ETV Bharat / state

শাহজাহানের মতো পরিণতি হবে ফিরহাদের, গার্ডেনরিচ-কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর - Garden Reach Incident

Suvendu Adhikari: গার্ডেনরিচকাণ্ডে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে কড়া হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শুক্রবার মৃতদের শ্রদ্ধাজ্ঞাপনে দক্ষিণ কলকাতায় পদযাত্রা করেন তিনি ৷ বেআইনি নির্মাণ নিয়ে বিরোধী দলনেতার নিশানায় ছিলেন কাউন্সিলর শামস ইকবালও ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 12:42 PM IST

কলকাতা, 23 মার্চ: পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শেখ শাহজাহানের যা হয়েছে, সেই পরিণতিই হবে ফিরহাদ হাকিম ও শামস ইকবালের । গার্ডেনরিচকাণ্ডে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । গার্ডেনরিচ এলাকায় বেশিরভাগ বাড়িই বেআইনিভাবে তৈরি হয়েছে । কলকাতা পৌরনিগমের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করলেন তিনি ৷

শুক্রবার গার্ডেনরিচ-কাণ্ডের প্রতিবাদে এবং মৃতদের শ্রদ্ধাজ্ঞাপনে দক্ষিণ কলকাতায় পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী । তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কলকাতা দক্ষিণের নেতা-কর্মীরা । গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পরার ঘটনায় এখনও পর্যন্ত প্রাণহানি হয়েছে 11 জনের । আহত হয়েছেন অনেকে । খাস কলকাতায় বেআইনিভাবে গ্রাউন্ড প্লাস ফোর বা পাঁচতলা নির্মাণ হল কী করে সেই নিয়ে উঠছে প্রশ্ন । শুক্রবার গার্ডেনরিচে যান বিরোধী দলনেতা ।

মেটিয়াবুরুজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "এখানের বেশিরভাগ বাড়িই বেআইনিভাবে তৈরি করা হয়েছে এবং হচ্ছে । গত দশ বছরে এই এলাকায় যত ডোবা ছিল, সেগুলিকে একে একে বুজিয়ে জতুগৃহ বানিয়েছে । এরা পাঁচ কোটি টাকার গাড়িতে করে বেড়ায় । আর গরিব লোক, যাদের ভোটে এরা নেতা হয়েছে তাঁদেরকে মেরেছে ।"

গার্ডেনরিচের ঘটনার পরে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি এই বেআইনি নির্মাণের বিষয়ে কিছু জানতেন না ৷ কাউন্সিলেরও মুখেও শোনা গিয়েছে একই কথা ৷ তিনিও জানিয়েছেন, এই বিষয়ে কিছুই জানতেন না ৷ বেআইনি নির্মাণ নিয়ে এ দিন বিরোধী দলনেতা কাউন্সিলর এবং মেয়রকে কড়া ভাষায় আক্রমণ করেন ৷ তিনি বলেন, "কালকের ফিরহাদ হাকিম, আজকের শামস ইকবাল । তাঁরা যৌথভাবে এইসব কাজ চালাচ্ছে । তাঁরা গরিবের টাকা নিয়ে নিজেরা বড়লোক হচ্ছে ।"

প্রসঙ্গত, গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙ্গে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং স্থানীয় কাউন্সিলর-সহ দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে দক্ষিণ কলকাতায় মোমবাতি মিছিল করেন শুভেন্দু অধিকারী । কয়েক হাজার কর্মী সমর্থক ও স্থানীয়দের সঙ্গে নিয়ে বিজেপির পদযাত্রা হয় ।

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ বিপর্যয়ে দায় এড়ালেন কাউন্সিলর, শুভেন্দুর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি শামস ইকবালের
  2. 'হয় আপনি অপদার্থ, না-হয় চোর', গার্ডেনরিচের ইঞ্জিনিয়ারদের ভর্ৎসনা ববির
  3. দায় এড়ালেও ফিরহাদ-ইকবালদের দাবির সঙ্গে মিলছে না পৌরনিগমের তথ্য

কলকাতা, 23 মার্চ: পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শেখ শাহজাহানের যা হয়েছে, সেই পরিণতিই হবে ফিরহাদ হাকিম ও শামস ইকবালের । গার্ডেনরিচকাণ্ডে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । গার্ডেনরিচ এলাকায় বেশিরভাগ বাড়িই বেআইনিভাবে তৈরি হয়েছে । কলকাতা পৌরনিগমের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করলেন তিনি ৷

শুক্রবার গার্ডেনরিচ-কাণ্ডের প্রতিবাদে এবং মৃতদের শ্রদ্ধাজ্ঞাপনে দক্ষিণ কলকাতায় পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী । তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কলকাতা দক্ষিণের নেতা-কর্মীরা । গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পরার ঘটনায় এখনও পর্যন্ত প্রাণহানি হয়েছে 11 জনের । আহত হয়েছেন অনেকে । খাস কলকাতায় বেআইনিভাবে গ্রাউন্ড প্লাস ফোর বা পাঁচতলা নির্মাণ হল কী করে সেই নিয়ে উঠছে প্রশ্ন । শুক্রবার গার্ডেনরিচে যান বিরোধী দলনেতা ।

মেটিয়াবুরুজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "এখানের বেশিরভাগ বাড়িই বেআইনিভাবে তৈরি করা হয়েছে এবং হচ্ছে । গত দশ বছরে এই এলাকায় যত ডোবা ছিল, সেগুলিকে একে একে বুজিয়ে জতুগৃহ বানিয়েছে । এরা পাঁচ কোটি টাকার গাড়িতে করে বেড়ায় । আর গরিব লোক, যাদের ভোটে এরা নেতা হয়েছে তাঁদেরকে মেরেছে ।"

গার্ডেনরিচের ঘটনার পরে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি এই বেআইনি নির্মাণের বিষয়ে কিছু জানতেন না ৷ কাউন্সিলেরও মুখেও শোনা গিয়েছে একই কথা ৷ তিনিও জানিয়েছেন, এই বিষয়ে কিছুই জানতেন না ৷ বেআইনি নির্মাণ নিয়ে এ দিন বিরোধী দলনেতা কাউন্সিলর এবং মেয়রকে কড়া ভাষায় আক্রমণ করেন ৷ তিনি বলেন, "কালকের ফিরহাদ হাকিম, আজকের শামস ইকবাল । তাঁরা যৌথভাবে এইসব কাজ চালাচ্ছে । তাঁরা গরিবের টাকা নিয়ে নিজেরা বড়লোক হচ্ছে ।"

প্রসঙ্গত, গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙ্গে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং স্থানীয় কাউন্সিলর-সহ দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে দক্ষিণ কলকাতায় মোমবাতি মিছিল করেন শুভেন্দু অধিকারী । কয়েক হাজার কর্মী সমর্থক ও স্থানীয়দের সঙ্গে নিয়ে বিজেপির পদযাত্রা হয় ।

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ বিপর্যয়ে দায় এড়ালেন কাউন্সিলর, শুভেন্দুর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি শামস ইকবালের
  2. 'হয় আপনি অপদার্থ, না-হয় চোর', গার্ডেনরিচের ইঞ্জিনিয়ারদের ভর্ৎসনা ববির
  3. দায় এড়ালেও ফিরহাদ-ইকবালদের দাবির সঙ্গে মিলছে না পৌরনিগমের তথ্য
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.