ETV Bharat / state

আর কথা কাটবে না মেট্রোয়; এবার নদীর নীচেও মোবাইল চলবে নির্বিঘ্নে - KOLKATA METRO RAIL - KOLKATA METRO RAIL

HOWRAH METRO: আর হবে না 'কল ড্রপ' বা 'ভয়েজ ব্রেক' নদীর নীচে মেট্রোয় মিলবে অবিচ্ছেদ্য মোবাইল নেটওয়ার্ক ৷ সুড়ঙ্গের মধ্যে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা বা মোবাইল কানেটিভিটি ব্যবস্থাকে আরও উন্নত করা হয়েছে ।

KOLKATA METRO RAIL
নদীর নিচে মেট্রোয় মিলবে অবিচ্ছেদ্য মোবাইল নেটওয়ার্ক (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 12:49 PM IST

Updated : Jun 28, 2024, 1:46 PM IST

কলকাতা, 28 জুন: গঙ্গার নীচেও মিলবে মোবাইল নেটওয়ার্ক ৷ হুগলি নদীর নীচ দিয়ে মেট্রো সফর করার সময় মোবাইল ফোনে কথা বলতে আর কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না যাত্রীদের। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। সুড়ঙ্গের মধ্যে যাতে অবিচ্ছেদ্য থাকে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা তাই আরও উন্নত করা হয়েছে মোবাইল কানেটিভিটি ব্যবস্থাকে।

আগেও যে নদীর নিচে মেট্রো রেলের সুড়ঙ্গে মোবাইল ফোন কথা বলা যেত না, তেমনটা নয় । তবে 'কল ড্রপ' বা 'ভয়েস ব্রেক'-এর একটা সমস্যা ছিল । শুধুমাত্র নদীর নীচের সুড়ঙ্গে নয়, কথা বলতে সমস্যা হতো যে কোনও মেট্রো সুড়ঙ্গে ৷ তবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই 4.8 কিলোমিটার নদীর নিচ দিয়ে মেট্রো সুড়ঙ্গের যে অংশটি গিয়েছে, সেখানে এতদিন পর্যন্ত একটিমাত্র মোবাইল সার্ভিস প্রভাইডারের পরিষেবা দেওয়া হতো ৷

স্বাভাবিকভাবে একবার সুড়ঙ্গের মধ্যে মেট্রো প্রবেশ করলে যাত্রীদের সংশ্লিষ্ট মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার সংযোগ ব্যবহার করেন, শুধু তারাই মোবাইল নেটওয়ার্ক পেতেন ৷ যাদের ওই সংস্থার কানেকশন নেওয়া নেই, তাঁদের ফোন কাজ করত না । এবার থেকে এই ব্যবস্থাকে অন্যান্য সংস্থার গ্রাহকদের কাছেও পৌঁছে দিতে বেশ কয়েককটি মোবাইল সার্ভিস প্রভাইডারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মেট্রো রেল।

প্রসঙ্গত, গত 15 মার্চ গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত রুটে বাণিজ্যিক পরিষেবা চালু হয় । আর ইতিমধ্যেই এই রুটের জনপ্রিয়তা বেড়েছে যাত্রীদের মধ্যে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রুটে যাতায়াত করেন। তাই যাত্রীদের কথা ভেবেই মোবাইল নেটওয়ার্ক পরিষেবা উন্নত করার উদ্যোগ মেট্রো রেলের ৷

কলকাতা, 28 জুন: গঙ্গার নীচেও মিলবে মোবাইল নেটওয়ার্ক ৷ হুগলি নদীর নীচ দিয়ে মেট্রো সফর করার সময় মোবাইল ফোনে কথা বলতে আর কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না যাত্রীদের। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। সুড়ঙ্গের মধ্যে যাতে অবিচ্ছেদ্য থাকে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা তাই আরও উন্নত করা হয়েছে মোবাইল কানেটিভিটি ব্যবস্থাকে।

আগেও যে নদীর নিচে মেট্রো রেলের সুড়ঙ্গে মোবাইল ফোন কথা বলা যেত না, তেমনটা নয় । তবে 'কল ড্রপ' বা 'ভয়েস ব্রেক'-এর একটা সমস্যা ছিল । শুধুমাত্র নদীর নীচের সুড়ঙ্গে নয়, কথা বলতে সমস্যা হতো যে কোনও মেট্রো সুড়ঙ্গে ৷ তবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই 4.8 কিলোমিটার নদীর নিচ দিয়ে মেট্রো সুড়ঙ্গের যে অংশটি গিয়েছে, সেখানে এতদিন পর্যন্ত একটিমাত্র মোবাইল সার্ভিস প্রভাইডারের পরিষেবা দেওয়া হতো ৷

স্বাভাবিকভাবে একবার সুড়ঙ্গের মধ্যে মেট্রো প্রবেশ করলে যাত্রীদের সংশ্লিষ্ট মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার সংযোগ ব্যবহার করেন, শুধু তারাই মোবাইল নেটওয়ার্ক পেতেন ৷ যাদের ওই সংস্থার কানেকশন নেওয়া নেই, তাঁদের ফোন কাজ করত না । এবার থেকে এই ব্যবস্থাকে অন্যান্য সংস্থার গ্রাহকদের কাছেও পৌঁছে দিতে বেশ কয়েককটি মোবাইল সার্ভিস প্রভাইডারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মেট্রো রেল।

প্রসঙ্গত, গত 15 মার্চ গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত রুটে বাণিজ্যিক পরিষেবা চালু হয় । আর ইতিমধ্যেই এই রুটের জনপ্রিয়তা বেড়েছে যাত্রীদের মধ্যে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রুটে যাতায়াত করেন। তাই যাত্রীদের কথা ভেবেই মোবাইল নেটওয়ার্ক পরিষেবা উন্নত করার উদ্যোগ মেট্রো রেলের ৷

Last Updated : Jun 28, 2024, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.