ETV Bharat / state

কাপড় শুকোনো নিয়ে ঝামেলা, বৃদ্ধকে লাঠি-বাঁশ দিয়ে পিটিয়ে খুন প্রতিবেশীদের ! - HALISAHAR MURDER CASE

হালিশহরে বৃদ্ধকে পিটিয়ে খুনের ঘটনায় পলাতক দুই মূল অভিযুক্ত ৷ ঘটনায় গ্রেফতার বাকি দু’জন ৷

HALISAHAR MURDER CASE
বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ হালিশহরে ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2024, 3:14 PM IST

ব‍্যারাকপুর, 28 অক্টোবর: জামাকাপড় শুকোনো নিয়ে দুই প্রতিবেশী মহিলার ঝামেলা ৷ আর সেই ঝামেলার মধ্যে পড়ে প্রাণ হারালেন এক বৃদ্ধ ৷ তাঁকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে ৷ মৃতের নাম পরেশনাথ সাউ, বয়স 70 বছর ৷ উত্তর 24 পরগনার হালিশহরের ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে ৷ তবে, মূল দুই অভিযুক্ত ভিকি চৌধুরী এবং অজয় চৌধুরী পলাতক ৷

মৃত পরশনাথের বাড়ি হালিশহর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের হাজিনগরের বেলুড়পাড়ায় ৷ তাঁর বাড়ির পাশেই থাকেন ভিকি-অজয়'রা ৷ সম্পর্কে তাঁরা দুই ভাই ৷ স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে বাড়ির সামনেই কাপড় শুকোতে দিয়েছিলেন পরশনাথের মেয়ে অনিতা ৷ সেই নিয়ে ভিকির পরিবারের এক মহিলা সদস্যের সঙ্গে, প্রথমে তাঁর বচসা শুরু হয় বলে অভিযোগ ৷ সেই বচসা পরবর্তীতে গড়ায় হাতাহাতিতে ৷ ঝামেলা হচ্ছে শুনে বাড়ি থেকে অশক্ত শরীরে বেরিয়ে আসেন বৃদ্ধ পরশনাথ ৷

হালিশহরে বৃদ্ধকে পিটিয়ে খুনে অভিযুক্ত প্রতিবেশীরা ৷ (ইটিভি ভারত)

মেয়ে এবং প্রতিবেশীর মধ্যে ঝামেলা থামাতে যান তিনি ৷ অভিযোগ, তখনই ভিকির পরিবারের যাবতীয় রোষ গিয়ে পড়ে বৃদ্ধের উপর ৷ অভিযোগ, তাঁকে মাটিতে ফেলে লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয় ৷ প্রৌঢ়কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্ত্রী-সহ পরিবারের বেশ কয়েকজন মহিলা ৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন পরশনাথ ৷ লাঠির আঘাতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি ৷ তড়িঘড়ি তাঁকে নৈহাটির স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন ৷

কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে আহত বৃদ্ধকে স্থানান্তরিত করা হয় কল‍্যাণীর জেএনএম হাসপাতালে ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত‍্যু হয় তাঁর ৷ পরশনাথ সাউয়ের মৃত্যুর খবর জানাজানি হতেই, শোরগোল পড়ে যায় এলাকায় ৷ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সরব হয় মৃতের পরিবার ৷

এই বিষয়ে মৃত পরশনাথের মেয়ে অনিতা জয়সওয়াল বলেন, "এখানকার বাসিন্দা হওয়ার পর থেকেই, নানা অছিলায় ভিকি-অজয়'রা আমাদের পরিবারের সঙ্গে গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছিল ৷ আমরা ওঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখতাম না ৷ আগে কোনও ঝগড়াও হয়নি ৷ তা সত্ত্বেও সামান্য কারণে, ওঁরা আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলল ৷ আমরা এর বিহিত চাই ৷ দোষীদের ফাঁসির ব্যবস্থা না-করলে যা করার, তাই-ই করব আমরা ৷"

প্রায় একই রকম হুঁশিয়ারি দিয়েছেন মৃতের আত্মীয় গণেশ সাউ ৷ তাঁর কথায়, "এলাকায় সবসময় দাদাগিরি করে বেড়ায় ভিকি-অজয়'রা ৷ ওঁদের সম্পর্কে যে কেউ খোঁজ নিলেই জানতে পারবে ৷ কাপড় শুকোনো নিয়ে সামান্য ঝামেলা ৷ তার জেরে একজন বৃদ্ধকে খুন করে দেওয়া হল ৷ এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না ৷ আমরা চাই দোষীদের শাস্তি হোক ৷"

পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ইতিমধ্যে, পুলিশ দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ তবে, ভিকি এবং অজয় পলাতক বলে জানা গিয়েছে ৷ তাঁদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা ৷

ব‍্যারাকপুর, 28 অক্টোবর: জামাকাপড় শুকোনো নিয়ে দুই প্রতিবেশী মহিলার ঝামেলা ৷ আর সেই ঝামেলার মধ্যে পড়ে প্রাণ হারালেন এক বৃদ্ধ ৷ তাঁকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে ৷ মৃতের নাম পরেশনাথ সাউ, বয়স 70 বছর ৷ উত্তর 24 পরগনার হালিশহরের ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে ৷ তবে, মূল দুই অভিযুক্ত ভিকি চৌধুরী এবং অজয় চৌধুরী পলাতক ৷

মৃত পরশনাথের বাড়ি হালিশহর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের হাজিনগরের বেলুড়পাড়ায় ৷ তাঁর বাড়ির পাশেই থাকেন ভিকি-অজয়'রা ৷ সম্পর্কে তাঁরা দুই ভাই ৷ স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে বাড়ির সামনেই কাপড় শুকোতে দিয়েছিলেন পরশনাথের মেয়ে অনিতা ৷ সেই নিয়ে ভিকির পরিবারের এক মহিলা সদস্যের সঙ্গে, প্রথমে তাঁর বচসা শুরু হয় বলে অভিযোগ ৷ সেই বচসা পরবর্তীতে গড়ায় হাতাহাতিতে ৷ ঝামেলা হচ্ছে শুনে বাড়ি থেকে অশক্ত শরীরে বেরিয়ে আসেন বৃদ্ধ পরশনাথ ৷

হালিশহরে বৃদ্ধকে পিটিয়ে খুনে অভিযুক্ত প্রতিবেশীরা ৷ (ইটিভি ভারত)

মেয়ে এবং প্রতিবেশীর মধ্যে ঝামেলা থামাতে যান তিনি ৷ অভিযোগ, তখনই ভিকির পরিবারের যাবতীয় রোষ গিয়ে পড়ে বৃদ্ধের উপর ৷ অভিযোগ, তাঁকে মাটিতে ফেলে লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয় ৷ প্রৌঢ়কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্ত্রী-সহ পরিবারের বেশ কয়েকজন মহিলা ৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন পরশনাথ ৷ লাঠির আঘাতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি ৷ তড়িঘড়ি তাঁকে নৈহাটির স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন ৷

কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে আহত বৃদ্ধকে স্থানান্তরিত করা হয় কল‍্যাণীর জেএনএম হাসপাতালে ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত‍্যু হয় তাঁর ৷ পরশনাথ সাউয়ের মৃত্যুর খবর জানাজানি হতেই, শোরগোল পড়ে যায় এলাকায় ৷ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সরব হয় মৃতের পরিবার ৷

এই বিষয়ে মৃত পরশনাথের মেয়ে অনিতা জয়সওয়াল বলেন, "এখানকার বাসিন্দা হওয়ার পর থেকেই, নানা অছিলায় ভিকি-অজয়'রা আমাদের পরিবারের সঙ্গে গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছিল ৷ আমরা ওঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখতাম না ৷ আগে কোনও ঝগড়াও হয়নি ৷ তা সত্ত্বেও সামান্য কারণে, ওঁরা আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলল ৷ আমরা এর বিহিত চাই ৷ দোষীদের ফাঁসির ব্যবস্থা না-করলে যা করার, তাই-ই করব আমরা ৷"

প্রায় একই রকম হুঁশিয়ারি দিয়েছেন মৃতের আত্মীয় গণেশ সাউ ৷ তাঁর কথায়, "এলাকায় সবসময় দাদাগিরি করে বেড়ায় ভিকি-অজয়'রা ৷ ওঁদের সম্পর্কে যে কেউ খোঁজ নিলেই জানতে পারবে ৷ কাপড় শুকোনো নিয়ে সামান্য ঝামেলা ৷ তার জেরে একজন বৃদ্ধকে খুন করে দেওয়া হল ৷ এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না ৷ আমরা চাই দোষীদের শাস্তি হোক ৷"

পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ইতিমধ্যে, পুলিশ দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ তবে, ভিকি এবং অজয় পলাতক বলে জানা গিয়েছে ৷ তাঁদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.