গাইঘাটা, 23 এপ্রিল: স্ত্রী উপরে কু নজর রয়েছে । সেই সন্দেহে বৃদ্ধকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ । সোমবার রাতে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর হাজরাতলা এলাকার ঘটনা । পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম পরিতোষ দাস । মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ মণ্ডল (60)।
পুলিশ প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান, পরনো কোনও শত্রুকার জেরেই খুন করা হতে পারে ওই ব্যক্তিকে ৷ তবে তদন্ত শুরু হয়েছে ৷ তার পরই কারণ জানা যাবে ৷ স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, সোমবার রাত 11 নাগাদ বৃদ্ধ রবীন্দ্রনাথ অভিযুক্ত পরিতোষ দাসের বাড়ি যায় । বাড়িতে পরিতোষ ও স্ত্রী দু’জনেই ছিলেন ৷ অভিযোগ, হঠাৎই পরিতোষ তাঁর স্ত্রী-র ঘরে উঁকি দিতে দেখেন ওই বৃদ্ধকে। এরপরই ঘর থেকে কুড়ল বের করে ওই বৃদ্ধের উপর চড়াও হয় সে । কুড়ুলের কোপে রবীন্দ্রনাথ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ।
পাড়ায় চিৎকারের আওয়াজ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা ৷ বৃদ্ধের মাথায় ও মুখে একাধিক কোপের চিহ্ন রয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন।
এই প্রসঙ্গে অভিযুক্ত পরিতোষের স্ত্রী কাকলি দাস বলেন, "অনেকদিন থেকে আমার উপর কুনজর ছিল রবীন্দ্রনাথের। সোমবার রাতে রবীন্দ্রনাথ বাড়ি ঢুকে উঁকি দিচ্ছিল ৷ সেটি আমার স্বামীর নজরে পড়ে যায়। তখনই বৃদ্ধের উপর কুড়ুল নিয়ে ঝাঁপিয়ে পড়েন ।"
মৃত রবীন্দ্রনাথের স্ত্রী সবিতা মণ্ডল জানান, তিনি স্বামীর সঙ্গে থাকেন না। কী কারণে তাঁর স্বামীকে খুন করা হয়েছে, তা-ও তাঁর জানা নেই । এমনকী ওই মহিলার সঙ্গে কোনও সম্পর্ক ছিল কি না, সে বিষয়েও তিনি কিছু জানেন না । পুলিশকে সমস্ত ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থার নেওয়ার আর্জি জানিয়েছেন মৃতের স্ত্রী ।
আরও পড়ুন: