ETV Bharat / state

চেনে 28 দেশের জাতীয় পতাকা, প্রখর স্মৃতিশক্তিতে রেকর্ড বইয়ে দেড় বছরের কন্যা - India Book of Records

India Book of Records: প্রখর স্মৃতিশক্তির জোরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল কুলটির দেড় বছরের রিয়ান্সি ৷ কথা বলতে না-পারলেও সে ইশারায় চিনিয়ে দিতে পারে 28টি দেশের জাতীয় পতাকা-সহ আরও অনেক কিছু ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 2:00 PM IST

ETV BHARAT
প্রখর স্মৃতিশক্তিতে রেকর্ড বইয়ে দেড় বছরের কন্যা (নিজস্ব ছবি)

কুলটি, 23 জুন: ছোট্ট একরত্তি মেয়ে । এখনও পর্যন্ত মুখে কথাও ফোটেনি ভালো করে । বয়স মাত্র দেড় বছর । আর এই দেড় বছরেই সে বিস্ময়কর স্মৃতিশক্তির অধিকারী । এই স্মৃতিশক্তির স্বীকৃতিও সে পেয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের থেকে। মাত্র দেড় বছরের শিশু 28টি দেশের জাতীয় পতাকা চিনে নিতে পারে । শুধু তাই নয়, চিনতে পারে ফুল, রং । চিনে নিতে পারে অক্ষর, সংখ্যা থেকে শুরু করে বিশেষ ব্যক্তিত্ব ও মনীষীদের । এমনকি ওয়ার্ল্ড হিরো কারা তাও নাকি ওই দেড় বছরের শিশুর নখদর্পণে । অবিশ্বাস্য লাগলেও এমনটাই ঘটেছে আসানসোলের কুলটির নিয়ামতপুরে ।

প্রখর স্মৃতিশক্তিতে রেকর্ড বইয়ে দেড় বছরের কন্যা (নিজস্ব ভিডিয়ো)

কুলটির নিয়ামতপুরের দম্পতি রাহুলকুমার মণ্ডল এবং মঞ্জু গরাই মণ্ডল । রাহুল রাজ্য সরকারি কর্মচারী ৷ বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনে রয়েছেন তিনি ৷ অন্যদিকে মঞ্জু গরাই মণ্ডল আসানসোলের বিধানচন্দ্র কলেজের শিক্ষিকা । তাঁদের কন্যা সন্তান রিয়ান্সি । বয়স মাত্র দেড় বছর । মঞ্জু দেবী শিক্ষিকা হওয়ার সুবাদে খুব ছোট থেকেই নিজের মেয়েকে পড়ানো শুরু করেন আর এই পড়াতে গিয়েই তিনি লক্ষ্য করেন যে, তাঁর দেড় বছর বয়সি এই কন্যা অদ্ভুত স্মৃতিশক্তির অধিকারী ।

মঞ্জু দাবি করেছেন, একবার দেখলেই রিয়ান্সি সমস্ত কিছু মনে রেখে দিতে পারে । যদিও মুখে কথা ফোটেনি । কিন্তু ইশারায় বা হাতে তুলে দেখিয়ে দেয় কোনটা কীসের ছবি । এইভাবে রিয়ান্সি এখন প্রায় 28টি দেশের জাতীয় পতাকা সনাক্ত করতে পারে । যা অনেক বড়রাও পারে না।
পাশাপাশি আটটি রং, বিভিন্ন ফুল, মনিষী ও ব্যক্তিত্বদের চেনা ও ওয়ার্ল্ড হিরোদেরও সহজেই চিনে ফেলতে পারে সে । 1 থেকে 15 পর্যন্ত নম্বর, এ থেকে জেড অক্ষর-সহ মোট 18টি বিভাগে নানা কিছু সনাক্ত করতে পারে ও মনে রাখতে পারে রিয়ান্সি ।

শুধু বাবা মায়ের দাবিই নয়, রিয়ান্সির এই প্রতিভাকে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস । ইতিমধ্যেই কুলটির নিয়ামতপুরের বাড়িতে এসে পৌঁছেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সার্টিফিকেট থেকে শুরু করে পদক এবং অন্যান্য উপহার । রিয়ান্সির মা মঞ্জু গড়াই মণ্ডল এবং বাবা রাহুল কুমার মণ্ডলের কথায়, "আগামী দিনে শুধু নিজের শহর নয়, যেন দেশের নাম উজ্জ্বল করে রিয়ান্সি এবং ও বড় মানুষ হয়ে ওঠে, এটাই আমরা চাই ।"

কুলটি, 23 জুন: ছোট্ট একরত্তি মেয়ে । এখনও পর্যন্ত মুখে কথাও ফোটেনি ভালো করে । বয়স মাত্র দেড় বছর । আর এই দেড় বছরেই সে বিস্ময়কর স্মৃতিশক্তির অধিকারী । এই স্মৃতিশক্তির স্বীকৃতিও সে পেয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের থেকে। মাত্র দেড় বছরের শিশু 28টি দেশের জাতীয় পতাকা চিনে নিতে পারে । শুধু তাই নয়, চিনতে পারে ফুল, রং । চিনে নিতে পারে অক্ষর, সংখ্যা থেকে শুরু করে বিশেষ ব্যক্তিত্ব ও মনীষীদের । এমনকি ওয়ার্ল্ড হিরো কারা তাও নাকি ওই দেড় বছরের শিশুর নখদর্পণে । অবিশ্বাস্য লাগলেও এমনটাই ঘটেছে আসানসোলের কুলটির নিয়ামতপুরে ।

প্রখর স্মৃতিশক্তিতে রেকর্ড বইয়ে দেড় বছরের কন্যা (নিজস্ব ভিডিয়ো)

কুলটির নিয়ামতপুরের দম্পতি রাহুলকুমার মণ্ডল এবং মঞ্জু গরাই মণ্ডল । রাহুল রাজ্য সরকারি কর্মচারী ৷ বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনে রয়েছেন তিনি ৷ অন্যদিকে মঞ্জু গরাই মণ্ডল আসানসোলের বিধানচন্দ্র কলেজের শিক্ষিকা । তাঁদের কন্যা সন্তান রিয়ান্সি । বয়স মাত্র দেড় বছর । মঞ্জু দেবী শিক্ষিকা হওয়ার সুবাদে খুব ছোট থেকেই নিজের মেয়েকে পড়ানো শুরু করেন আর এই পড়াতে গিয়েই তিনি লক্ষ্য করেন যে, তাঁর দেড় বছর বয়সি এই কন্যা অদ্ভুত স্মৃতিশক্তির অধিকারী ।

মঞ্জু দাবি করেছেন, একবার দেখলেই রিয়ান্সি সমস্ত কিছু মনে রেখে দিতে পারে । যদিও মুখে কথা ফোটেনি । কিন্তু ইশারায় বা হাতে তুলে দেখিয়ে দেয় কোনটা কীসের ছবি । এইভাবে রিয়ান্সি এখন প্রায় 28টি দেশের জাতীয় পতাকা সনাক্ত করতে পারে । যা অনেক বড়রাও পারে না।
পাশাপাশি আটটি রং, বিভিন্ন ফুল, মনিষী ও ব্যক্তিত্বদের চেনা ও ওয়ার্ল্ড হিরোদেরও সহজেই চিনে ফেলতে পারে সে । 1 থেকে 15 পর্যন্ত নম্বর, এ থেকে জেড অক্ষর-সহ মোট 18টি বিভাগে নানা কিছু সনাক্ত করতে পারে ও মনে রাখতে পারে রিয়ান্সি ।

শুধু বাবা মায়ের দাবিই নয়, রিয়ান্সির এই প্রতিভাকে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস । ইতিমধ্যেই কুলটির নিয়ামতপুরের বাড়িতে এসে পৌঁছেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সার্টিফিকেট থেকে শুরু করে পদক এবং অন্যান্য উপহার । রিয়ান্সির মা মঞ্জু গড়াই মণ্ডল এবং বাবা রাহুল কুমার মণ্ডলের কথায়, "আগামী দিনে শুধু নিজের শহর নয়, যেন দেশের নাম উজ্জ্বল করে রিয়ান্সি এবং ও বড় মানুষ হয়ে ওঠে, এটাই আমরা চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.