বালুরঘাট, 9 ফেব্রুয়ারি: ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের আগে একটি কাঁচের জার ভরতি সাপের বিষ উদ্ধার করল বিএসএফ ৷ বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের উত্তর জামালপুর এলাকায় ৷ এই ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷ গ্রেফতার হওয়া পাচারকারীর নাম তপন অধিকারী, বয়স 50 বছর ৷ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার সময় বালুরঘাট বন দফতরের হাতে সাপের বিষ ভরতি জার ও ধৃতকে তুলে দেয় বিএসএফ ৷ বাজেয়াপ্ত হওয়া সাপের বিষের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় 12 কোটি টাকা বলে জানা গিয়েছে ৷
বন দফতরের তরফে জানান হয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বিএসএফ হিলি থানার ত্রিমোহিনী এলাকার উত্তর জামালপুরে তপন অধিকারীর বাড়িতে অভিযান চালায় ৷ সেই অভিযানেই এই বিপুল পরিমাণ সাপের বিষ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তাঁর বাড়ি থেকেই তপন অধিকারীকে আটক করে বিএসএফ ৷ এর পর বিএসএফের তরফে যোগাযোগ করা হয় বালুরঘাট বন দফতরের সঙ্গে ৷ পুরো বিষয় সম্পর্কে তাদের অবগত করে সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা ৷ পরবর্তী সময়ে সাপের বিষ ও ধৃত তপন অধিকারীকে বালুরঘাট বন দফতরের হাতে তুলে দেওয়া হয় ৷
বালুরঘাট বন দফতরের রেঞ্জার সুকান্ত ওঝা জানান, বিএসএফ একটি গোপন সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালায় ৷ সেই অভিযানেই এই জার ভরতি সাপের বিষ বাজেয়াপ্ত হয়েছে ৷ সঙ্গে তপন অধিকারী নামে এক পাচারকারীকে আটক করেছে ৷ তবে, এই সাপের বিষ পাচারের সঙ্গে একা তপন জড়িত নন ৷ এর সঙ্গে আরও অনেকে রয়েছে বলেই অনুমান বন দফতরের ৷ কে বা কারা ধৃত ব্যক্তিকে দিয়ে এই সাপের বিষ পাচার করাচ্ছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বন দফতরের আধিকারিকরা ৷ আপাতত ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর ৷ সেই সঙ্গে উদ্ধার হওয়া সাপের বিষ ল্যাবে পাঠানো হবে পরীক্ষার জন্য ৷
আরও পড়ুন: