ETV Bharat / state

রেখাকে নিয়ে 'আপত্তিকর' মন্তব্য, মহুয়ার বিরুদ্ধে স্পিকারকে চিঠি মহিলা কমিশনের - NCW on Mahua Moitra

author img

By PTI

Published : Jul 5, 2024, 5:56 PM IST

Updated : Jul 5, 2024, 6:37 PM IST

TMC MP Mahua Moitra-NCW Chief Rekha Sharma Controversy: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করছে কমিশন ৷ অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন স্বয়ং রেখা শর্মা ৷

NCW to register FIR against Mahua Moitra
(বাঁদিক থেকে) তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 5 জুলাই: নবনির্বাচিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যের জেরে বিতর্ক ৷ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে নিয়ে মন্তব্য পোস্ট করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ আর তার ফলে মহুয়ার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন ৷ এর উত্তরে মহুয়া দিল্লি পুলিশকে নদিয়ায় এসে তাঁকে গ্রেফতার করার আহ্বান দিয়েছেন ৷

এনসিডব্লিউ চেয়ারপার্সন রেখা শর্মাকে নিয়ে করা মন্তব্যের জেরে মহুয়ার বিরুদ্ধে এফআইআর করতে চলেছে এনসিডব্লিউ ৷ এমনকী চেয়ারপার্সন রেখা শর্মা নিজে এবিষয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখেছেন ৷ পাশাপাশি দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকেও বিষয়টি জানিয়েছেন তিনি ৷

সম্প্রতি উত্তরপ্রদেশে হাথরসে পদপিষ্টের ঘটনাস্থল নিজের চোখে দেখতে গিয়েছিলেন এনসিডব্লিউ-র চেয়ারপার্সন রেখা শর্মা ৷ সেই ঘটনায় মহিলা কমিশনের চেয়ারপার্সনকে উদ্দেশ্য করে মহুয়া কটাক্ষ করে লেখেন, "তিনি তাঁর বসের পাজামা ধরে রাখতেই ব্যস্ত ৷"

শুক্রবার এনসিডব্লিউ তাদের সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান, "জাতীয় মহিলা কমিশন সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করছে ৷ তিনি এনসিডব্লিউ চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন ৷ বিকৃত মন্তব্যটি মহিলাদের সম্ভ্রম অধিকারকে খর্ব করে ৷ কমিশনের পর্যবেক্ষণ এই মন্তব্যটি ভারতীয় ন্যায় সংহিতার 79 নম্বর ধারার আওতায় পড়ে ৷ এধরনের মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা করছে এনসিডব্লিউ এবং মহুয়া মৈত্রের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছে ৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে ৷ আগামী তিন দিনের মধ্যে কী হয়, সেই বিস্তারিত রিপোর্ট কমিশনের হাতে আসবে ৷"

এর উত্তরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দিল্লি পুলিশকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে লেখেন, "আমি এখন নদিয়ায় ৷ দ্রুত এই স্বতঃপ্রণোদিত নির্দেশের ব্যবস্থা নিন ৷ তাড়াতাড়ি আমায় গ্রেফতার করতে হলে আগামী তিন দিনের মধ্যে নদিয়া চলে আসুন ৷ আমি নিজেই নিজের ছাতা ধরতে পারি ৷"

নয়াদিল্লি, 5 জুলাই: নবনির্বাচিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যের জেরে বিতর্ক ৷ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে নিয়ে মন্তব্য পোস্ট করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ আর তার ফলে মহুয়ার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন ৷ এর উত্তরে মহুয়া দিল্লি পুলিশকে নদিয়ায় এসে তাঁকে গ্রেফতার করার আহ্বান দিয়েছেন ৷

এনসিডব্লিউ চেয়ারপার্সন রেখা শর্মাকে নিয়ে করা মন্তব্যের জেরে মহুয়ার বিরুদ্ধে এফআইআর করতে চলেছে এনসিডব্লিউ ৷ এমনকী চেয়ারপার্সন রেখা শর্মা নিজে এবিষয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখেছেন ৷ পাশাপাশি দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকেও বিষয়টি জানিয়েছেন তিনি ৷

সম্প্রতি উত্তরপ্রদেশে হাথরসে পদপিষ্টের ঘটনাস্থল নিজের চোখে দেখতে গিয়েছিলেন এনসিডব্লিউ-র চেয়ারপার্সন রেখা শর্মা ৷ সেই ঘটনায় মহিলা কমিশনের চেয়ারপার্সনকে উদ্দেশ্য করে মহুয়া কটাক্ষ করে লেখেন, "তিনি তাঁর বসের পাজামা ধরে রাখতেই ব্যস্ত ৷"

শুক্রবার এনসিডব্লিউ তাদের সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান, "জাতীয় মহিলা কমিশন সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করছে ৷ তিনি এনসিডব্লিউ চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন ৷ বিকৃত মন্তব্যটি মহিলাদের সম্ভ্রম অধিকারকে খর্ব করে ৷ কমিশনের পর্যবেক্ষণ এই মন্তব্যটি ভারতীয় ন্যায় সংহিতার 79 নম্বর ধারার আওতায় পড়ে ৷ এধরনের মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা করছে এনসিডব্লিউ এবং মহুয়া মৈত্রের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছে ৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে ৷ আগামী তিন দিনের মধ্যে কী হয়, সেই বিস্তারিত রিপোর্ট কমিশনের হাতে আসবে ৷"

এর উত্তরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দিল্লি পুলিশকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে লেখেন, "আমি এখন নদিয়ায় ৷ দ্রুত এই স্বতঃপ্রণোদিত নির্দেশের ব্যবস্থা নিন ৷ তাড়াতাড়ি আমায় গ্রেফতার করতে হলে আগামী তিন দিনের মধ্যে নদিয়া চলে আসুন ৷ আমি নিজেই নিজের ছাতা ধরতে পারি ৷"

Last Updated : Jul 5, 2024, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.