ETV Bharat / state

রাজু বিস্তাকে টিকিট না-দিলে নির্দল হিসেবে লড়বেন, এবার বেসুরো পাহাড়ের বিজেপি বিধায়ক - Lok Sabha Elections

Neeraj Zimba warns BJP Leaders: দার্জিলিং লোকসভা আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস । অন্যদিকে, রাজু বিস্তা এখনও টিকিট না-পাওয়ায় ক্রমশ বেসুরে শোনা যাচ্ছে বিজেপি বিধায়ক থেকে শুরু করে একাংশের নেতা-কর্মীদের মধ্যে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 8:29 PM IST

গেরুয়ী শিবিরকে অস্বস্তিতে ফেললেন আরেক বিধায়ক

শিলিগুড়ি, 16 মার্চ: কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার পর এবার বিস্ফোরক নীরজ জিম্বা । দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা আসন্ন লোকসভা নির্বাচনের টিকিট না-পেলে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার হুমকি দিলেন দার্জিলিংয়ের বিধায়ক ৷ তাঁর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে ।

সম্প্রতি পাহাড়ের ভূমিপুত্র ছাড়া বিজেপি নেতৃত্ব বাইরের কাউকে টিকিট দিলে সেই প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের কথা জানিয়েছিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা । তারপর শৈলরানির আরেক বিজেপি বিধায়ক নিরজ জিম্বা বেসুরো হওয়ায় অস্বস্তিতে গেরুয়া শিবির । পাহাড়ের বিজেপি নেতা-কর্মী ও বিজেপি জোট শরিক দলের দাবি, রাজু বিস্তা ছাড়া অন্য কাউকে বিজেপি নেতৃত্ব টিকিট দিলে সেই আসনটিহাতছাড়া হবে। অন্যদিকে সাংগঠনিক দিক দিয়েও অস্তিত্ব সংকটে পরবে দল ।

বিজেপি বিধায়ক নিরজ জিম্বা বলেন, "রাজু বিস্তাকে প্রথমবারেই টিকিট দেওয়া উচিত ছিল বিজেপি নেতৃত্বের । কিন্তু দেওয়া হয়নি । আমরা চাই, তাঁকেই আবার টিকিট দেওয়া হোক । তা না-হলে আমি নির্দল হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব । রাজু বিস্তা পাহাড়ের উন্নয়নে যেভাবে কাজ করেছেন, বিগত দিনে অন্য কোনও সাংসদ করেননি । কেন্দ্র সরকারের কাছে বারবার পাহাড় ও পাহাড়বাসীর দাবি একমাত্র রাজু বিস্তাই তুলে ধরেছিলেন । আর কেউ করেননি । তিনি না-আসলে আমাদের 11 জনজাতিকে তপসিল জাতির স্বীকৃতি ও স্থায়ী রাজনৈতিক সমাধান আর কেউ পাইয়ে দিতে পারবেন না । আমাদের আশঙ্কা, অনেকে ষড়যন্ত্র করছেন যাতে তিনি প্রার্থী না হোন । কিন্তু তাঁকেই প্রার্থী করতে হবে । তিনি প্রার্থী হলে আমরা 4 লক্ষের বেশি ভোটে ওই আসনে জয় পাব ।"

প্রসঙ্গত, দার্জিলিং লোকসভা আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস । শাসকদলের তরফে প্রার্থী করা হয়েছে রাজ্যের প্রাক্তন আমলা গোপাল লামাকে । এখনও ওই আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি । তবে রাজু বিস্তা ছাড়াও ওই আসনে টিকিটের দাবিদার হিসেবে নাম উঠে এসেছে প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা, কালিম্পংয়ের প্রাক্তন সেনাকর্মী জিটি লেপচা ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নাম ৷ এখন বিজেপি ওই আসনে কাকে প্রার্থী করে সেটাই সময়ের অপেক্ষা ।

আরও পড়ুন:

  1. বিজেপিকে মানুষ ভোট দিলেও রায় মাথা পেতে নেবেন, নারায়ণগড়ে দাঁড়িয়ে বললেন অভিষেক
  2. 7 দফায় লোকসভা নির্বাচন, শুরু 19 এপ্রিল; গণনা 4 জুন
  3. বাংলায় 7 দফা, প্রথম ভোটগ্রহণ 19 এপ্রিল

গেরুয়ী শিবিরকে অস্বস্তিতে ফেললেন আরেক বিধায়ক

শিলিগুড়ি, 16 মার্চ: কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার পর এবার বিস্ফোরক নীরজ জিম্বা । দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা আসন্ন লোকসভা নির্বাচনের টিকিট না-পেলে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার হুমকি দিলেন দার্জিলিংয়ের বিধায়ক ৷ তাঁর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে ।

সম্প্রতি পাহাড়ের ভূমিপুত্র ছাড়া বিজেপি নেতৃত্ব বাইরের কাউকে টিকিট দিলে সেই প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের কথা জানিয়েছিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা । তারপর শৈলরানির আরেক বিজেপি বিধায়ক নিরজ জিম্বা বেসুরো হওয়ায় অস্বস্তিতে গেরুয়া শিবির । পাহাড়ের বিজেপি নেতা-কর্মী ও বিজেপি জোট শরিক দলের দাবি, রাজু বিস্তা ছাড়া অন্য কাউকে বিজেপি নেতৃত্ব টিকিট দিলে সেই আসনটিহাতছাড়া হবে। অন্যদিকে সাংগঠনিক দিক দিয়েও অস্তিত্ব সংকটে পরবে দল ।

বিজেপি বিধায়ক নিরজ জিম্বা বলেন, "রাজু বিস্তাকে প্রথমবারেই টিকিট দেওয়া উচিত ছিল বিজেপি নেতৃত্বের । কিন্তু দেওয়া হয়নি । আমরা চাই, তাঁকেই আবার টিকিট দেওয়া হোক । তা না-হলে আমি নির্দল হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব । রাজু বিস্তা পাহাড়ের উন্নয়নে যেভাবে কাজ করেছেন, বিগত দিনে অন্য কোনও সাংসদ করেননি । কেন্দ্র সরকারের কাছে বারবার পাহাড় ও পাহাড়বাসীর দাবি একমাত্র রাজু বিস্তাই তুলে ধরেছিলেন । আর কেউ করেননি । তিনি না-আসলে আমাদের 11 জনজাতিকে তপসিল জাতির স্বীকৃতি ও স্থায়ী রাজনৈতিক সমাধান আর কেউ পাইয়ে দিতে পারবেন না । আমাদের আশঙ্কা, অনেকে ষড়যন্ত্র করছেন যাতে তিনি প্রার্থী না হোন । কিন্তু তাঁকেই প্রার্থী করতে হবে । তিনি প্রার্থী হলে আমরা 4 লক্ষের বেশি ভোটে ওই আসনে জয় পাব ।"

প্রসঙ্গত, দার্জিলিং লোকসভা আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস । শাসকদলের তরফে প্রার্থী করা হয়েছে রাজ্যের প্রাক্তন আমলা গোপাল লামাকে । এখনও ওই আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি । তবে রাজু বিস্তা ছাড়াও ওই আসনে টিকিটের দাবিদার হিসেবে নাম উঠে এসেছে প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা, কালিম্পংয়ের প্রাক্তন সেনাকর্মী জিটি লেপচা ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নাম ৷ এখন বিজেপি ওই আসনে কাকে প্রার্থী করে সেটাই সময়ের অপেক্ষা ।

আরও পড়ুন:

  1. বিজেপিকে মানুষ ভোট দিলেও রায় মাথা পেতে নেবেন, নারায়ণগড়ে দাঁড়িয়ে বললেন অভিষেক
  2. 7 দফায় লোকসভা নির্বাচন, শুরু 19 এপ্রিল; গণনা 4 জুন
  3. বাংলায় 7 দফা, প্রথম ভোটগ্রহণ 19 এপ্রিল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.