ETV Bharat / state

আতঙ্ক তৈরি করতেই বিস্ফোরণ, ভূপতিনগরকাণ্ডে চার্জশিটে দাবি এনআইএ'র - Bhupatinagar Blast - BHUPATINAGAR BLAST

Charge Sheet on Bhupatinagar Blast: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে বিশেষ আদালতে চার্জশিট জমা এনআইএ'র ৷ চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে তারা ৷ এনআইএ জানিয়েছে, আতঙ্ক তৈরি করতে ইচ্ছে করেই বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছিল ৷

Bhupatinagar Blast
বিশেষ আদালতে চার্জশিট জমা এনআইএ-র (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 9:32 PM IST

কলকাতা, 4 জুলাই: ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডে শুক্রবার বিশেষ আদালতে চার্জশিট পেশ করল এনআইএ। চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে সংস্থা। চার্জশিটে বলা হয়েছে, রাজনৈতিক সভার আগে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আতঙ্ক তৈরি করতেই বিস্ফোরণ ঘটানো হয়েছিল ৷

এনআইএ 35 পাতার চার্জশিটে 6 জন অভিযুক্তের নাম উল্লেখ করেছে ৷ যদিও এই ছজনের মধ্যে তিনজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে, বলাইচরণ মাইতি বিস্ফোরণের মূলে থাকতে পারেন ৷ ঘটনার তদন্ত শুরু করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা এনআইএ'র গোয়ন্দারা জানতে পারেন, একটি রাজনৈতিক সভায় যাওয়ার জন্য আগে থেকে মৌখিক চাপ আসছিল তৃণমূলের তরফে ৷ চার্জশিটে এনআইএ উল্লেখ করেছে য়ে, সভার দিন উত্তেজনা ছড়ালে এই বোমাগুলি প্রয়োগ করার কথা ভেবে রাখা হয়েছিল ৷

2022 সালের 2 ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় তিন তৃণমূল কর্মীর মৃত্যু হয়। প্রথম পর্যায়ে এই ঘটনার তদন্ত শুরু করে রাজ্য পুলিশ ৷ সেই তদন্ত সন্তোষজনক না-হওয়ায় আদালতের হস্তক্ষেপে ঘটনার তদন্তভার গ্রহণ করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ । এই ঘটনায় তৃণমূল কর্মী বুথ সভাপতি বলাইচরণ মাইতিকে চলতি বছর এপ্রিলে গ্রেফতার করতে গেলে বাধা এবং নৃশংস হামলার সম্মুখীন হতে হয় এনআইএ আধিকারিকদের ৷ তাদের গাড়ি ভেঙে দেওয়া হয় ।

পুরো ঘটনায় পরবর্তীতে পাল্টা ভূপতিনগর থানায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও দায়ের করা হয়েছিল ৷ স্থানীয় তৃণমূল নেতা মনোব্রত জানাকে হেনস্তার অভিযোগও ওঠে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে ৷ তিনি আবার বলাইচরণ মাইতির ঘনিষ্ঠ ৷

কলকাতা, 4 জুলাই: ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডে শুক্রবার বিশেষ আদালতে চার্জশিট পেশ করল এনআইএ। চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে সংস্থা। চার্জশিটে বলা হয়েছে, রাজনৈতিক সভার আগে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আতঙ্ক তৈরি করতেই বিস্ফোরণ ঘটানো হয়েছিল ৷

এনআইএ 35 পাতার চার্জশিটে 6 জন অভিযুক্তের নাম উল্লেখ করেছে ৷ যদিও এই ছজনের মধ্যে তিনজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে, বলাইচরণ মাইতি বিস্ফোরণের মূলে থাকতে পারেন ৷ ঘটনার তদন্ত শুরু করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা এনআইএ'র গোয়ন্দারা জানতে পারেন, একটি রাজনৈতিক সভায় যাওয়ার জন্য আগে থেকে মৌখিক চাপ আসছিল তৃণমূলের তরফে ৷ চার্জশিটে এনআইএ উল্লেখ করেছে য়ে, সভার দিন উত্তেজনা ছড়ালে এই বোমাগুলি প্রয়োগ করার কথা ভেবে রাখা হয়েছিল ৷

2022 সালের 2 ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় তিন তৃণমূল কর্মীর মৃত্যু হয়। প্রথম পর্যায়ে এই ঘটনার তদন্ত শুরু করে রাজ্য পুলিশ ৷ সেই তদন্ত সন্তোষজনক না-হওয়ায় আদালতের হস্তক্ষেপে ঘটনার তদন্তভার গ্রহণ করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ । এই ঘটনায় তৃণমূল কর্মী বুথ সভাপতি বলাইচরণ মাইতিকে চলতি বছর এপ্রিলে গ্রেফতার করতে গেলে বাধা এবং নৃশংস হামলার সম্মুখীন হতে হয় এনআইএ আধিকারিকদের ৷ তাদের গাড়ি ভেঙে দেওয়া হয় ।

পুরো ঘটনায় পরবর্তীতে পাল্টা ভূপতিনগর থানায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও দায়ের করা হয়েছিল ৷ স্থানীয় তৃণমূল নেতা মনোব্রত জানাকে হেনস্তার অভিযোগও ওঠে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে ৷ তিনি আবার বলাইচরণ মাইতির ঘনিষ্ঠ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.