ETV Bharat / state

950 টাকায় পাহাড়ের হাতছানি, ঘুরে আসুন লাভা-লোলেগাঁও - NBSTC TOUR PACKAGE

পর্যটকদের জন্য নয়া প্যাকেজ নিয়ে হাজির উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) পর্যটন বিভাগ । এই প্যাকেজে রয়েছে সিকিম ঘোরার সুুযোগ ৷

NBSTC Tour Package
কমটাকায় পাহাড় ভ্রমণের সুযোগ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2024, 8:31 PM IST

জলপাইগুড়ি, 25 অক্টোবর: জলপাইগুড়ি থেকে 950 টাকায় লাভা ও লোলেগাঁও ঘোরা ও খাওয়ার সুযোগ দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পর্যটন বিভাগ । পর্যটকদের জন্য নয়া প্যাকেজ নিয়ে হাজির এনবিএসটিসি ৷ তরাই-ডুয়ার্সের একাধিক পর্যটনক্ষেত্র তো থাকছেই, এবার প্রথম যুক্ত করা হল প্রতিবেশি রাজ্য সিকিমকেও ।

কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, পর্যটকদের মরশুমে বাসের চাহিদা রয়েছে । সেই কারণে এ বছর তরাই-ডুয়ার্স এবং সিকিম মিলিয়ে মোট 15টি থেকে 20টি রুট করা হয়েছে । শুধু তাই নয়, শিলিগুড়ি ডিপো, জলপাইগুড়ি এবং কোচবিহার ডিপোতে কেবলমাত্র পর্যটনের জন্যই দু’টি করে বাস রাখা হচ্ছে । পাশাপাশি বাগডোগরা বিমানবন্দর, নিউ জলপাইগুড়ি স্টেশন এবং তেনজিং নোরগে স্ট্যান্ড থেকে ট্যাক্সি সার্ভিস চালু করা হচ্ছে ।

NBSTC Tour Package
বিভিন্ন প্যাকেজ করা হয়েছে (নিজস্ব ছবি)

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জলপাইগুড়ি ডিপো থেকে পর্যটন পরিষেবা বাম আমলে শুরু হয়েছিল । কিন্তু কয়েক বছর চালানোর পরে তা বন্ধ করে দেওয়া হয় । এরপরে 2011 সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে ফের এই পরিষেবা চালু হয় । তারপর থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনা এবং প্রাকৃতিক দুর্যোগ ছাড়া এই পরিষেবা চালু রাখা হয়েছে ৷ পর্যটকদের চাহিদা অনুসারে, সাপ্তাহিক ট্যুরের দিকেই বেশি নজর দেওয়া হচ্ছে এনবিএসটিসি কর্তৃপক্ষের তরফে ।

তাই লাভা, লোলেগাঁও, ঝালং বিন্দু-ছাড়াও ডুয়ার্সের জঙ্গল ও ইতিহাসিক স্থানগুলিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে প্যাকেজ ট্যুর ৷ জলদাপাড়াকে কেন্দ্র করে জঙ্গল সাফারি ৷ জয়গাঁ, ফুন্টসিলিং ঘোরানোর পরে ফিরে আসার সময় জটিলেশ্বর এবং জল্পেশ মন্দিরে দর্শন ৷ গরুমারাকে কেন্দ্র করে জঙ্গল সাফারির ব্যবস্থাও প্যাকেজে রাখা হয়েছে । এবারের প্যাকেজে নতুনত্ব নিয়ে আসা হয়েছে ।

NBSTC Tour Package
উপভোগ করুন পাহাড়ের মনোরম পরিবেশ (নিজস্ব ছবি)

রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং কোচবিহার - তিনটি ডিপোতেই দু’টো করে বাস রাখা হবে । এর মধ্যে এসি এবং নন এসি দুই ধরনের বাস থাকছে । এছাড়া এবার প্রথম এনবিএসটিসির পক্ষ থেকে পর্যটকদের গ্যাংটক, নাথুলা ছাড়াও সিকিমের একাধিক পর্যটনক্ষেত্র ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে ।"

NBSTC Tour Package
950 টাকায় লাভা ও লোলেগাও ঘোরা ও খাওয়ার প্যাকেজ (নিজস্ব ছবি)

তাঁর কথায়, "এনবিএসটিসির বাসে পর্যটকদের সিকিমে নিয়ে গিয়ে সেখান থেকে অন্য গাড়িতে ভ্রমণ করানো হবে । এছাড়াও তরাই এবং ডুয়ার্সের কিছু নতুন জায়গা রয়েছে প্যাকেজে । প্রায় 15 থেকে 20টি রুট ঠিক করা হয়েছে । দুই রাত তিন দিন, এক রাত দুই দিন, এইভাবে প্যাকেজ ঠিক করা হয়েছে । আগামীতে পর্যটকদের কাছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে তুলে ধরা হবে ।"

NBSTC Tour Package
এই সুযোগ করে দিচ্ছে এনবিএসটিসি (নিজস্ব ছবি)

জলপাইগুড়ি, 25 অক্টোবর: জলপাইগুড়ি থেকে 950 টাকায় লাভা ও লোলেগাঁও ঘোরা ও খাওয়ার সুযোগ দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পর্যটন বিভাগ । পর্যটকদের জন্য নয়া প্যাকেজ নিয়ে হাজির এনবিএসটিসি ৷ তরাই-ডুয়ার্সের একাধিক পর্যটনক্ষেত্র তো থাকছেই, এবার প্রথম যুক্ত করা হল প্রতিবেশি রাজ্য সিকিমকেও ।

কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, পর্যটকদের মরশুমে বাসের চাহিদা রয়েছে । সেই কারণে এ বছর তরাই-ডুয়ার্স এবং সিকিম মিলিয়ে মোট 15টি থেকে 20টি রুট করা হয়েছে । শুধু তাই নয়, শিলিগুড়ি ডিপো, জলপাইগুড়ি এবং কোচবিহার ডিপোতে কেবলমাত্র পর্যটনের জন্যই দু’টি করে বাস রাখা হচ্ছে । পাশাপাশি বাগডোগরা বিমানবন্দর, নিউ জলপাইগুড়ি স্টেশন এবং তেনজিং নোরগে স্ট্যান্ড থেকে ট্যাক্সি সার্ভিস চালু করা হচ্ছে ।

NBSTC Tour Package
বিভিন্ন প্যাকেজ করা হয়েছে (নিজস্ব ছবি)

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জলপাইগুড়ি ডিপো থেকে পর্যটন পরিষেবা বাম আমলে শুরু হয়েছিল । কিন্তু কয়েক বছর চালানোর পরে তা বন্ধ করে দেওয়া হয় । এরপরে 2011 সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে ফের এই পরিষেবা চালু হয় । তারপর থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনা এবং প্রাকৃতিক দুর্যোগ ছাড়া এই পরিষেবা চালু রাখা হয়েছে ৷ পর্যটকদের চাহিদা অনুসারে, সাপ্তাহিক ট্যুরের দিকেই বেশি নজর দেওয়া হচ্ছে এনবিএসটিসি কর্তৃপক্ষের তরফে ।

তাই লাভা, লোলেগাঁও, ঝালং বিন্দু-ছাড়াও ডুয়ার্সের জঙ্গল ও ইতিহাসিক স্থানগুলিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে প্যাকেজ ট্যুর ৷ জলদাপাড়াকে কেন্দ্র করে জঙ্গল সাফারি ৷ জয়গাঁ, ফুন্টসিলিং ঘোরানোর পরে ফিরে আসার সময় জটিলেশ্বর এবং জল্পেশ মন্দিরে দর্শন ৷ গরুমারাকে কেন্দ্র করে জঙ্গল সাফারির ব্যবস্থাও প্যাকেজে রাখা হয়েছে । এবারের প্যাকেজে নতুনত্ব নিয়ে আসা হয়েছে ।

NBSTC Tour Package
উপভোগ করুন পাহাড়ের মনোরম পরিবেশ (নিজস্ব ছবি)

রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং কোচবিহার - তিনটি ডিপোতেই দু’টো করে বাস রাখা হবে । এর মধ্যে এসি এবং নন এসি দুই ধরনের বাস থাকছে । এছাড়া এবার প্রথম এনবিএসটিসির পক্ষ থেকে পর্যটকদের গ্যাংটক, নাথুলা ছাড়াও সিকিমের একাধিক পর্যটনক্ষেত্র ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে ।"

NBSTC Tour Package
950 টাকায় লাভা ও লোলেগাও ঘোরা ও খাওয়ার প্যাকেজ (নিজস্ব ছবি)

তাঁর কথায়, "এনবিএসটিসির বাসে পর্যটকদের সিকিমে নিয়ে গিয়ে সেখান থেকে অন্য গাড়িতে ভ্রমণ করানো হবে । এছাড়াও তরাই এবং ডুয়ার্সের কিছু নতুন জায়গা রয়েছে প্যাকেজে । প্রায় 15 থেকে 20টি রুট ঠিক করা হয়েছে । দুই রাত তিন দিন, এক রাত দুই দিন, এইভাবে প্যাকেজ ঠিক করা হয়েছে । আগামীতে পর্যটকদের কাছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে তুলে ধরা হবে ।"

NBSTC Tour Package
এই সুযোগ করে দিচ্ছে এনবিএসটিসি (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.