ETV Bharat / state

'সত্যি ঘটনা সামনে আসবেই', কলকাতায় নেমেই সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ রেখা শর্মার - চেয়ারপার্সন রেখা শর্মা

Rekha Sharma: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সন্দেশখালি ঘটনা নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে । রাজ্য পুলিশের তীব্র নিন্দা করেছেন তিনি ৷ নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে কলকাতা বিমানবন্দর থেকে সন্দেশখালি যাচ্ছেন রেখা শর্মা ও তাঁর দল ৷

National women commission chairperson
রেখা শর্মা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 12:27 PM IST

Updated : Feb 19, 2024, 2:48 PM IST

কলকাতায় নেমেই সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ রেখা শর্মার

কলকাতা, 19 ফেব্রুয়ারি: রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা । দু'দিনের রাজ্য সফরে এসেছেন তিনি । সোমবার কলকাতা বিমানবন্দরে নেমে সোজা সন্দেশখালির উদ্দেশে রওনা দেন রেখা শর্মা । তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "দু'দিনের জন্য রাজ্যে এসেছি ৷ যেকোন নির্যাতিতা মহিলা এসে আমার সঙ্গে কথা বলতে পারেন । আমার সঙ্গে আরও তিনজন মহিলা থাকছেন । আমরা সন্দেশখালি গিয়ে সকলের কথা শুনব ৷ তারপর রিপোর্ট তৈরি করে আগামিকাল রাজ্যপালের সঙ্গে দেখা করব এবং দিল্লি ফিরে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করব ।"

রাজ্য সরকারকে নিশানা করে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন, "আমরা যাওয়ার পরে জানতে পারবো একজন নাকি একাধিক মহিলা আক্রান্ত হয়েছেন । যদি একজনও আক্রান্ত হয়, তাহলেই বা কেন? যে সমস্ত আওয়াজ বাইরে আসছে পুলিশ সেগুলো বন্ধ করে দিচ্ছে । মমতাজি তাঁর অফিসারদেরকে সেন্ট্রাল এজেন্সির সঙ্গে দেখা করতে দেয় না, যাতে সত্যি ঘটনা বাইরে বেরিয়ে না আসে । আমাদের যে টিম গিয়েছিল সন্দেশখালি তাদের কাছ থেকে আমি এসব শুনেছি ৷ যারা নির্যাতিত তাদের পরিবারেরই দশজনকে গ্রেফতার করেছে পুলিশ । ওখানকার মহিলারা পুলিশের সঙ্গে কথা বলতে চাইছে না ৷ তাই আমি আজ তিনজন মহিলাকে সঙ্গে নিয়ে সেখানে যাচ্ছি ৷"

রেখা শর্মার কথায়, সত্য বাইরে আসবেই ৷ কেউ তাকে বাইরে আসা থেকে আটকাতে পারবে না ৷ নির্যাতিতাদের আত্মীয়দের গ্রেফতার করা হচ্ছে ৷ পুলিশ কী এতটাই আপারক যে শাহজাহান ও অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে না ৷ তিনি এ দিন সেই প্রশ্নই তোলেন ৷ জানা গিয়েছে, সন্দেশখালি গিয়ে জেলাশাসক এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জাতীয় মহিলা কমিশনের । দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবারও রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠকে বসবেন রেখা শর্মা। সন্দেশখালির সার্বিক আইনশৃঙ্খলা অবস্থা বিশেষ করে ওই অঞ্চলে মহিলা এবং শিশুরা ঠিক কতখানি নিরাপদ এবং তাঁদের সুরক্ষার স্বার্থে ঠিক কী কী পদক্ষেপ করা হচ্ছে, সেই নিয়েই বৈঠক করতে পারেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ।

প্রসঙ্গত, সন্দেশখালি থেকে গত সপ্তাহে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ঘুরে গিয়েছেন । ওখানে গিয়ে নির্যাতিতাদের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের বক্তব্য ভিডিওগ্রাফি করেন তাঁরা । এরপরেই সোমবার সন্দেশখালি গেলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ও তাঁর দল ৷

আরও পড়ুন:

  1. আজ রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন, যাবেন সন্দেশখালি
  2. সন্দেশখালি নিয়ে রাজ্যপালের পদক্ষেপ, চিঠি লিখে প্রশস্তি দিব্যেন্দুর; অস্বস্তিতে তৃণমূল !
  3. 'ইডি-বিজেপি সন্দেশখালিতে আগুন লাগাচ্ছে', কেষ্টগড়ে বললেন মমতা

কলকাতায় নেমেই সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ রেখা শর্মার

কলকাতা, 19 ফেব্রুয়ারি: রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা । দু'দিনের রাজ্য সফরে এসেছেন তিনি । সোমবার কলকাতা বিমানবন্দরে নেমে সোজা সন্দেশখালির উদ্দেশে রওনা দেন রেখা শর্মা । তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "দু'দিনের জন্য রাজ্যে এসেছি ৷ যেকোন নির্যাতিতা মহিলা এসে আমার সঙ্গে কথা বলতে পারেন । আমার সঙ্গে আরও তিনজন মহিলা থাকছেন । আমরা সন্দেশখালি গিয়ে সকলের কথা শুনব ৷ তারপর রিপোর্ট তৈরি করে আগামিকাল রাজ্যপালের সঙ্গে দেখা করব এবং দিল্লি ফিরে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করব ।"

রাজ্য সরকারকে নিশানা করে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন, "আমরা যাওয়ার পরে জানতে পারবো একজন নাকি একাধিক মহিলা আক্রান্ত হয়েছেন । যদি একজনও আক্রান্ত হয়, তাহলেই বা কেন? যে সমস্ত আওয়াজ বাইরে আসছে পুলিশ সেগুলো বন্ধ করে দিচ্ছে । মমতাজি তাঁর অফিসারদেরকে সেন্ট্রাল এজেন্সির সঙ্গে দেখা করতে দেয় না, যাতে সত্যি ঘটনা বাইরে বেরিয়ে না আসে । আমাদের যে টিম গিয়েছিল সন্দেশখালি তাদের কাছ থেকে আমি এসব শুনেছি ৷ যারা নির্যাতিত তাদের পরিবারেরই দশজনকে গ্রেফতার করেছে পুলিশ । ওখানকার মহিলারা পুলিশের সঙ্গে কথা বলতে চাইছে না ৷ তাই আমি আজ তিনজন মহিলাকে সঙ্গে নিয়ে সেখানে যাচ্ছি ৷"

রেখা শর্মার কথায়, সত্য বাইরে আসবেই ৷ কেউ তাকে বাইরে আসা থেকে আটকাতে পারবে না ৷ নির্যাতিতাদের আত্মীয়দের গ্রেফতার করা হচ্ছে ৷ পুলিশ কী এতটাই আপারক যে শাহজাহান ও অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে না ৷ তিনি এ দিন সেই প্রশ্নই তোলেন ৷ জানা গিয়েছে, সন্দেশখালি গিয়ে জেলাশাসক এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জাতীয় মহিলা কমিশনের । দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবারও রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠকে বসবেন রেখা শর্মা। সন্দেশখালির সার্বিক আইনশৃঙ্খলা অবস্থা বিশেষ করে ওই অঞ্চলে মহিলা এবং শিশুরা ঠিক কতখানি নিরাপদ এবং তাঁদের সুরক্ষার স্বার্থে ঠিক কী কী পদক্ষেপ করা হচ্ছে, সেই নিয়েই বৈঠক করতে পারেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ।

প্রসঙ্গত, সন্দেশখালি থেকে গত সপ্তাহে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ঘুরে গিয়েছেন । ওখানে গিয়ে নির্যাতিতাদের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের বক্তব্য ভিডিওগ্রাফি করেন তাঁরা । এরপরেই সোমবার সন্দেশখালি গেলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ও তাঁর দল ৷

আরও পড়ুন:

  1. আজ রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন, যাবেন সন্দেশখালি
  2. সন্দেশখালি নিয়ে রাজ্যপালের পদক্ষেপ, চিঠি লিখে প্রশস্তি দিব্যেন্দুর; অস্বস্তিতে তৃণমূল !
  3. 'ইডি-বিজেপি সন্দেশখালিতে আগুন লাগাচ্ছে', কেষ্টগড়ে বললেন মমতা
Last Updated : Feb 19, 2024, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.