ETV Bharat / state

এপ্রিল থেকেই  সরকারি কর্মচারীদের অতিরিক্ত চার শতাংশ মহার্ঘ ভাতা, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন - STATE GOVERNMENT EMPLOYEES

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 6:18 PM IST

Updated : Jun 11, 2024, 6:58 PM IST

DA for State Government Employee: পূর্ব ঘোষণা মতো এপ্রিল থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন ৷ মঙ্গলবার সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে ৷

ETV BHARAT
নবান্ন (নিজস্ব চিত্র)

কলকাতা, 11 জুন: থমকে ছিল লোকসভা নির্বাচনের জন্য ৷ নির্বাচন মিটতেই মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বড়সড় ঘোষণা রাজ্য সরকারের ৷ আজ অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, চলতি 2024-25 অর্থবর্ষের শুরু অর্থাৎ, এপ্রিল মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের অতিরিক্ত চার শতাংশ ডিএ দেওয়া হবে ৷ আগেই এই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়েছিলেন, মে মাস নয়, বদলে একমাস আগে থেকে সরকারি কর্মীদের ডিএ দেবে রাজ্য সরকার ৷ নির্বাচন মিটতেই সেই ঘোষণায় সিলমোহর দিলেন বাংলার প্রশাসনিক প্রধান ৷

বুধবার জামাই ষষ্ঠী ৷ আর তার আগে সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য ৷ আগে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল মহার্ঘ ভাতা বা ডিএ মে মাস থেকে দেওয়া হবে ৷ মঙ্গলবার নবান্নে এক উচ্চপর্যয়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মে নয়, এপ্রিল মাস থেকে বর্ধিত হারে দেওয়া হবে মহার্ঘ ভাতা ৷ এদিন বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে ৷ ইতি মধ্যেই জুন মাসের বেতনে, মে মাসের বর্ধিত হারে মহার্ঘ ভাতা পেয়েছেন সরকারি কর্মচারীরা ৷ খুব শীঘ্রই তাঁরা এপ্রিল মাসের বর্ধিত ডিএ পাবেন বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 1 মে নয়, এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ দেওয়ার বিষয়টি ৷ যদিও, সেই সময় নির্বাচনী আচরণবিধি চালু থাকার জন্য তা, লাগু করা সম্ভব ছিল না ৷ তবে, নির্বাচন মিটতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ এনিয়ে সরকারি কর্মীদের একাংশের দাবি, আরও একবার মুখ্যমন্ত্রী তাঁর দেওয়া কথা রেখেছেন ৷ সেই সঙ্গে জামাই ষষ্ঠীর দিন সরকারি কর্মচারীদের অর্ধ-দিবস ছুটির বিজ্ঞপ্তিও জারি করেছে নবান্ন ৷ তবে, কেন্দ্রীয় হারে ডিএ-র যে দাবি, তার থেকে পিছু হটার কোনও প্রশ্ন নেই বলে জানিয়েছে আন্দোলনকারী সরকারি কর্মীরা ৷

কলকাতা, 11 জুন: থমকে ছিল লোকসভা নির্বাচনের জন্য ৷ নির্বাচন মিটতেই মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বড়সড় ঘোষণা রাজ্য সরকারের ৷ আজ অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, চলতি 2024-25 অর্থবর্ষের শুরু অর্থাৎ, এপ্রিল মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের অতিরিক্ত চার শতাংশ ডিএ দেওয়া হবে ৷ আগেই এই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়েছিলেন, মে মাস নয়, বদলে একমাস আগে থেকে সরকারি কর্মীদের ডিএ দেবে রাজ্য সরকার ৷ নির্বাচন মিটতেই সেই ঘোষণায় সিলমোহর দিলেন বাংলার প্রশাসনিক প্রধান ৷

বুধবার জামাই ষষ্ঠী ৷ আর তার আগে সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য ৷ আগে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল মহার্ঘ ভাতা বা ডিএ মে মাস থেকে দেওয়া হবে ৷ মঙ্গলবার নবান্নে এক উচ্চপর্যয়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মে নয়, এপ্রিল মাস থেকে বর্ধিত হারে দেওয়া হবে মহার্ঘ ভাতা ৷ এদিন বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে ৷ ইতি মধ্যেই জুন মাসের বেতনে, মে মাসের বর্ধিত হারে মহার্ঘ ভাতা পেয়েছেন সরকারি কর্মচারীরা ৷ খুব শীঘ্রই তাঁরা এপ্রিল মাসের বর্ধিত ডিএ পাবেন বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 1 মে নয়, এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ দেওয়ার বিষয়টি ৷ যদিও, সেই সময় নির্বাচনী আচরণবিধি চালু থাকার জন্য তা, লাগু করা সম্ভব ছিল না ৷ তবে, নির্বাচন মিটতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ এনিয়ে সরকারি কর্মীদের একাংশের দাবি, আরও একবার মুখ্যমন্ত্রী তাঁর দেওয়া কথা রেখেছেন ৷ সেই সঙ্গে জামাই ষষ্ঠীর দিন সরকারি কর্মচারীদের অর্ধ-দিবস ছুটির বিজ্ঞপ্তিও জারি করেছে নবান্ন ৷ তবে, কেন্দ্রীয় হারে ডিএ-র যে দাবি, তার থেকে পিছু হটার কোনও প্রশ্ন নেই বলে জানিয়েছে আন্দোলনকারী সরকারি কর্মীরা ৷

Last Updated : Jun 11, 2024, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.