নয়াদিল্লি, 5 জুলাই: নবনির্বাচিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যের জেরে বিতর্ক ৷ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে নিয়ে মন্তব্য পোস্ট করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ আর তার ফলে মহুয়ার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন ৷ এর উত্তরে মহুয়া দিল্লি পুলিশকে নদিয়ায় এসে তাঁকে গ্রেফতার করার আহ্বান দিয়েছেন ৷
এনসিডব্লিউ চেয়ারপার্সন রেখা শর্মাকে নিয়ে করা মন্তব্যের জেরে মহুয়ার বিরুদ্ধে এফআইআর করতে চলেছে এনসিডব্লিউ ৷ এমনকী চেয়ারপার্সন রেখা শর্মা নিজে এবিষয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখেছেন ৷ পাশাপাশি দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকেও বিষয়টি জানিয়েছেন তিনি ৷
The National Commission for Women has taken suo moto cognizance of the derogatory remark made by Ms. Mahua Moitra, Member of Parliament, against Ms. Rekha Sharma, Chairperson, NCW. The crude remarks are outrageous and a violation of a woman's right to dignity. The Commission…
— NCW (@NCWIndia) July 5, 2024
সম্প্রতি উত্তরপ্রদেশে হাথরসে পদপিষ্টের ঘটনাস্থল নিজের চোখে দেখতে গিয়েছিলেন এনসিডব্লিউ-র চেয়ারপার্সন রেখা শর্মা ৷ সেই ঘটনায় মহিলা কমিশনের চেয়ারপার্সনকে উদ্দেশ্য করে মহুয়া কটাক্ষ করে লেখেন, "তিনি তাঁর বসের পাজামা ধরে রাখতেই ব্যস্ত ৷"
শুক্রবার এনসিডব্লিউ তাদের সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান, "জাতীয় মহিলা কমিশন সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করছে ৷ তিনি এনসিডব্লিউ চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন ৷ বিকৃত মন্তব্যটি মহিলাদের সম্ভ্রম অধিকারকে খর্ব করে ৷ কমিশনের পর্যবেক্ষণ এই মন্তব্যটি ভারতীয় ন্যায় সংহিতার 79 নম্বর ধারার আওতায় পড়ে ৷ এধরনের মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা করছে এনসিডব্লিউ এবং মহুয়া মৈত্রের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছে ৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে ৷ আগামী তিন দিনের মধ্যে কী হয়, সেই বিস্তারিত রিপোর্ট কমিশনের হাতে আসবে ৷"
Come on @DelhiPolice please take action immediately on these suo moto orders. Am in Nadia in case you need me in the next 3 days to make a quick arrest.
— Mahua Moitra (@MahuaMoitra) July 5, 2024
I Can Hold My Own Umbrella . https://t.co/pXvRSVSzxa
এর উত্তরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দিল্লি পুলিশকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে লেখেন, "আমি এখন নদিয়ায় ৷ দ্রুত এই স্বতঃপ্রণোদিত নির্দেশের ব্যবস্থা নিন ৷ তাড়াতাড়ি আমায় গ্রেফতার করতে হলে আগামী তিন দিনের মধ্যে নদিয়া চলে আসুন ৷ আমি নিজেই নিজের ছাতা ধরতে পারি ৷"