ETV Bharat / state

পারিবারিক বিবাদের জের, বৃদ্ধ কাকা-কাকিমাকে বাঁশ দিয়ে মার ভাইপোর - Nephew beat old uncle - NEPHEW BEAT OLD UNCLE

Nephew beat old uncle: পারিবারিক বিবাদের জেরে বৃদ্ধ কাকা-কাকিমাকে বাঁশ দিয়ে মারধর ভাইপোর ৷ আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে বৃদ্ধ-বৃদ্ধা ৷ গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে ৷

Nephew beat old uncle
কাকা-কাকিমাকে বাঁশ দিয়ে মারধর ভাইপোর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 10:52 PM IST

চন্দ্রকোনা, 23 জুন: গাছ কাটা নিয়ে কাকা-কাকিমার সঙ্গে বিবাদ ভাইপোর। অভিযোগ, সেই ঘটনায় লাঠি, কুড়োল নিয়ে বৃদ্ধ কাকা-কাকিমার উপর হামলা চালালো ভাইপো। আশঙ্কাজনক অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। অভিযোগ দায়ের হতেই তৎপর পুলিশ প্রশাসন। তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ভাইপোকে।

কাকা-কাকিমাকে বাঁশ দিয়ে মারধর ভাইপোর (ইটিভি ভারত)

পারিবারিক বিবাদের জের। আর তার জেরেই কাকা ও কাকিমাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ভাইপো। প্রকাশ্যে আসে সেই মারধরের ভিডিয়ো।ভাইপোর লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ কাকা রবীন্দ্রনাথ মণ্ডল ও বৃদ্ধা কাকিমা বুলু মণ্ডল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মানিককুণ্ড গ্রামের ঘটনা। জানা গিয়েছে, গাছ কাটাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে ভাইপো দেবাশিস মণ্ডল মোটা বাঁশের লাঠি নিয়ে চড়াও হয় কাকা-কাকিমার উপর। কাকা ও কাকিমাকে লাঠি দিয়ে বেধড়ক মারধরও করে। বাঁচার চেষ্টায় চিৎকার করলেও থামেনি ভাইপো ৷ প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো ৷

আশঙ্কাজনক অবস্থায় আহত হয়ে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন দু’জনে । অভিযুক্ত ভাইপোর নামে চন্দ্রকোনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় বৃদ্ধ রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, "আমার একটা আম গাছ রয়েছে। আমি বলেছিলাম গাছটা না কাটতে ৷ কিন্তু ও শোনেনি। গাছ কাটার সময় বাধা দিতে গেলে আমাকে মারধর করে। এরইসঙ্গে আমার একটা ঘর রয়েছে ৷ যে ঘরে ও থাকতে দেয়নি । এই প্রতিবাদ করায় আমাকে মারধর করেছে । ওর কাকিমাকে মারধর করা হয়েছে ।"

এই ঘটনায় অভিযোগ পেতেই তৎপর হয়ে ওঠে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত ভাইপো দেবাশিস মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এরই সঙ্গে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে কারণ।

চন্দ্রকোনা, 23 জুন: গাছ কাটা নিয়ে কাকা-কাকিমার সঙ্গে বিবাদ ভাইপোর। অভিযোগ, সেই ঘটনায় লাঠি, কুড়োল নিয়ে বৃদ্ধ কাকা-কাকিমার উপর হামলা চালালো ভাইপো। আশঙ্কাজনক অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। অভিযোগ দায়ের হতেই তৎপর পুলিশ প্রশাসন। তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ভাইপোকে।

কাকা-কাকিমাকে বাঁশ দিয়ে মারধর ভাইপোর (ইটিভি ভারত)

পারিবারিক বিবাদের জের। আর তার জেরেই কাকা ও কাকিমাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ভাইপো। প্রকাশ্যে আসে সেই মারধরের ভিডিয়ো।ভাইপোর লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ কাকা রবীন্দ্রনাথ মণ্ডল ও বৃদ্ধা কাকিমা বুলু মণ্ডল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মানিককুণ্ড গ্রামের ঘটনা। জানা গিয়েছে, গাছ কাটাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে ভাইপো দেবাশিস মণ্ডল মোটা বাঁশের লাঠি নিয়ে চড়াও হয় কাকা-কাকিমার উপর। কাকা ও কাকিমাকে লাঠি দিয়ে বেধড়ক মারধরও করে। বাঁচার চেষ্টায় চিৎকার করলেও থামেনি ভাইপো ৷ প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো ৷

আশঙ্কাজনক অবস্থায় আহত হয়ে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন দু’জনে । অভিযুক্ত ভাইপোর নামে চন্দ্রকোনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় বৃদ্ধ রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, "আমার একটা আম গাছ রয়েছে। আমি বলেছিলাম গাছটা না কাটতে ৷ কিন্তু ও শোনেনি। গাছ কাটার সময় বাধা দিতে গেলে আমাকে মারধর করে। এরইসঙ্গে আমার একটা ঘর রয়েছে ৷ যে ঘরে ও থাকতে দেয়নি । এই প্রতিবাদ করায় আমাকে মারধর করেছে । ওর কাকিমাকে মারধর করা হয়েছে ।"

এই ঘটনায় অভিযোগ পেতেই তৎপর হয়ে ওঠে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত ভাইপো দেবাশিস মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এরই সঙ্গে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে কারণ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.