কলকাতা, 21 এপ্রিল: গার্ডেনরিচ নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ার তৎপর হয়ে একাধিক নিয়ম নির্দেশিকা জারি করেছে কলকাতার পৌর প্রশাসন । এবার বৌবাজার, পাথুরিয়াঘাটা থেকে শিক্ষা নিয়ে পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি নির্মাণের ঘটনায় তড়িঘড়ি একগুচ্ছ নির্দেশিকা জারি করল কলকাতা কর্পোরেশন । না মানা হলে বাড়ির অনুমোদিত নকশা বাতিল করে দেবে কর্পোরেশন ।
নির্দেশিকায় বলা হয়েছে, নতুন নির্মাণকাজ ও পুরনো নির্মাণ ভাঙার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না বহু জায়গায় । এর জেরে দুর্ঘটনা ঘটায় পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ ও পাশের বাড়ির বাসিন্দারা আহত হচ্ছেন । পাশাপশি শব্দদূষণ ও নির্মাণ কাজের ধুলোয় বায়ুদূষণ হচ্ছে । ফলে এই বিষয়গুলো মাথায় রেখে একাধিক নির্দেশিকা জারি করল কলকাতা কর্পোরেশন ।
- নির্মাণ স্থলে ধুলো রুখতে চারপাশ ঢেকে কাজ করতে হবে
- জল ব্যবহার করতে হবে
- খনন কাজ, কোনও বড় পিলার বা কংক্রিট কাঠামো ভাঙতে জল ব্যবহার করতে হবে
- নির্মাণস্থলে প্রতি ঘণ্টায় গাড়ির গতিবেগ রাখতে হবে 15 কিলোমিটার
- নির্মাণস্থল থেকে বাইরের রাস্তায় আসা গাড়ির চাকা পরিষ্কার রাখতে হবে
- লাগোয়া রাস্তা পরিষ্কার রাখতে হবে
- নির্মাণের ধুলো নিয়ন্ত্রণে গোটা নির্মাণস্থল ঢেকে দেওয়ার সঙ্গে ভিতরে কোনও গাড়ি কাজ করলে মাটিতে জেএল দিয়ে যাতে ধূলিকণা তৈরি না হয়
- পৌরনিগমের পরিবেশরক্ষায় তৈরি নিয়মমাফিক গাড়িতে কংক্রিট বর্জ্য বা নির্মাণ বর্জ্য পুনর্ব্যবহার প্রকল্পে পাঠাতে হবে
- পাথর কাটার শব্দ কোনওভাবেই 65 ডেসিবেলের বেশি হবে না
- নির্মাণস্থল বা আশপাশে কংক্রিট বর্জ্য জমিয়ে রাখা চলবে না
- নির্মাণস্থল এলাকায় গাড়ির গতি যাতে দ্রুত না হয়
- বায়ুদূষণ ও শব্দদূষণের কথা মাথায় না রেখে কোনও উপকরণ কাটা যাবে না
- মাটি, বলি, সিমেন্ট চাপা না দিয়ে রাখা যাবে না
এক আধিকারিক বলেন, "এই নির্দেশিকা এসব এলবিএস, আর্কিটেক্ট, মালিক সকলকে মাথায় রাখতে হবে । নির্দেশিকা অমান্য হলে বিল্ডিং নিয়ম 51(3), 52(3), 53(5), 55(4) ধারা অনুসারে অনুমোদিত নকশা কর্পোরেশন বাতিল করবে ।"
আরও পড়ুন :
- বেআইনি নির্মাণ ঠেকাতে কড়া দাওয়াই কলকাতা পৌরনিগমের, চিঠিতে নয়া নির্দেশ পৌর কমিশনারের
- বাড়ছে শঙ্কা ! বেআইনি বাড়ি-ফ্ল্যাটের করদাতাদের জন্য কর্পোরেশনের নয়া নির্দেশিকা
- শহরের কোথায় কোন নির্মাণ বেআইনি, খুঁটিনাটি তথ্য এবার হাতের মুঠোয়