কলকাতা, 30 অগস্ট: প্রবাসী শিল্পীর রং ও তুলিতে ফুটে উঠল পুরনো ও নতুন শহরের চালচিত্র ৷ কলকাতা থেকে হাওড়া, ক্যানভাসে যেন ইতিউতি ছুটে বেড়াল টাইম মেশিন ৷ আর সেই টাইম মেশিনে চেপেই প্রদর্শনী জুড়ে ঘুরে বেড়ানো শিল্পীর ভালোবাসার দুই শহরের অতীত ও বর্তমানের ছবিতে ৷
কর্মজীবনের সুবাদে গত 25 বছরেরও বেশি সময় ধরে রাজ্যের বাইরেই বসবাস ৷ তবু শিকড়ের টানে বারবার ঘরে ফিরে আসতে হয়েছে শিল্পী অম্বরনাথ সিংহকে । কলকাতা ও হাওড়ার বেশকিছু খণ্ডচিত্র ধরা পড়েছে তাঁর আঁকায় । এমনই 22টি ছবি নিয়ে চলছে তাঁর একক চিত্র প্রদর্শনী, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে ৷
পুরাতন এবং নতুনের মেলবন্ধন হয়েছে তাঁর প্রায় সবক'টি ছবিতে । তাই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে 'লস্ট অ্যান্ড ফাউন্ড'। গত 27 অগস্ট এই প্রদর্শনীর উদ্বোধন করেন অশোক বিশ্বনাথন । আধুনিক জীবন ভালো না খারাপ ? এই প্রশ্নের চুলচেরা বিচার শিল্পী করেননি । বরং অম্বরনাথ সিংহ খুব সুন্দরভাবে পুরাতন এবং নতুনকে একসঙ্গে তুলে ধরেছেন তাঁর ক্যানভাসে । তাঁর আঁকা ছবিগুলি দর্শকদের যেমন টাইম মেশিনে করে ফেলে আসা দিনে নিয়ে যাবে, তেমনই সেই টাইম মেশিনই দর্শকদের আবার ফিরিয়ে আনবে বর্তমানে ।
প্রায় 25 বছর আগে কাজের সূত্রে শহর ছেড়েছিলেন অম্বরনাথ সিংহ । আজ তিনি শুধু এক সফল তথ্যচিত্র পরিচালকই নন, নাম করেছেন অ্যানিমেশনের জগতেও । টেলিভিশন ও বিজ্ঞাপনের জগতেও তাঁর অবাধ বিচরণ । তবুও কথায় কথায় শিল্পী বললেন, "সব পেয়েছি, তবু মন পড়ে থাকে এখানেই ।"
বিখ্যাত সঙ্গীতশিল্পী নীল ডায়মন্ডের গান, 'আই সেইড, আই অ্যাম' উদ্ধৃত করে তিনি বলেন, প্রবাসী হওয়ায় তাঁর মনেও এক সময় দ্বন্দ্ব ছিল ৷ তিনি কি শুধুই প্রবাসী ? নাকি তিনি এখনও এই শহরেরই মানুষ ? শিল্পী স্বীকার করে নেন যে, সে দ্বন্দ্ব তাঁর আর নেই । নাড়ির টান এখানেই । তাই কলকাতা ও হাওড়া নিয়ে তাঁর এই অভিনব প্রদর্শনী ।
25 বছর আগের এবং 25 বছর পরের হাওড়া ও কলকাতার বিভিন্ন দৃশ্য তাঁর আঁকার মধ্যে তুলে ধরেছেন অম্বরনাথ সিংহ । হাওড়া-কলকাতায় তাঁর বেড়ে ওঠার সময়ের জীবনকাহিনী আর 25 বছর পরে তিনি ফিরে এসে নতুনভাবে মহানগরীতে কী পেয়েছেন, এই নিয়েই তাঁর ছবির গল্প - লস্ট অ্যান্ড ফাউন্ড ।
শিল্পীর কথায়, জীবন সবসময় অসাধারণ । প্রতি মুহূর্তে চমক । সেটাই তো কাম্য । তাই তাঁর ছবির মধ্যে কোনও দুঃখ নেই । বলা যেতে পারে, নস্টালজিয়া নেই । জীবন পরিবর্তনশীল । সেটিকে মেনে নিয়েই তাই তাঁর ছবিতে যেমন পুরনো দিনের চালচিত্র আছে, তেমনই আছে আজকের কলকাতা-হাওড়ার রূপরেখা । তাই তাঁর যেমন মনে পড়ে ছেলেবেলায় বিশ্বকর্মা পুজোয় আকাশভরা ঘুড়ির মেলা বা পাড়া-বেপাড়ার সবাইকে একসঙ্গে নিয়ে তাঁদের বৈঠকখানার ঘরে বসে ইস্টবেঙ্গল-মোহনবাগানের খেলা উপভোগ করার সুখস্মৃতি, তেমনই আবার গঙ্গার তলায় মেট্রো বা বৃষ্টিভেজা মহাত্মা গান্ধি রোডের বিকেলের দৃশ্য অথবা হাওড়ার অলিগলিও ধরা পড়েছে তাঁর রঙ-তুলিতে ।
শিল্পী বলেন, এছাড়া কিছু জিনিস আদি ও অকৃত্রিম । তা আগেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে - যেমন দুর্গাপুজোয় মানুষের উদ্দীপনা বা ইডেনে ক্রিকেটপ্রেমী মানুষের আবেগ ।
অম্বরনাথের আঁকার হাতেখড়ি তাঁর বাবা স্বর্গীয় রণেন্দ্রনাথ সিংহের কাছেই ৷ যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের কৃতী ছাত্রও ছিলেন । তাই এই প্রদর্শনী অম্বরনাথ তাঁর বাবা ও মা স্বর্গীয়া চিত্রা সিংহকে উৎসর্গ করেছেন । শিল্পী বলেন, এটি এক অনন্য প্রদর্শনী, যার পরতে পরতে চমক লুকিয়ে আছে ।
27 অগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী ৷ সময় রোজ দুপুর 12টা থেকে রাত 8টা ৷