ডানকুনি, 13 জুলাই: রাজ্যে ফের গণপিটুনির অভিযোগ ৷ ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হল । ঘটনাটি ঘটেছে ডানকুনি স্টেশন বাজার রোড এলাকায় । ধৃতের নাম পাপ্পু ভাবর । আঁধার কার্ড থেকে জানা গিয়েছে তাঁর বাড়ি অসমে । তবে কী জন্য এখানে এসেছেন, কিছু জানা যায়নি ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ডানকুনির বাসিন্দা রাহুল পাত্র তাঁর পাঁচ বছরের ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিলেন শনিবার দুপুরে । কিছুটা অন্যমনস্ক হতেই হটাৎ দেখেন ছেলে পাশে নেই । এদিক-ওদিক খোঁজাখুঁজি করতে গিয়ে তাঁর নজরে আসে, অপরিচিত পাপ্পু তাঁর ছেলেকে কোলে নিয়ে চলে যাচ্ছেন । এরপরই তিনি ছুটে গিয়ে পাপ্পু কে ধরেন । জিজ্ঞাসাবাদ করতে আশেপাশের লোকজন ছুটে আসেন । লোকজন জড়ো হতেই মারধর শুরু করেন পাপ্পুকে । স্থানীয় কয়েকজন অপরিচিত ওই যুবককে উদ্ধার করে ক্লাবে ঢুকিয়ে দেন । খবর দেওয়া পুলিশকে ৷ পুলিশ এসে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেন । রাহুলের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে ডানকুনি থানার পুলিশ ৷ অসমের বাসিন্দা পাপ্পু বাংলায় কি করছেন ? তাঁর কোনও অসৎ উদ্দেশ্য় আছে কিনা ? সব দিক খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ ৷
সাম্প্রতিক সময়ে চোর সন্দেহে গণপিটুনির ঘটনার একাধিক উদাহরণ রয়েছে ৷ এর আগেও হুগলি-সহ একাধিক জায়গায় চুরির সন্দেহে মারধর করা হয় । তারকেশ্বরে একজন যুবকের মৃত্যুও ঘটেছে । বিভিন্ন এলাকায় মাইকিংও করছে পুলিশ । সন্দেহজনক কোনও ব্যক্তিকে এলাকায় দেখা গেলে আইন নিজেদের হাতে তুলে না নিয়ে স্থানীয় থানায় খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সাধারণ মানুষকে সচেতন করার জন্য পথ নাটিকারও ব্যবস্থা করা হচ্ছে একাধিক এলাকায় । কিন্তু এরপরও এই ধরণের ঘটনা ঘটেছে । যদিও এদিন স্থানীয় কিছু লোকজনের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক ৷ তবে এদিনের এই ঘটনায় অভিভাবকরা যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন ।
গণপিটুনি একটি সামাজিক ব্যাধি। আমরা জানি হিংসা কোনও সমস্যার সমাধান নয়। আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনও গুজবে প্রভাবিত হবেন না। কোথাও কোনও সমস্যা হলে সরাসরি পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। সুরক্ষিত থাকুন। সমাজকে সুরক্ষিত রাখার ভার আপনারও।