কলকাতা, 12 এপ্রিল: রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে কাঁথি থেকে গ্রেফতার আরও দুই অভিযুক্ত ৷ রাজ্য পুলিশের সহযোগিতায় এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়েছে তাদের ৷ ধৃত আবদুল মাথিন ত্বহা ওরফে সুমিত এবং মুসাভির হুসেন সজীব ৷ গত 29 মার্চ তাদের সন্ধানে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ ৷ ধৃতদের স্বাস্থ্য পরীক্ষার পর ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছে ৷ ধৃতদের তিনদিনের ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷
সূত্রের খবর, সজীবই ক্যাফেতে আইইডি ডিভাইস রেখেছিল ৷ আবদুল মাথিন ত্বহা এই বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড বলে জানা গিয়েছে এনআইএ তদন্তে ৷ বিস্ফোরণের পরিকল্পনা থেকে শুরু করে ঘটনার পর কোন পথে কীভাবে পালিয়ে যেতে হবে, সে সবই ঠিক করেছিল এই আবদুল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, শুক্রবার ভোরে এনআইএ তাদের অবস্থান চিহ্নিত করে ৷ রাজ্যের পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মিথ্যে পরিচয় দিয়ে গা-ঢাকা দিয়েছিল ।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের এক শীর্ষকর্তা বলেন, "জঙ্গিদের গতিবিধি নিয়ে ইতিমধ্যেই গোয়েন্দা দফতরের সঙ্গে সেন্ট্রাল এজেন্সিগুলির কথাবার্তা হয়েছে ৷ এটা নতুন কোনও তথ্য বা কথা নয় ৷ কিন্তু এই রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তরা যে পূর্ব মেদিনীপুরে রয়েছে, তার ইনপুট রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ পেয়েছিল ৷ তা পরে আমরা সেন্ট্রাল আইবিকে জানিয়েছিলাম ৷ এরপর এই ঘটনায় এনআইএকেও আমরা সাহায্য করি।"
রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ:
বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় এই ক্যাফে ৷ 1 মার্চ এই ক্যাফেতে বিস্ফোরণ ঘটে ৷ ঘটনায় 10 জন আহত হয়েছিলেন ৷ কয়েকদিন পর তদন্তভার হাতে নেয় এনআইএ ৷ দফায় দফায় কয়েকজন অভিযুক্ত গ্রেফতার হলেও মূল দুই অভিযুক্ত অধরাই ছিলেন ৷ ঘটনার মাস্টারমাইন্ডকে ধরতে জাতীয় তদন্তকারী সংস্থা 10 লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করেন ৷ অভিযুক্তদের গ্রেফতারের পরই তদন্ত আরও গতি পায় ৷ আজ ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার হয়েছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ-এর হাতে গ্রেফতার হয়েছে ৷ এটি অত্যন্ত জনপ্রিয় ক্যাফে ৷ উন্নতমানের খাবার পরিবেশনের জন্য এই ক্যাফে জনপ্রিয় ৷ 2021 সালে দিব্যা রাঘবেন্দ্র রাও ও রাঘবেন্দ্র রাও ক্যাফেটি গড়ে তোলেন ৷
আরও পড়ুন: