ETV Bharat / state

ফের হাতির হানা ঝাড়গ্রামে, মৃত 1; ঘুমপাড়ানি গুলিতে কাবু দলছুট গজরাজ - Elephant Attack

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 15, 2024, 4:20 PM IST

Elephant Attack in Jhargram: একদিন যেতে না যেতেই ফের হাতির হানা ঝাড়গ্রামে ৷ মৃত্যু হল এক ব্যক্তির ৷ খবর পেয়ে ঘুমপাড়ানি গুলি করে দলছুট হাতিটিকে ধরে বনকর্মীরা ৷

Jhargram News
ঘুমপাড়ানি গুলিতে হাতিটিকে কাবু করার মুহূর্ত (Etv Bharat)

ঝাড়গ্রাম, 15 অগস্ট: স্বাধীনতা দিবসের সকালে শাবক নিয়ে ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ল পাঁচটি হাতির একটি দল । তাদের হানায় মৃত্যু হল এক ব্যক্তির । বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগরপল্লী এলাকায় । মৃত ব্যক্তির নাম অনুপ মল্লিক (54) ৷ বাড়ি ঘটনাস্থলের এলাকাতেই ৷ এরপর ঘুমপাড়ানি গুলি করে ধরা হয় একটি হাতি ।

ঝাড়গ্রামে হাতির হানায় মৃত এক (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ধরমপুর হয়ে হাতির দলটি ঢুকে পড়ে ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগরপল্লী এলাকায় । সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজে যাওয়ার সময় হাতির দলের সামনে পড়ে যান ওই ব্যক্তি । একটি হাতি ওই ব্যক্তিকে শুঁড়ে তুলে আছাড় মারে । ঘটনার পর তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ।

পাঁচটি হাতির মধ্যে শাবক-সহ 4টি হাতি ঝাড়গ্রাম রাজ কলেজের উলটো দিকের পাঁচিল ঘেরা জঙ্গলে মধ্যে ঢুকে রয়েছে এবং একটি হাতি দলছুট হয়ে ঘুরে বেড়াচ্ছে বলে জানা গিয়েছে । এই ঘটনায় ঝাড়গ্রামের জেলা বনাধিকারিক উমর ইমাম বলেন, "শাবক-সহ পাঁচটি হাতির একটি দল ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়েছে । হাতির হানায় ইতিমধ্যে 1 জনের মৃত্যু হয়েছে । 4টি হাতি এক জায়গায় রয়েছে এবং একটি হাতি দলছুট হয়ে ঘুরে বেড়াচ্ছে । দলছুট হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করে ঝাড়গ্রাম শহর লাগোয়া ধরমপুরের শাল জঙ্গলে ধরা হয়েছে । সেটিকে নিরাপদে জঙ্গলে পাঠানো হবে ৷ এখন মানুষের প্রচুর ভিড় রয়েছে । ভিড় কমে গেলে সন্ধ্যায় বাকি 4টি হাতিকে জঙ্গলে পাঠানো হবে ।"

সাধারণ মানুষজনের উদ্দেশ্যে তাঁর আবেদন, হাতি দেখার জন্য অযথা ভিড় করবেন না । হাতিকে বিরক্ত করবেন না ৷ যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে । হাতিকে নিয়ন্ত্রণ করার জন্য বনকর্মী এবং হুলা পার্টি সদস্যরা রয়েছে ।

বুধবারই হাতির হানায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এক ব্যক্তি ৷ তারপর 24 ঘণ্টা কাটতে না কাটতেই ফের হাতির হানা ঝাড়গ্রামে ৷ প্রাণ গেল এক ব্যক্তির ৷ পরপর দু'দিন এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷

ঝাড়গ্রাম, 15 অগস্ট: স্বাধীনতা দিবসের সকালে শাবক নিয়ে ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ল পাঁচটি হাতির একটি দল । তাদের হানায় মৃত্যু হল এক ব্যক্তির । বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগরপল্লী এলাকায় । মৃত ব্যক্তির নাম অনুপ মল্লিক (54) ৷ বাড়ি ঘটনাস্থলের এলাকাতেই ৷ এরপর ঘুমপাড়ানি গুলি করে ধরা হয় একটি হাতি ।

ঝাড়গ্রামে হাতির হানায় মৃত এক (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ধরমপুর হয়ে হাতির দলটি ঢুকে পড়ে ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগরপল্লী এলাকায় । সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজে যাওয়ার সময় হাতির দলের সামনে পড়ে যান ওই ব্যক্তি । একটি হাতি ওই ব্যক্তিকে শুঁড়ে তুলে আছাড় মারে । ঘটনার পর তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ।

পাঁচটি হাতির মধ্যে শাবক-সহ 4টি হাতি ঝাড়গ্রাম রাজ কলেজের উলটো দিকের পাঁচিল ঘেরা জঙ্গলে মধ্যে ঢুকে রয়েছে এবং একটি হাতি দলছুট হয়ে ঘুরে বেড়াচ্ছে বলে জানা গিয়েছে । এই ঘটনায় ঝাড়গ্রামের জেলা বনাধিকারিক উমর ইমাম বলেন, "শাবক-সহ পাঁচটি হাতির একটি দল ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়েছে । হাতির হানায় ইতিমধ্যে 1 জনের মৃত্যু হয়েছে । 4টি হাতি এক জায়গায় রয়েছে এবং একটি হাতি দলছুট হয়ে ঘুরে বেড়াচ্ছে । দলছুট হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করে ঝাড়গ্রাম শহর লাগোয়া ধরমপুরের শাল জঙ্গলে ধরা হয়েছে । সেটিকে নিরাপদে জঙ্গলে পাঠানো হবে ৷ এখন মানুষের প্রচুর ভিড় রয়েছে । ভিড় কমে গেলে সন্ধ্যায় বাকি 4টি হাতিকে জঙ্গলে পাঠানো হবে ।"

সাধারণ মানুষজনের উদ্দেশ্যে তাঁর আবেদন, হাতি দেখার জন্য অযথা ভিড় করবেন না । হাতিকে বিরক্ত করবেন না ৷ যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে । হাতিকে নিয়ন্ত্রণ করার জন্য বনকর্মী এবং হুলা পার্টি সদস্যরা রয়েছে ।

বুধবারই হাতির হানায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এক ব্যক্তি ৷ তারপর 24 ঘণ্টা কাটতে না কাটতেই ফের হাতির হানা ঝাড়গ্রামে ৷ প্রাণ গেল এক ব্যক্তির ৷ পরপর দু'দিন এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.