায় ? নামপ্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, দুখু মাঝির পাওয়া আবাস যোজনার বাড়িতে তাঁর ছেলে নির্মল মাঝি সপরিবারে থাকেন ৷ আর তিনি যে জমিতে একচিলতে ঘরে থাকেন, সেটি তাঁর নয় ৷ জমির আসল মালিক দুখু মাঝির পূর্ব পুরুষকে ওই জমিতে থাকতে দিয়েছিলেন ৷ তিনি সেই ছাউনি দেওয়া ঘর ছেড়ে আবাস যোজনার বাড়িতে যাননি ৷

এনিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য় আফরোজ আনসারি বলেন, "দুখু মাঝি 2017-18 অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেয়েছেন ৷ কিন্তু, ওই বাড়িতে ওনার বড় ছেলে ও তাঁর পরিবার থাকেন ৷ ওনার যে ঝুপড়ি ঘরের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে সেখান থেকে 200 মিটার দূরেই ওই বাড়িটি রয়েছে ৷ কিন্তু, উনি সেখানে থাকেন না ৷" এক্ষেত্রে প্রশ্ন, তাহলে কি দুখু মাঝির ছেলের সঙ্গে সম্পর্ক ভালো নয় ? এনিয়ে পঞ্চায়েত সদস্য় দাবি করেছেন, "তেমন কিছু নয় ৷ বাবা-ছেলের সম্পর্ক ভালোই ৷ দুখু মাঝি ওই বাড়িতেই থাকেন ৷"

Padma Shri Awardee Dukhu Majhi
প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুখু মাঝির নামে বাড়ি ৷ (ছবি- প্রধানমন্ত্রী আবাস যোজনা)

বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির তৃণমূলের সহকারী সভাপতি মানস মেহতা বলেন, "দুখু মাঝি আমাদের এলাকার গর্ব ৷ তবে, উনি ইতিপূর্বে আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেয়েছেন ৷ সরকারি নথিতে সেই তথ্য রয়েছে ৷ যারা এনিয়ে সংবাদ পরিবেশন করেছেন (দুখু মাঝির ভাঙা বাড়ি), তাঁরা ভুল তথ্য পরিবেশন করেছেন ৷"

অন্যদিকে, বিজেপির পুরুলিয়া জেলা পরিষদের সদস্য রাকেশ মাহাত আবার দাবি করেছেন, "দুখু মাঝি একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেয়েছেন ৷ কিন্তু, সেটি সম্পূর্ণ হয়নি ৷ সেখানে ওনার ছেলে থাকেন ৷ দুখু মাঝি তাঁর মাটির বাড়িতেই থাকেন ৷ রাজ্য সরকার চাইলে ওনার জন্য একটা বন্দোবস্ত করতে পারত ৷ কিন্তু, সেটা করেনি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.