ETV Bharat / state

ন্যাশনাল মেডিক্যালের গেটে তালা, সন্দীপ ঘোষকে অধ্যক্ষ মানছেন না চিকিৎসক পড়ুয়ারা - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Calcutta National Medical College: আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে নিজেদের অধ্যক্ষ হিসেবে মানছেন না ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়ারা ৷ মঙ্গলবার সকাল থেকেই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা ৷

Calcutta National Medical College
ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের গেটে তালা (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 10:39 PM IST

Updated : Aug 12, 2024, 11:10 PM IST

কলকাতা, 12 অগস্ট: আরজি কর থেকে পদত্যাগ করা সন্দীপ ঘোষকে নতুন অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ ৷ তাঁকে ঢুকতে দেওয়া হবে না বলে এবার আন্দোলনে নামলেন ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়ারা । স্বাস্থ্য ভবনের নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই অবস্থানে বসেছেন ওই পড়ুয়ারা। সোমবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের গেটে তালাও দিয়ে দেন তাঁরা । যাতে কোনওভাবেই নতুন অধ্যক্ষ হাসপাতালের ভিতরে প্রবেশ করতে না পারেন । এমনকী আগামিকাল মঙ্গলবার সকাল থেকেই তাঁদের আন্দোলন চলবে বলে জানিয়ে দেন ওই আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়ারা ।

ন্যাশনাল মেডিক্যালের গেটে তালা, (ইটিভি ভারত)
আরজি কর হাসপাতাল থেকে সন্দীপ পদত্যাগপত্র জমা দেওয়ার পরেই সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক হয় স্বাস্থ্যভবনে । সেই বৈঠকের পর জানা যায়, আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগপত্র গ্রহণ করেনি স্বাস্থ্যভবন । উলটে তাঁকে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় । আর তারপর থেকেই ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে চড়তে থাকে আন্দোলনের পারদ ।

মেডিক্যাল কলেজের দরজা এবং অধ্যক্ষের দরজায় তালা দিয়ে দেন আন্দোলনরত পড়ুয়ারা । এমনকী ওই হাসপাতালে চিকিৎসক পড়ুয়াদের কথা অনুযায়ী জানা গিয়েছে, মঙ্গলবার যখন মেডিক্যাল কলেজে আসবেন নতুন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তখন তাঁকে তখন গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হবে । সোমবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ থেকে সরানো হয় অজয় রায়কে ৷ তাঁকে কোনও জায়গায় স্থানান্তরিত করা হল তা নিয়ে সুনিশ্চিত কিছু জানায়নি স্বাস্থ্য ভবন ৷ অপরদিকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষের দায়িত্বে আসেন সুরিতা পাল ৷

কলকাতা, 12 অগস্ট: আরজি কর থেকে পদত্যাগ করা সন্দীপ ঘোষকে নতুন অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ ৷ তাঁকে ঢুকতে দেওয়া হবে না বলে এবার আন্দোলনে নামলেন ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়ারা । স্বাস্থ্য ভবনের নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই অবস্থানে বসেছেন ওই পড়ুয়ারা। সোমবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের গেটে তালাও দিয়ে দেন তাঁরা । যাতে কোনওভাবেই নতুন অধ্যক্ষ হাসপাতালের ভিতরে প্রবেশ করতে না পারেন । এমনকী আগামিকাল মঙ্গলবার সকাল থেকেই তাঁদের আন্দোলন চলবে বলে জানিয়ে দেন ওই আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়ারা ।

ন্যাশনাল মেডিক্যালের গেটে তালা, (ইটিভি ভারত)
আরজি কর হাসপাতাল থেকে সন্দীপ পদত্যাগপত্র জমা দেওয়ার পরেই সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক হয় স্বাস্থ্যভবনে । সেই বৈঠকের পর জানা যায়, আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগপত্র গ্রহণ করেনি স্বাস্থ্যভবন । উলটে তাঁকে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় । আর তারপর থেকেই ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে চড়তে থাকে আন্দোলনের পারদ ।

মেডিক্যাল কলেজের দরজা এবং অধ্যক্ষের দরজায় তালা দিয়ে দেন আন্দোলনরত পড়ুয়ারা । এমনকী ওই হাসপাতালে চিকিৎসক পড়ুয়াদের কথা অনুযায়ী জানা গিয়েছে, মঙ্গলবার যখন মেডিক্যাল কলেজে আসবেন নতুন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তখন তাঁকে তখন গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হবে । সোমবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ থেকে সরানো হয় অজয় রায়কে ৷ তাঁকে কোনও জায়গায় স্থানান্তরিত করা হল তা নিয়ে সুনিশ্চিত কিছু জানায়নি স্বাস্থ্য ভবন ৷ অপরদিকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষের দায়িত্বে আসেন সুরিতা পাল ৷

Last Updated : Aug 12, 2024, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.