ETV Bharat / state

ফিরল সন্ত্রাসের আতঙ্ক, বোমা ফেটে গয়েশপুরে আহত 1 - Bomb Threat - BOMB THREAT

Kalyani Bomb Blast: নির্বাচনী আবহে রাজ্যে আবারও ফিরল বোমাতঙ্ক ৷ কল্যাণীর গয়েশপুরে বোমো ফেটে আহত ব্যক্তি ৷ ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখছে প্রশাসন।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 9:32 PM IST

Updated : Mar 27, 2024, 9:49 PM IST

কলকাতা, 27 মার্চ: লোকসভা নির্বাচনের পারদ ক্রমশ উর্ধমুখী ৷ দিল্লি দখলের লড়াইয়ে ভোট প্রচারে ব্যস্ত নেতা-মন্ত্রীরা ৷ এই আবহে বোমার শব্দে কেঁপে উঠল কল্যাণীর গয়েশপুর ৷ গরু বাঁধতে গিয়ে কলাবাগানে মজুদ রাখা বোম ফেঁটে আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুরের আনন্দপুরে। আহত ব্যক্তির নাম বিবেক দত্ত ৷ বয়স 45 বছর ।

স্থানীয়দের দাবি, আহত ব্যক্তি প্রতিদিনের মতন বৃহস্পতিবারও গরু নিয়ে তার চাষের জমিতে যান। গরু বেঁধে পাশেই কলার বাগান থেকে একটি কলাগাছের মোচা কাটছিলেন। তখনই কলাগাছের গোড়ায় থাকা বোমাতে পা পড়ে তার ৷ পায়ের চাপে বোমা ফেটে আহত হন বিবেক দত্ত।

বোমার শব্দে ছুটে আসে আশেপাশের মানুষজন। ঘটনাস্থলে থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় গয়েশপুর পুলিশ ফাড়িঁর কর্তারা ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে ৷ উঠছে একাধিক প্রশ্ন ৷ নির্বাচনের সময় কোথা থেকে এলো এই বোমা? কারাই বা রেখেছে? কি উদ্দেশ্যে রেখেছে? একাধিক প্রশ্ন এলাকাবাসীদের মুখে।

এ বিষয়ে আহত ব্যক্তির আত্মীয় মালা দত্ত বলেন, "প্রতিদিন নিজেদের বাগানে গরু নিয়ে যান। এদিনও গিয়েছিল। তবে কি করে ঘটনা ঘটল তাই স্পষ্ট নয়। বোমের আওয়াজ পেয়ে আমরা ছুটে যাই এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারা কি কারনে এই বোম ফেলে গেল তা বুঝে উঠতে পারছিনা।"

প্রসঙ্গত, কিছুদিন আগেই নদীয়ার চাকদায় বোমার আঘাতে জখম হন এক ব্যক্তি ৷ আহত ব্যক্তির নাম শ্যামল সরকার ৷ বয়স 45 বছর ৷ চাকদহের পাজির মোড় লালপুরে একটি পুকুরের পাশে নির্মাণ কাজ করতে যান চার জন শ্রমিক। বেশ কিছুটা মাটি খনন করার পর হঠাৎ একটি হলুদ ড্রাম দেখতে পান ওই শ্রমিকেরা। শ্যামলের কোদালের কোপ পরে বোমা মজুদ করে রাখা ওই ড্রামে। আর তাতেই ফেটে যায় বোমাগুলি ৷ ঘটনায় গুরুতর আহত হন শ্যামল।

আরও পড়ুন:

  1. তৃণমূল-বিজেপির দেওয়াল লিখনে ‘উপস্থিত অনুব্রত’, বীরভূমের ভোটে তিহাড়ে বন্দি কেষ্টই কি এক্স-ফ্যাক্টর!
  2. প্রচারে সচিনের ছবি ব্যবহার করে বিধিভঙ্গ পাঠানের! কমিশনে দায়ের অভিযোগ

কলকাতা, 27 মার্চ: লোকসভা নির্বাচনের পারদ ক্রমশ উর্ধমুখী ৷ দিল্লি দখলের লড়াইয়ে ভোট প্রচারে ব্যস্ত নেতা-মন্ত্রীরা ৷ এই আবহে বোমার শব্দে কেঁপে উঠল কল্যাণীর গয়েশপুর ৷ গরু বাঁধতে গিয়ে কলাবাগানে মজুদ রাখা বোম ফেঁটে আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুরের আনন্দপুরে। আহত ব্যক্তির নাম বিবেক দত্ত ৷ বয়স 45 বছর ।

স্থানীয়দের দাবি, আহত ব্যক্তি প্রতিদিনের মতন বৃহস্পতিবারও গরু নিয়ে তার চাষের জমিতে যান। গরু বেঁধে পাশেই কলার বাগান থেকে একটি কলাগাছের মোচা কাটছিলেন। তখনই কলাগাছের গোড়ায় থাকা বোমাতে পা পড়ে তার ৷ পায়ের চাপে বোমা ফেটে আহত হন বিবেক দত্ত।

বোমার শব্দে ছুটে আসে আশেপাশের মানুষজন। ঘটনাস্থলে থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় গয়েশপুর পুলিশ ফাড়িঁর কর্তারা ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে ৷ উঠছে একাধিক প্রশ্ন ৷ নির্বাচনের সময় কোথা থেকে এলো এই বোমা? কারাই বা রেখেছে? কি উদ্দেশ্যে রেখেছে? একাধিক প্রশ্ন এলাকাবাসীদের মুখে।

এ বিষয়ে আহত ব্যক্তির আত্মীয় মালা দত্ত বলেন, "প্রতিদিন নিজেদের বাগানে গরু নিয়ে যান। এদিনও গিয়েছিল। তবে কি করে ঘটনা ঘটল তাই স্পষ্ট নয়। বোমের আওয়াজ পেয়ে আমরা ছুটে যাই এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারা কি কারনে এই বোম ফেলে গেল তা বুঝে উঠতে পারছিনা।"

প্রসঙ্গত, কিছুদিন আগেই নদীয়ার চাকদায় বোমার আঘাতে জখম হন এক ব্যক্তি ৷ আহত ব্যক্তির নাম শ্যামল সরকার ৷ বয়স 45 বছর ৷ চাকদহের পাজির মোড় লালপুরে একটি পুকুরের পাশে নির্মাণ কাজ করতে যান চার জন শ্রমিক। বেশ কিছুটা মাটি খনন করার পর হঠাৎ একটি হলুদ ড্রাম দেখতে পান ওই শ্রমিকেরা। শ্যামলের কোদালের কোপ পরে বোমা মজুদ করে রাখা ওই ড্রামে। আর তাতেই ফেটে যায় বোমাগুলি ৷ ঘটনায় গুরুতর আহত হন শ্যামল।

আরও পড়ুন:

  1. তৃণমূল-বিজেপির দেওয়াল লিখনে ‘উপস্থিত অনুব্রত’, বীরভূমের ভোটে তিহাড়ে বন্দি কেষ্টই কি এক্স-ফ্যাক্টর!
  2. প্রচারে সচিনের ছবি ব্যবহার করে বিধিভঙ্গ পাঠানের! কমিশনে দায়ের অভিযোগ
Last Updated : Mar 27, 2024, 9:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.