ETV Bharat / state

'আর মাত্র কয়েকঘণ্টা', সংসদে বসে ইনস্টা স্টোরিতে কী বোঝাতে চাইলেন দেব! - দীপক অধিকারী

Dev's Speculative Post: সংসদীয় এলাকায় তিনটি সরকারি কমিটি থেকে তাঁর পদত্যাগের পর দেবকে নিয়ে রাজনৈতিকমহলে জল্পনা এমনিতেই তুঙ্গে ৷ এরইমধ্যে বুধবার দেবের একটি ইনস্টা পোস্ট বাড়িয়ে দিল জল্পনা ৷ সংসদ কক্ষে বসে একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে দেব লেখেন, "আর মাত্র কয়েকঘণ্টা ৷"

Devs Speculative Post
দেবের ইনস্টা স্টোরিতে জল্পনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 9:38 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: দিনকয়েক হল তিনটি সরকারি কমিটি থেকে তাঁর পদত্যাগে শোরগোল পড়ে গিয়েছে ৷ যাঁকে জেলা পর্যালোচনা বৈঠকে পুনরায় সাংসদ করার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন স্বয়ং দলনেত্রী, সেই দীপক অধিকারীর এই পদক্ষেপে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি এবার সত্যিই সত্যিই রাজনীতি থেকে বানপ্রস্থে যাচ্ছেন অভিনেতা সাংসদ? সেই জল্পনা বুধবার আরও গভীর হল লোকসভা নির্বাচনের আগে সংসদের বাজেট অধিবেশন চলাকালীন ৷

লোকসভা নির্বাচনের আগে চলছে শেষ অধিবেশন ৷ বুধবার সেই বাজেট অধিবেশনে সংসদে হাজির ছিলেন ঘাটালের সাংসদ ৷ আর সংসদ কক্ষে বসে একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে দেব লেখেন, "আর মাত্র কয়েকঘণ্টা ৷" সংসদের নিম্নকক্ষে নিজের বসার আসন থেকে কোনও সাংসদ যখন এমন শব্দ লেখেন, তখন জল্পনা যে প্রবল হবে সেটাই স্বাভাবিক ৷

Dev's Speculative Post
সংসদে বসে করা দেবের পোস্ট

ইতিমধ্যেই 'ভোট অন অ্যাকাউন্ট' পেশ করেছে কেন্দ্রীয় সরকার। অধিবেশনের বাকি আর দু-এক দিন। বলতে গেলে আসন্ন নির্বাচনের আগে লোকসভা অধিবেশনও কার্যত শেষ বেলায়। এদিন দেব তাঁর পোস্টে সেই ইঙ্গিতই করেছেন কি না তা বোঝা যায়নি। কারণ এই নিয়ে সাংসদ আলাদা করে কোন ব্যাখ্যা নিজে দেননি। তবে রাজনৈতিক মহলে এটা অন্য একটা সম্ভাবনার ইঙ্গিত করেছে। আর তার সবচেয়ে ব সাংসদ নিজের সংসদীয় এলাকার তিন-তিনটি কমিটি থেকে ইস্তফা দিয়েছেন।

ঘনিষ্ঠ মহলেও ইদানিং বেশ কয়েকবার সাংসদ হিসেবে আর ভোটে দাঁড়াতে চান না বলে জানিয়েছিলেন দেব ৷ এরপর আজকের এই পোস্ট দেখে অনেকেই একে একে দুই করছেন। কেউ কেউ তো আবার এই পোস্টে ঘাটালের সাংসদের বিদায়বাণী পড়তে পারছেন। যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে তৃণমূল কংগ্রেসের কোনও নেতা-মন্ত্রী মুখ খুলতে চাননি। পূর্ব মেদিনীপুরের এক নেতা বলছেন, "কী করে বুঝলেন উনি নিজের কথা বলছেন! এমনও তো হতে পারে বিজেপি'র বিদায়ঘণ্টা বেজে যাওয়ার ইঙ্গিত করছেন।"

আরও পড়ুন:

  1. লোকসভার মুখে ইস্তফা দেবের ! তিনটে পদ থেকে সরে দাঁড়ালেন অভিনেতা-সাংসদ
  2. 'ও আমাদের সঙ্গেই আছে', দেবের ইস্তফা দেওয়ার কারণ দর্শিয়ে বললেন ফিরহাদ
  3. ইন্ডাস্ট্রিতে 18 বছর পূর্ণ, টলিউডে সাবালক হয়ে দর্শকদের বিশেষ উপহার দেবের

কলকাতা, 7 ফেব্রুয়ারি: দিনকয়েক হল তিনটি সরকারি কমিটি থেকে তাঁর পদত্যাগে শোরগোল পড়ে গিয়েছে ৷ যাঁকে জেলা পর্যালোচনা বৈঠকে পুনরায় সাংসদ করার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন স্বয়ং দলনেত্রী, সেই দীপক অধিকারীর এই পদক্ষেপে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি এবার সত্যিই সত্যিই রাজনীতি থেকে বানপ্রস্থে যাচ্ছেন অভিনেতা সাংসদ? সেই জল্পনা বুধবার আরও গভীর হল লোকসভা নির্বাচনের আগে সংসদের বাজেট অধিবেশন চলাকালীন ৷

লোকসভা নির্বাচনের আগে চলছে শেষ অধিবেশন ৷ বুধবার সেই বাজেট অধিবেশনে সংসদে হাজির ছিলেন ঘাটালের সাংসদ ৷ আর সংসদ কক্ষে বসে একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে দেব লেখেন, "আর মাত্র কয়েকঘণ্টা ৷" সংসদের নিম্নকক্ষে নিজের বসার আসন থেকে কোনও সাংসদ যখন এমন শব্দ লেখেন, তখন জল্পনা যে প্রবল হবে সেটাই স্বাভাবিক ৷

Dev's Speculative Post
সংসদে বসে করা দেবের পোস্ট

ইতিমধ্যেই 'ভোট অন অ্যাকাউন্ট' পেশ করেছে কেন্দ্রীয় সরকার। অধিবেশনের বাকি আর দু-এক দিন। বলতে গেলে আসন্ন নির্বাচনের আগে লোকসভা অধিবেশনও কার্যত শেষ বেলায়। এদিন দেব তাঁর পোস্টে সেই ইঙ্গিতই করেছেন কি না তা বোঝা যায়নি। কারণ এই নিয়ে সাংসদ আলাদা করে কোন ব্যাখ্যা নিজে দেননি। তবে রাজনৈতিক মহলে এটা অন্য একটা সম্ভাবনার ইঙ্গিত করেছে। আর তার সবচেয়ে ব সাংসদ নিজের সংসদীয় এলাকার তিন-তিনটি কমিটি থেকে ইস্তফা দিয়েছেন।

ঘনিষ্ঠ মহলেও ইদানিং বেশ কয়েকবার সাংসদ হিসেবে আর ভোটে দাঁড়াতে চান না বলে জানিয়েছিলেন দেব ৷ এরপর আজকের এই পোস্ট দেখে অনেকেই একে একে দুই করছেন। কেউ কেউ তো আবার এই পোস্টে ঘাটালের সাংসদের বিদায়বাণী পড়তে পারছেন। যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে তৃণমূল কংগ্রেসের কোনও নেতা-মন্ত্রী মুখ খুলতে চাননি। পূর্ব মেদিনীপুরের এক নেতা বলছেন, "কী করে বুঝলেন উনি নিজের কথা বলছেন! এমনও তো হতে পারে বিজেপি'র বিদায়ঘণ্টা বেজে যাওয়ার ইঙ্গিত করছেন।"

আরও পড়ুন:

  1. লোকসভার মুখে ইস্তফা দেবের ! তিনটে পদ থেকে সরে দাঁড়ালেন অভিনেতা-সাংসদ
  2. 'ও আমাদের সঙ্গেই আছে', দেবের ইস্তফা দেওয়ার কারণ দর্শিয়ে বললেন ফিরহাদ
  3. ইন্ডাস্ট্রিতে 18 বছর পূর্ণ, টলিউডে সাবালক হয়ে দর্শকদের বিশেষ উপহার দেবের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.