ETV Bharat / state

অন্ধকার ঘরে চলছে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ ! প্রকাশ্যে আড়িয়াদহের জয়ন্ত সিংয়ের গ্যাংয়ের ভিডিয়ো - Jayanta Singh Gang - JAYANTA SINGH GANG

Jayanta Singh Gang Firearms Training: মা-ছেলেকে গণপিটুনির পর, ক্লাব ঘরে মারধর ৷ এবার আড়িয়াদহের জয়ন্ত সিং-গ্যাংয়ের বিরুদ্ধে স্থানীয় তৃণমূল কর্মীদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে ৷

ETV BHARAT
অন্ধকার ঘরে চলছে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের অভিযোগ জয়ন্ত সিং-গ্যাংয়ের বিরুদ্ধে ৷ (ছবি- ভিডিয়ো ক্যাপচার)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 10:04 PM IST

বেলঘরিয়া, 9 জুলাই: আড়িয়াদহের জয়ন্ত সিং-গ্যাংয়ের আরেক 'কীর্তি'-র ভিডিয়ো এবার প্রকাশ‍্যে এল ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অন্ধকার একটি ঘরে (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷ স্থানীয় এক তৃণমূল কর্মীর হাতে পিস্তল তুলে দেওয়া হচ্ছে ৷ আর যিনি পিস্তল হাতে তুলে দিচ্ছেন, তিনি জয়ন্ত সিং-গ্যাংয়ের সদস্য বলে দাবি করা হয়েছে ৷ ভিডিয়ো দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, শাসকদলের নেতা জয়ন্ত সিংয়ে দাপট কতখানি, তা এতেই স্পষ্ট ৷

ETV BHARAT
আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণের ছবি ৷ (সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) (ছবি- ভিডিয়ো ক্যাপচার)

এই ভিডিয়োর আগে জয়ন্ত সিং-গ্যাংয়ের আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল ৷ সেই ভিডিয়োতে দেখা গিয়েছে চোর সন্দেহে একজনকে তুলে এনে ক্লাবঘরের ভিতরে নারকীয় অত‍্যাচার চালাচ্ছে জয়ন্ত সিং ও তাঁর দলবল ৷ সেখানে এ-ও দেখা যাচ্ছে হাত-পা ধরে ঝুলিয়ে অনবরত লাঠির 'ঘা' মেরে চলেছে দু'জন ৷ তিনি চিৎকার করছেন ৷ কিন্তু, তারপরেও অত‍্যাচার এতটুকু কমেনি বলে অভিযোগ ৷ সেই ভিডিয়োতে জয়ন্ত সিংয়ের উপস্থিতি স্পষ্ট না হলেও, তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের পরিচয় ইতিমধ্যে সামনে এসেছে ৷

ফের আড়িয়াদহ, এবার ক্লাবঘরে গণপিটুনি! ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার 2

যার মধ্যে বহু চর্চিত জয়ন্ত সিংয়ের 'ডানহাত' বলে পরিচিত সৈকত মান্না ওরফে জঙ্গা রয়েছেন ৷ যিনি আড়িয়াদহে মা ও ছেলেকে নৃশংস মারধরের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৷ এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেট ৷ স্বতঃপ্রণোদিত মামলাও রুজু হয়েছে ৷ হাড়হিম করা এই গণপিটুনির ঘটনার রেশ কাটতে না কাটতে, আড়িয়াদহের জয়ন্ত সিং-গ্যাংয়ের আরও এক 'কীর্তি'-র ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ যা তোলপাড় ফেলে দিয়েছে জেলার রাজনৈতিক মহলে ৷ ভিডিয়োটি কতদিনের আগের ? কোথায় এই পিস্তল চালানোর প্রশিক্ষণ চলছিল ? তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ৷ ভিডিয়োর সত‍্যতা যাচাই করে দেখা হচ্ছে ৷

এদিকে, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি অন্ধকার ঘরে দেওয়ালের দিকে মুখ করে দু’জন দাঁড়িয়ে আছেন ৷ তাঁদের এক জনের হাতে পিস্তল ৷ সেই পিস্তল তিনি অন্যজনের হাতে তুলে দিচ্ছেন ৷ কীভাবে পিস্তল চালাতে হয় ? তা শেখানো হচ্ছে ওই ব্যক্তিকে ৷ পিছনে দাঁড়ানো কেউ ভিডিয়োটি রেকর্ড করছিলেন ৷ দেখা যায়, দ্বিতীয় ব্যক্তি পিস্তল হাতে পাওয়ার পর পিছনের দিকে ঘুরে কিছু বলার চেষ্টা করছেন ৷ সম্ভবত, ভিডিয়ো রেকর্ডিং নিয়ে আপত্তি করছিলেন তিনি ৷ যদিও এই ভিডিয়োতে কোনও শব্দ নেই ৷ ফলে কে কী বলছেন, তা স্পষ্ট নয় ৷ স্থানীয় সূত্রে খবর, যাঁর হাতে পিস্তল তুলে দেওয়া হচ্ছিল, তিনি হলেন স্থানীয় তৃণমূল কর্মী বাপ্পা ৷ জয়ন্ত'র সঙ্গী হিসেবেই পরিচিত ৷ তবে, বাঁ দিকে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিস্তল হাতে তুলে দিচ্ছেন, তাঁর মুখ অবশ্য দেখা যাচ্ছে না অন্ধকারে ৷ তাই তিনি জয়ন্ত কি না, তা স্পষ্ট নয় !

বেলঘরিয়া, 9 জুলাই: আড়িয়াদহের জয়ন্ত সিং-গ্যাংয়ের আরেক 'কীর্তি'-র ভিডিয়ো এবার প্রকাশ‍্যে এল ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অন্ধকার একটি ঘরে (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷ স্থানীয় এক তৃণমূল কর্মীর হাতে পিস্তল তুলে দেওয়া হচ্ছে ৷ আর যিনি পিস্তল হাতে তুলে দিচ্ছেন, তিনি জয়ন্ত সিং-গ্যাংয়ের সদস্য বলে দাবি করা হয়েছে ৷ ভিডিয়ো দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, শাসকদলের নেতা জয়ন্ত সিংয়ে দাপট কতখানি, তা এতেই স্পষ্ট ৷

ETV BHARAT
আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণের ছবি ৷ (সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) (ছবি- ভিডিয়ো ক্যাপচার)

এই ভিডিয়োর আগে জয়ন্ত সিং-গ্যাংয়ের আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল ৷ সেই ভিডিয়োতে দেখা গিয়েছে চোর সন্দেহে একজনকে তুলে এনে ক্লাবঘরের ভিতরে নারকীয় অত‍্যাচার চালাচ্ছে জয়ন্ত সিং ও তাঁর দলবল ৷ সেখানে এ-ও দেখা যাচ্ছে হাত-পা ধরে ঝুলিয়ে অনবরত লাঠির 'ঘা' মেরে চলেছে দু'জন ৷ তিনি চিৎকার করছেন ৷ কিন্তু, তারপরেও অত‍্যাচার এতটুকু কমেনি বলে অভিযোগ ৷ সেই ভিডিয়োতে জয়ন্ত সিংয়ের উপস্থিতি স্পষ্ট না হলেও, তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের পরিচয় ইতিমধ্যে সামনে এসেছে ৷

ফের আড়িয়াদহ, এবার ক্লাবঘরে গণপিটুনি! ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার 2

যার মধ্যে বহু চর্চিত জয়ন্ত সিংয়ের 'ডানহাত' বলে পরিচিত সৈকত মান্না ওরফে জঙ্গা রয়েছেন ৷ যিনি আড়িয়াদহে মা ও ছেলেকে নৃশংস মারধরের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৷ এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেট ৷ স্বতঃপ্রণোদিত মামলাও রুজু হয়েছে ৷ হাড়হিম করা এই গণপিটুনির ঘটনার রেশ কাটতে না কাটতে, আড়িয়াদহের জয়ন্ত সিং-গ্যাংয়ের আরও এক 'কীর্তি'-র ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ যা তোলপাড় ফেলে দিয়েছে জেলার রাজনৈতিক মহলে ৷ ভিডিয়োটি কতদিনের আগের ? কোথায় এই পিস্তল চালানোর প্রশিক্ষণ চলছিল ? তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ৷ ভিডিয়োর সত‍্যতা যাচাই করে দেখা হচ্ছে ৷

এদিকে, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি অন্ধকার ঘরে দেওয়ালের দিকে মুখ করে দু’জন দাঁড়িয়ে আছেন ৷ তাঁদের এক জনের হাতে পিস্তল ৷ সেই পিস্তল তিনি অন্যজনের হাতে তুলে দিচ্ছেন ৷ কীভাবে পিস্তল চালাতে হয় ? তা শেখানো হচ্ছে ওই ব্যক্তিকে ৷ পিছনে দাঁড়ানো কেউ ভিডিয়োটি রেকর্ড করছিলেন ৷ দেখা যায়, দ্বিতীয় ব্যক্তি পিস্তল হাতে পাওয়ার পর পিছনের দিকে ঘুরে কিছু বলার চেষ্টা করছেন ৷ সম্ভবত, ভিডিয়ো রেকর্ডিং নিয়ে আপত্তি করছিলেন তিনি ৷ যদিও এই ভিডিয়োতে কোনও শব্দ নেই ৷ ফলে কে কী বলছেন, তা স্পষ্ট নয় ৷ স্থানীয় সূত্রে খবর, যাঁর হাতে পিস্তল তুলে দেওয়া হচ্ছিল, তিনি হলেন স্থানীয় তৃণমূল কর্মী বাপ্পা ৷ জয়ন্ত'র সঙ্গী হিসেবেই পরিচিত ৷ তবে, বাঁ দিকে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিস্তল হাতে তুলে দিচ্ছেন, তাঁর মুখ অবশ্য দেখা যাচ্ছে না অন্ধকারে ৷ তাই তিনি জয়ন্ত কি না, তা স্পষ্ট নয় !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.