জলপাইগুড়ি, 25 অক্টোবর: জলপাইগুড়ি থেকে 950 টাকায় লাভা ও লোলেগাঁও ঘোরা ও খাওয়ার সুযোগ দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পর্যটন বিভাগ । পর্যটকদের জন্য নয়া প্যাকেজ নিয়ে হাজির এনবিএসটিসি ৷ তরাই-ডুয়ার্সের একাধিক পর্যটনক্ষেত্র তো থাকছেই, এবার প্রথম যুক্ত করা হল প্রতিবেশি রাজ্য সিকিমকেও ।
কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, পর্যটকদের মরশুমে বাসের চাহিদা রয়েছে । সেই কারণে এ বছর তরাই-ডুয়ার্স এবং সিকিম মিলিয়ে মোট 15টি থেকে 20টি রুট করা হয়েছে । শুধু তাই নয়, শিলিগুড়ি ডিপো, জলপাইগুড়ি এবং কোচবিহার ডিপোতে কেবলমাত্র পর্যটনের জন্যই দু’টি করে বাস রাখা হচ্ছে । পাশাপাশি বাগডোগরা বিমানবন্দর, নিউ জলপাইগুড়ি স্টেশন এবং তেনজিং নোরগে স্ট্যান্ড থেকে ট্যাক্সি সার্ভিস চালু করা হচ্ছে ।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জলপাইগুড়ি ডিপো থেকে পর্যটন পরিষেবা বাম আমলে শুরু হয়েছিল । কিন্তু কয়েক বছর চালানোর পরে তা বন্ধ করে দেওয়া হয় । এরপরে 2011 সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে ফের এই পরিষেবা চালু হয় । তারপর থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনা এবং প্রাকৃতিক দুর্যোগ ছাড়া এই পরিষেবা চালু রাখা হয়েছে ৷ পর্যটকদের চাহিদা অনুসারে, সাপ্তাহিক ট্যুরের দিকেই বেশি নজর দেওয়া হচ্ছে এনবিএসটিসি কর্তৃপক্ষের তরফে ।
তাই লাভা, লোলেগাঁও, ঝালং বিন্দু-ছাড়াও ডুয়ার্সের জঙ্গল ও ইতিহাসিক স্থানগুলিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে প্যাকেজ ট্যুর ৷ জলদাপাড়াকে কেন্দ্র করে জঙ্গল সাফারি ৷ জয়গাঁ, ফুন্টসিলিং ঘোরানোর পরে ফিরে আসার সময় জটিলেশ্বর এবং জল্পেশ মন্দিরে দর্শন ৷ গরুমারাকে কেন্দ্র করে জঙ্গল সাফারির ব্যবস্থাও প্যাকেজে রাখা হয়েছে । এবারের প্যাকেজে নতুনত্ব নিয়ে আসা হয়েছে ।
রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং কোচবিহার - তিনটি ডিপোতেই দু’টো করে বাস রাখা হবে । এর মধ্যে এসি এবং নন এসি দুই ধরনের বাস থাকছে । এছাড়া এবার প্রথম এনবিএসটিসির পক্ষ থেকে পর্যটকদের গ্যাংটক, নাথুলা ছাড়াও সিকিমের একাধিক পর্যটনক্ষেত্র ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে ।"
তাঁর কথায়, "এনবিএসটিসির বাসে পর্যটকদের সিকিমে নিয়ে গিয়ে সেখান থেকে অন্য গাড়িতে ভ্রমণ করানো হবে । এছাড়াও তরাই এবং ডুয়ার্সের কিছু নতুন জায়গা রয়েছে প্যাকেজে । প্রায় 15 থেকে 20টি রুট ঠিক করা হয়েছে । দুই রাত তিন দিন, এক রাত দুই দিন, এইভাবে প্যাকেজ ঠিক করা হয়েছে । আগামীতে পর্যটকদের কাছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে তুলে ধরা হবে ।"