ETV Bharat / state

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর

Tiger Attack: সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের হানায় মৎস্যজীবীর মৃত্যু হল ৷ মৃতের নাম শ্রীধাম হালদার ৷ বয়স 46 ৷ বাড়ি দক্ষিণ 24 পরগনার গোপালগঞ্জের গায়েন চকে ৷ গত বুধবার তিনি মাছ ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ৷ সোমবার সকালে তাঁর মৃত্যু হয় বাঘের হানায় ৷

Tiger Attack
Tiger Attack
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 3:53 PM IST

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর

সুন্দরবন, 12 ফেব্রুয়ারি: মাছ ধরতে গিয়ে সুন্দরবনে আবারও বাঘের হানায় প্রাণ গেল এক মৎস্যজীবীর । মৃত মৎস্যজীবীর নাম শ্রীধাম হালদার (46) । সুন্দরবনের গভীর জঙ্গলে এই ঘটনা ঘটেছে । অন্যান্য মৎস্যজীবীদের সঙ্গেই মাছ ধরতে গিয়েছিলেন শ্রীধাম । সেই সময় তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ । এরপরে বাঘ তাঁকে টেনে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে । তবে বাঘের মুখ থেকে রক্ষা করা গেলেও তাঁকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার গোপালগঞ্জের গায়েন চকের বাসিন্দা শ্রীধাম হালদার চারজন মৎস্যজীবীদের নিয়ে সুন্দরবনের জঙ্গলে নদীতে মাছ ধরার জন্য রওনা দিয়েছিলেন । এরপর সোমবার কাকভোরে গ্রামে খবর আসে শ্রীধামকে বাঘে নিয়ে গিয়েছে । এরপর গ্রাম থেকে বেশ কিছু নৌকা নিয়ে মৎস্যজীবীরা শ্রীধামের দেহ উদ্ধার করার জন্য জঙ্গলের রওনা দেন । এরপর জঙ্গল থেকে শ্রীধামের দেহ উদ্ধার করেন শ্রীধামের সঙ্গীরা ।

শ্রীধামের এক সঙ্গী বলেন, ‘‘রবিবার সারারাত ধরে জঙ্গলে মাছ ধরা হয়েছিল । সোমবার ভোরে শ্রীধাম নৌকায় জাল থেকে মাছ ছাড়ানোর কাজ করছিল । সেই সময় জঙ্গল থেকে একটি বাঘ অতর্কিতভাবে শ্রীধামের উপর হামলা করে । এরপর শ্রীধামকে টানতে টানতে জঙ্গলে নিয়ে যায় ।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা অনেক চিৎকার করি এবং লাঠি ছুঁড়ে বাঘের মুখ থেকে শ্রীধামকে ফিরিয়ে আনার চেষ্টা করি । কিন্তু শেষ রক্ষা করতে পারিনি আমরা । দিনের আলো ফোটার জন্য আমরা অপেক্ষা করি ৷ দিনের আলো ঘুরতেই আমরা শ্রীধামের উদ্ধারের জন্য জঙ্গলে যাই । এরপর শ্রীধামের নিথর দেহ উদ্ধার করে আমরা উদ্ধার করে গ্রামে নিয়ে আসি ।’’

পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন শ্রীধাম ৷ বাড়িতে তাঁর চার ছেলেমেয়ে রয়েছে । পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশাহারা হালদার পরিবার । কান্নায় ভেঙে পড়েছেন মৃতের স্ত্রী ভগবতী হালদার-সহ পরিবারের সকল সদস্যরা ।

প্রসঙ্গত, সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৎস্যজীবীদের মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে । এই নিয়ে প্রশাসনের তরফে সতর্কতামূলক প্রচার চালানো হয় । বিশেষ করে মৎস্যজীবীরা যাতে জঙ্গলের গভীরে প্রবেশ না করেন, তা নিয়ে প্রশাসনের তরফে প্রচার করা হয়ে থাকে । তারপরেও অর্থ উপার্জনের আশায় প্রাণের ঝুঁকি নিয়েই জঙ্গলে কাঁকড়া ধরতে যেতে হয় মৎস্যজীবীদের ।

আরও পড়ুন:

  1. সুন্দরবনে ফের বাঘের হামলা, প্রাণ গেল মৎস্যজীবীর
  2. লাঠিপেটা করে নৌকা থেকে বাঘ তাড়ালেন তিন মৎস্যজীবী
  3. ফের মৎসজীবীর উপর বাঘের হামলা সুন্দরবনে

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর

সুন্দরবন, 12 ফেব্রুয়ারি: মাছ ধরতে গিয়ে সুন্দরবনে আবারও বাঘের হানায় প্রাণ গেল এক মৎস্যজীবীর । মৃত মৎস্যজীবীর নাম শ্রীধাম হালদার (46) । সুন্দরবনের গভীর জঙ্গলে এই ঘটনা ঘটেছে । অন্যান্য মৎস্যজীবীদের সঙ্গেই মাছ ধরতে গিয়েছিলেন শ্রীধাম । সেই সময় তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ । এরপরে বাঘ তাঁকে টেনে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে । তবে বাঘের মুখ থেকে রক্ষা করা গেলেও তাঁকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার গোপালগঞ্জের গায়েন চকের বাসিন্দা শ্রীধাম হালদার চারজন মৎস্যজীবীদের নিয়ে সুন্দরবনের জঙ্গলে নদীতে মাছ ধরার জন্য রওনা দিয়েছিলেন । এরপর সোমবার কাকভোরে গ্রামে খবর আসে শ্রীধামকে বাঘে নিয়ে গিয়েছে । এরপর গ্রাম থেকে বেশ কিছু নৌকা নিয়ে মৎস্যজীবীরা শ্রীধামের দেহ উদ্ধার করার জন্য জঙ্গলের রওনা দেন । এরপর জঙ্গল থেকে শ্রীধামের দেহ উদ্ধার করেন শ্রীধামের সঙ্গীরা ।

শ্রীধামের এক সঙ্গী বলেন, ‘‘রবিবার সারারাত ধরে জঙ্গলে মাছ ধরা হয়েছিল । সোমবার ভোরে শ্রীধাম নৌকায় জাল থেকে মাছ ছাড়ানোর কাজ করছিল । সেই সময় জঙ্গল থেকে একটি বাঘ অতর্কিতভাবে শ্রীধামের উপর হামলা করে । এরপর শ্রীধামকে টানতে টানতে জঙ্গলে নিয়ে যায় ।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা অনেক চিৎকার করি এবং লাঠি ছুঁড়ে বাঘের মুখ থেকে শ্রীধামকে ফিরিয়ে আনার চেষ্টা করি । কিন্তু শেষ রক্ষা করতে পারিনি আমরা । দিনের আলো ফোটার জন্য আমরা অপেক্ষা করি ৷ দিনের আলো ঘুরতেই আমরা শ্রীধামের উদ্ধারের জন্য জঙ্গলে যাই । এরপর শ্রীধামের নিথর দেহ উদ্ধার করে আমরা উদ্ধার করে গ্রামে নিয়ে আসি ।’’

পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন শ্রীধাম ৷ বাড়িতে তাঁর চার ছেলেমেয়ে রয়েছে । পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশাহারা হালদার পরিবার । কান্নায় ভেঙে পড়েছেন মৃতের স্ত্রী ভগবতী হালদার-সহ পরিবারের সকল সদস্যরা ।

প্রসঙ্গত, সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৎস্যজীবীদের মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে । এই নিয়ে প্রশাসনের তরফে সতর্কতামূলক প্রচার চালানো হয় । বিশেষ করে মৎস্যজীবীরা যাতে জঙ্গলের গভীরে প্রবেশ না করেন, তা নিয়ে প্রশাসনের তরফে প্রচার করা হয়ে থাকে । তারপরেও অর্থ উপার্জনের আশায় প্রাণের ঝুঁকি নিয়েই জঙ্গলে কাঁকড়া ধরতে যেতে হয় মৎস্যজীবীদের ।

আরও পড়ুন:

  1. সুন্দরবনে ফের বাঘের হামলা, প্রাণ গেল মৎস্যজীবীর
  2. লাঠিপেটা করে নৌকা থেকে বাঘ তাড়ালেন তিন মৎস্যজীবী
  3. ফের মৎসজীবীর উপর বাঘের হামলা সুন্দরবনে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.