ETV Bharat / state

ফের ধস পাহাড়ে, উলটে গেল যাত্রীবাহী গাড়ি ; বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক - LANDSLIDE IN SIKKIM - LANDSLIDE IN SIKKIM

10 NH Shuts Down over Landslide: একটানা বৃষ্টিতে ফের ধস পাহাড়ে ৷ উলটে গেল যাত্রীবাহী গাড়ি ৷ যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বন্ধ করা হল 10 নম্বর জাতীয় সড়ক ৷

10 NH Shuts Down over Landslide
বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 1:12 PM IST

কালিম্পং, 29 জুন: 48 ঘণ্টা কাটতে না কাটতেই ফের বন্ধ হল 10 নম্বর জাতীয় সড়ক । শুক্রবার রাত থেকে টানা বৃষ্টির জেরে ফের ধস নামল পাহাড়ের একাধিক জায়গায় । ধসের জেরে বন্ধ হয়ে গেল বাংলা-সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক ।

ফের ধস পাহাড়ে (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টানা বৃষ্টির জেরে শনিবার ভোরবেলায় 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটে । কালিম্পং জেলার লিকুভির, 27 মাইল, 29 মাইলে ধসের ঘটনা ঘটে । 27 মাইলে ধসের কারণে উলটে যায় একটি যাত্রীবাহী গাড়িও । ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী । পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যায় ।

এদিকে, একাধিক জায়গায় ধসের কারণে বন্ধ করে দেওয়া হয় 10 নম্বর জাতীয় সড়ক । সাধারণ মানুষের নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হয় সম্পূর্ণ যান চলাচল ব্যবস্থা । ফলে বেশ বিপাকে পড়েছেন পর্যটক থেকে নিত্যযাত্রীর । সেবক ব্রিজ থেকে গরুবাথান হয়ে লাভা এবং সেখান থেকে কালিম্পং পর্যন্ত যান চলাচলে নির্দেশ দিয়েছে প্রশাসন । এই বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালাসুভ্রমনিয়াম টি বলেন, "লিকুভির-সহ 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসের কারণে ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে । ইতিমধ্যে সড়কের কাজ শুরু হয়েছে । তবে তা ঝুঁকিপূর্ণ বলে বিকল্পপথে চলাচল করানো হচ্ছে সমস্ত গাড়িকে ।"

গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি সিকিমেও ফের একবার নতুন করে ধসের ঘটনা ঘটে ৷ কালিম্পং ও লিকুভিরে ধস নামায় সবচেয়ে বেশি ক্ষতি হয় 10 নম্বর জাতীয় সড়কে ৷ ফলে শিলিগুড়ি থেকে সিকিমগামী সমস্ত গাড়ি গরুবাথান থেকে ঘুরিয়ে চালানো হয় ৷ লিকুভিরে যেসব জায়গায় ধস নামে, সেখানে ধস সরিয়ে রাস্তা ঠিক করার কাজ শুরু করে প্রশাসন ৷ কিন্তু লাগাতার বৃষ্টির কারণে সেই কাজে ব্যাঘাত ঘটে ৷ ফলে নতুন করে ধস নামার আশঙ্কা ছিল প্রশাসনের আগে থেকেই ৷ দু'দিনের মধ্যে সেই আশঙ্কাই সত্য়ি হল ৷

কালিম্পং, 29 জুন: 48 ঘণ্টা কাটতে না কাটতেই ফের বন্ধ হল 10 নম্বর জাতীয় সড়ক । শুক্রবার রাত থেকে টানা বৃষ্টির জেরে ফের ধস নামল পাহাড়ের একাধিক জায়গায় । ধসের জেরে বন্ধ হয়ে গেল বাংলা-সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক ।

ফের ধস পাহাড়ে (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টানা বৃষ্টির জেরে শনিবার ভোরবেলায় 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটে । কালিম্পং জেলার লিকুভির, 27 মাইল, 29 মাইলে ধসের ঘটনা ঘটে । 27 মাইলে ধসের কারণে উলটে যায় একটি যাত্রীবাহী গাড়িও । ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী । পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যায় ।

এদিকে, একাধিক জায়গায় ধসের কারণে বন্ধ করে দেওয়া হয় 10 নম্বর জাতীয় সড়ক । সাধারণ মানুষের নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হয় সম্পূর্ণ যান চলাচল ব্যবস্থা । ফলে বেশ বিপাকে পড়েছেন পর্যটক থেকে নিত্যযাত্রীর । সেবক ব্রিজ থেকে গরুবাথান হয়ে লাভা এবং সেখান থেকে কালিম্পং পর্যন্ত যান চলাচলে নির্দেশ দিয়েছে প্রশাসন । এই বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালাসুভ্রমনিয়াম টি বলেন, "লিকুভির-সহ 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসের কারণে ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে । ইতিমধ্যে সড়কের কাজ শুরু হয়েছে । তবে তা ঝুঁকিপূর্ণ বলে বিকল্পপথে চলাচল করানো হচ্ছে সমস্ত গাড়িকে ।"

গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি সিকিমেও ফের একবার নতুন করে ধসের ঘটনা ঘটে ৷ কালিম্পং ও লিকুভিরে ধস নামায় সবচেয়ে বেশি ক্ষতি হয় 10 নম্বর জাতীয় সড়কে ৷ ফলে শিলিগুড়ি থেকে সিকিমগামী সমস্ত গাড়ি গরুবাথান থেকে ঘুরিয়ে চালানো হয় ৷ লিকুভিরে যেসব জায়গায় ধস নামে, সেখানে ধস সরিয়ে রাস্তা ঠিক করার কাজ শুরু করে প্রশাসন ৷ কিন্তু লাগাতার বৃষ্টির কারণে সেই কাজে ব্যাঘাত ঘটে ৷ ফলে নতুন করে ধস নামার আশঙ্কা ছিল প্রশাসনের আগে থেকেই ৷ দু'দিনের মধ্যে সেই আশঙ্কাই সত্য়ি হল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.