ETV Bharat / state

কবি সুভাষ-রুবি রুটে বাড়তি পরিষেবা, দিনের শেষে মেট্রো মিলবে রাত 8টায় - KOLKATA METRO RAIL - KOLKATA METRO RAIL

Kavi Subhas to Hemanta Mukherjee Route: অফিস ফেরত যাত্রীদের সুবিধার জন্য় সুখবর শোনাল মেট্রো ৷ বিকেলেই যেখানে শেষ মেট্রো মিলত সেখানে এখন রাত 8টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে ৷ অরেঞ্জ লাইনে সকালেও মেট্রোর সময়ে পরিবর্তন ৷ কলকাতা মেট্রোর তরফে ঘোষণা করা হয়েছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত অরেঞ্জ লাইনে চলবে মেট্রো ৷ কবে থেকে এই বদল ?

Kavi Subhas to Hemanta Mukherjee Route
এবার থেকে রাত 8টায়ও মিলবে মেট্রো (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 7:05 PM IST

Updated : Jul 31, 2024, 6:03 PM IST

কলকাতা, 30 জুলাই: আগামী মাস থেকে কলকাতা মেট্রো করিডোরের অরেঞ্জ লাইনে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ এই বর্ধিত পরিষেবার কারণে অসংখ্য অফিস ফেরত যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে ৷

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মোড় পর্যন্ত রুটে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্য়া ৷ আগামী 5 অগস্ট অর্থাৎ সোমবার থেকে সারাদিনে 48টি'র (24টি আপ ও 24টি ডাউন) পরিবর্তে চলবে 74টি মেট্রো পরিষেবা। এই মোট সংখ্যার মধ্যে 37টি আপ ও 37টি ডাউন পরিষেবা থাকছে। তবে দু'টি মেট্রোর মধ্যে ব্যবধান থাকবে 20 মিনিটের ৷

পাশাপাশি বর্তমানে এই লাইনে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পরিষেরা পান যাত্রীরা। মেট্রো মেলে না শনি ও রবিবার। পরিষেবা বাড়লেও আগামী মাস থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্তই অরেঞ্জ লাইনে পরিষেবা মিলবে। শনি ও রবিবার বন্ধ থাকবে পরিষেবা ৷ আপাতত পরীক্ষামূলকভাবে দেওয়া হবে বাড়তি পরিষেবা ৷ যাত্রীদের থেকে কেমন সাড়া মিলছে, যাত্রী সংখ্যা ক্রমশ আরও বাড়ছে কিনা, নাকি রাতের দিকে ট্রেন খালিই থাকছে, এইসব বিষয় বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷

মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু পরিষেবার সংখ্যাই নয় পরিষেবার সময়ও বাড়ানো হবে। আগে অরেঞ্জ লাইনের পরিষেবা শুরু হত সকাল 9টার সময়। তবে এখন থেকে সেই সময়টি এগিয়ে নিয়ে এসে সকাল 8টা করা হয়েছে। অর্থাৎ অরেঞ্জ লাইনে আগামী মাস থেকে দিনের প্রথম মেট্রো পরিষেবা চালু হবে সকাল 8টার সময়। পাশাপাশি দিনের শেষ মেট্রো 4টে 40 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 8টার সময় ৷ অর্থাৎ, প্রায় চার ঘণ্টা বাড়তি পরিষেবা মিলবে ৷

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী 5 অগস্ট থেকে দিনের প্রথম পরিষেবা অরেঞ্জ লাইনে-

  • কবি সুভাষ থেকে দিনের প্রথম পরিষেবা-

মেট্রো সকাল 9'টার পরিবর্তে ছাড়বে সকাল 8টার সময় ৷

হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে ছাড়বে সকাল 8টার সময় ৷

  • দিনের শেষ পরিষেবা-

কবি সুভাষ থেকে দিনের শেষ পরিষেবা 4টে 40 মিনিটের বদলে পাওয়া যাবে রাত 8টায় ৷

হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন থেকে দিনের শেষ পরিষেবা 4টে 40 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 8টার সময় ৷

কলকাতা, 30 জুলাই: আগামী মাস থেকে কলকাতা মেট্রো করিডোরের অরেঞ্জ লাইনে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ এই বর্ধিত পরিষেবার কারণে অসংখ্য অফিস ফেরত যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে ৷

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মোড় পর্যন্ত রুটে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্য়া ৷ আগামী 5 অগস্ট অর্থাৎ সোমবার থেকে সারাদিনে 48টি'র (24টি আপ ও 24টি ডাউন) পরিবর্তে চলবে 74টি মেট্রো পরিষেবা। এই মোট সংখ্যার মধ্যে 37টি আপ ও 37টি ডাউন পরিষেবা থাকছে। তবে দু'টি মেট্রোর মধ্যে ব্যবধান থাকবে 20 মিনিটের ৷

পাশাপাশি বর্তমানে এই লাইনে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পরিষেরা পান যাত্রীরা। মেট্রো মেলে না শনি ও রবিবার। পরিষেবা বাড়লেও আগামী মাস থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্তই অরেঞ্জ লাইনে পরিষেবা মিলবে। শনি ও রবিবার বন্ধ থাকবে পরিষেবা ৷ আপাতত পরীক্ষামূলকভাবে দেওয়া হবে বাড়তি পরিষেবা ৷ যাত্রীদের থেকে কেমন সাড়া মিলছে, যাত্রী সংখ্যা ক্রমশ আরও বাড়ছে কিনা, নাকি রাতের দিকে ট্রেন খালিই থাকছে, এইসব বিষয় বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷

মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু পরিষেবার সংখ্যাই নয় পরিষেবার সময়ও বাড়ানো হবে। আগে অরেঞ্জ লাইনের পরিষেবা শুরু হত সকাল 9টার সময়। তবে এখন থেকে সেই সময়টি এগিয়ে নিয়ে এসে সকাল 8টা করা হয়েছে। অর্থাৎ অরেঞ্জ লাইনে আগামী মাস থেকে দিনের প্রথম মেট্রো পরিষেবা চালু হবে সকাল 8টার সময়। পাশাপাশি দিনের শেষ মেট্রো 4টে 40 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 8টার সময় ৷ অর্থাৎ, প্রায় চার ঘণ্টা বাড়তি পরিষেবা মিলবে ৷

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী 5 অগস্ট থেকে দিনের প্রথম পরিষেবা অরেঞ্জ লাইনে-

  • কবি সুভাষ থেকে দিনের প্রথম পরিষেবা-

মেট্রো সকাল 9'টার পরিবর্তে ছাড়বে সকাল 8টার সময় ৷

হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে ছাড়বে সকাল 8টার সময় ৷

  • দিনের শেষ পরিষেবা-

কবি সুভাষ থেকে দিনের শেষ পরিষেবা 4টে 40 মিনিটের বদলে পাওয়া যাবে রাত 8টায় ৷

হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন থেকে দিনের শেষ পরিষেবা 4টে 40 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 8টার সময় ৷

Last Updated : Jul 31, 2024, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.