ETV Bharat / state

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশিকা কমিশনের - লোকসভা নির্বাচন

Lok sabha Election 2024: নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ঘোষণা হয়ে গেল। কমিশন জানিয়েছে, মার্চের শুরুতেই দু'ধাপে 150 কোম্পানি বাহিনী আসবে রাজ্যে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 10:52 PM IST

কলকাতা,24 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি। তার আগেই জানা গেল আগামী মাসের শুরুতেই রাজ্যে আসছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন জানিয়েছে 1 মার্চ 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে। এরপর 7 মার্চ আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে। শুধু তাই নয়, এবার গোটা দেশের মধ্য়ে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী আসবে এ রাজ্যে। কয়েকদিন আগেই কমিশন জানিয়েছিল মোট 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে।

লোকসভা নির্বাচনের আগে বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন চিন্তিত। নির্বাচন ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই এত বিরাট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ভাবনা কমিশনের। তাছাড়া গত বেশ কয়েকটি নির্বাচনে দেখা গিয়েছে বাংলায় বেশ কয়েকটি দফায় ভোট হয়। এবারও তাই হবে। গত লোকসভা নির্বাচনে বাংলায় সাত দফায় ভোট হয়েছিল। বিধানসভা নির্বাচন হয়েছিল 8 দফায়। এই লোকসভাতেও বেশ কয়েকটি দফায় রাজ্যে ভোট হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্যে নির্বাচনের প্রস্তুতির কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখতে 3 মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। একটা সময় ঠিক ছিল 4 তারিখ আসবে বেঞ্চ। পরে সেই দিনক্ষণ এগিয়ে আসে। ঘটনাচক্রে কেন্দ্রীয় বাহিনী তার আগে থেকেই মোতায়েন হয়ে যাচ্ছে। কোনও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে সামগ্রিক পরিস্থিতি কী, তা খতিয়ে দেখে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় কমিশন। এক্ষেত্রে অবশ্য ফুল বেঞ্চ আসার আগেই কেন্দ্রীয় বাহিনী চলে আসছে।

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এমনিতেই সরকারের উপর চাপ বাড়িয়েছে বিজেপি-সহ বিরোধী দলগুলি। রাষ্ট্রপতি শাসনের দাবিও নতুন নয়। সন্দেশখালির ঘটনার পর বিজেপির পাশাপাশি মহিলা কমিশনও রাষ্ট্রপতি শাসন চেয়েছে। এমতাবস্থায় কোনও রকম ঝুঁকি না-নিয়েই লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল কমিশন।

আরও পড়ুন:

  1. লোকসভা নির্বাচন, রাজ্যের জন্য সর্বোচ্চ 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন
  2. মার্চের শুরুতেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে, তার আগেই রাজনৈতিক দলগুলির বিশেষ প্রশিক্ষণ
  3. একই লোকসভার মধ্যে পুলিশের বদলি নয়, নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

কলকাতা,24 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি। তার আগেই জানা গেল আগামী মাসের শুরুতেই রাজ্যে আসছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন জানিয়েছে 1 মার্চ 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে। এরপর 7 মার্চ আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে। শুধু তাই নয়, এবার গোটা দেশের মধ্য়ে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী আসবে এ রাজ্যে। কয়েকদিন আগেই কমিশন জানিয়েছিল মোট 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে।

লোকসভা নির্বাচনের আগে বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন চিন্তিত। নির্বাচন ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই এত বিরাট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ভাবনা কমিশনের। তাছাড়া গত বেশ কয়েকটি নির্বাচনে দেখা গিয়েছে বাংলায় বেশ কয়েকটি দফায় ভোট হয়। এবারও তাই হবে। গত লোকসভা নির্বাচনে বাংলায় সাত দফায় ভোট হয়েছিল। বিধানসভা নির্বাচন হয়েছিল 8 দফায়। এই লোকসভাতেও বেশ কয়েকটি দফায় রাজ্যে ভোট হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্যে নির্বাচনের প্রস্তুতির কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখতে 3 মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। একটা সময় ঠিক ছিল 4 তারিখ আসবে বেঞ্চ। পরে সেই দিনক্ষণ এগিয়ে আসে। ঘটনাচক্রে কেন্দ্রীয় বাহিনী তার আগে থেকেই মোতায়েন হয়ে যাচ্ছে। কোনও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে সামগ্রিক পরিস্থিতি কী, তা খতিয়ে দেখে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় কমিশন। এক্ষেত্রে অবশ্য ফুল বেঞ্চ আসার আগেই কেন্দ্রীয় বাহিনী চলে আসছে।

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এমনিতেই সরকারের উপর চাপ বাড়িয়েছে বিজেপি-সহ বিরোধী দলগুলি। রাষ্ট্রপতি শাসনের দাবিও নতুন নয়। সন্দেশখালির ঘটনার পর বিজেপির পাশাপাশি মহিলা কমিশনও রাষ্ট্রপতি শাসন চেয়েছে। এমতাবস্থায় কোনও রকম ঝুঁকি না-নিয়েই লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল কমিশন।

আরও পড়ুন:

  1. লোকসভা নির্বাচন, রাজ্যের জন্য সর্বোচ্চ 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন
  2. মার্চের শুরুতেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে, তার আগেই রাজনৈতিক দলগুলির বিশেষ প্রশিক্ষণ
  3. একই লোকসভার মধ্যে পুলিশের বদলি নয়, নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.