ETV Bharat / state

কলকাতাই এসেই স্বামী স্মরণানন্দকে দেখতে হাসপাতালে মোদি - স্বামী স্মরণানন্দ

PM Modi in Kolkata: মঙ্গলবার সন্ধেয় কলকাতায় পা দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোজা চলে গেলেন হাসপাতালে ৷ সেখনে চিকিৎসাধীন স্বামী স্মরণানন্দকে দেখতে গেলেন তিনি ৷ হাসপাতালে পৌঁছে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবরও নেন প্রধানমন্ত্রী।

স্মরণানন্দকে দেখতে হাসপাতালে মোদি
PM Modi in Kolkata
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 8:02 PM IST

Updated : Mar 5, 2024, 8:18 PM IST

কলকাতা, 5 মার্চ: হাসপাতালে ভরতি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ। শিশুমঙ্গল হাসপাতালে ভরতি তিনি। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় পা রেখেই তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বারাসতের সভা উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরে নেমে সেখান থেকে তিনি সোজা চলে যান শিশুমঙ্গল হাসপাতালে। মিনিট দশেক হাসপাতালে থাকেন তিনি। স্বামীর স্মরণানন্দ মহারাজকে সঙ্গে দেখা করেন ও তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী।

এদিন ঠিক সন্ধ্যা সাতটা চার মিনিট নাগাদ শিশুমঙ্গলে আসেন তিনি। তারপর হাসপাতাল থেকে বেড়িয়ে যান সাতটা তেরো নাগাদ। প্রধানমন্ত্রী আসা এবং যাওয়া, দু'টি সময়েই আমজনতার থেকে উঠে আসে 'জয় শ্রী রাম' স্লোগান। এমনকী মহারাজকে দেখে ফিরে যাওয়ার সময় সাধারণ মানুষকে লক্ষ্য করে হাত নাড়তেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। প্রসঙ্গত, দিন পাঁচেক আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্মরণানন্দ মহারাজ। সেই সময় তাঁকে ভরতি করা হয় হাসপাতালে। রবিবার তাঁর শারীরিক অবস্থার বেশ কিছু অবনতি ঘটে বলেও শোনা যায় ৷

তাঁর চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড। তাঁর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে 92 বছর বয়সি মহারাজের। হাসপাতাল সূত্রে খবর, মহারাজের যা সমস্যা দেখা দিয়েছে, তাঁর অধিকাংশই বয়সজনিত। স্নায়ু এবং অন্যান্য বিভাগের চিকিৎসকেরাও তাঁকে দেখছেন। অন্যদিকে, তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সোশাল মিডিয়ায় (এক্স) পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অন্যদিকে, এর আগে চলতি মাসের প্রথম ও দ্বিতীয় দিন বঙ্গ সফরে এসেছিলেন নরেন্দ্র মোদি। 1 মার্চ হুগলির আরামবাগে ও 2 মার্চ নদিয়ার কৃষ্ণনগরে জনসভা শেষ করে তিনি বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

আরও পড়ুন:

  1. মঙ্গলে শহরে প্রধানমন্ত্রী, বুধে একাধিক কর্মসূচি, আঁটোসাঁটো নিরাপত্তা শহরজুড়ে
  2. শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা, সভাস্থল পরিদর্শনে জেলা নেতৃত্ব
  3. বারাসতে সভার আগে মঙ্গলের রাতেই কলকাতায় মোদি, থাকবেন রাজভবনে

কলকাতা, 5 মার্চ: হাসপাতালে ভরতি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ। শিশুমঙ্গল হাসপাতালে ভরতি তিনি। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় পা রেখেই তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বারাসতের সভা উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরে নেমে সেখান থেকে তিনি সোজা চলে যান শিশুমঙ্গল হাসপাতালে। মিনিট দশেক হাসপাতালে থাকেন তিনি। স্বামীর স্মরণানন্দ মহারাজকে সঙ্গে দেখা করেন ও তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী।

এদিন ঠিক সন্ধ্যা সাতটা চার মিনিট নাগাদ শিশুমঙ্গলে আসেন তিনি। তারপর হাসপাতাল থেকে বেড়িয়ে যান সাতটা তেরো নাগাদ। প্রধানমন্ত্রী আসা এবং যাওয়া, দু'টি সময়েই আমজনতার থেকে উঠে আসে 'জয় শ্রী রাম' স্লোগান। এমনকী মহারাজকে দেখে ফিরে যাওয়ার সময় সাধারণ মানুষকে লক্ষ্য করে হাত নাড়তেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। প্রসঙ্গত, দিন পাঁচেক আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্মরণানন্দ মহারাজ। সেই সময় তাঁকে ভরতি করা হয় হাসপাতালে। রবিবার তাঁর শারীরিক অবস্থার বেশ কিছু অবনতি ঘটে বলেও শোনা যায় ৷

তাঁর চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড। তাঁর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে 92 বছর বয়সি মহারাজের। হাসপাতাল সূত্রে খবর, মহারাজের যা সমস্যা দেখা দিয়েছে, তাঁর অধিকাংশই বয়সজনিত। স্নায়ু এবং অন্যান্য বিভাগের চিকিৎসকেরাও তাঁকে দেখছেন। অন্যদিকে, তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সোশাল মিডিয়ায় (এক্স) পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অন্যদিকে, এর আগে চলতি মাসের প্রথম ও দ্বিতীয় দিন বঙ্গ সফরে এসেছিলেন নরেন্দ্র মোদি। 1 মার্চ হুগলির আরামবাগে ও 2 মার্চ নদিয়ার কৃষ্ণনগরে জনসভা শেষ করে তিনি বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

আরও পড়ুন:

  1. মঙ্গলে শহরে প্রধানমন্ত্রী, বুধে একাধিক কর্মসূচি, আঁটোসাঁটো নিরাপত্তা শহরজুড়ে
  2. শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা, সভাস্থল পরিদর্শনে জেলা নেতৃত্ব
  3. বারাসতে সভার আগে মঙ্গলের রাতেই কলকাতায় মোদি, থাকবেন রাজভবনে
Last Updated : Mar 5, 2024, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.