ETV Bharat / state

রাজ্যের মুসলিমরা চাকরি-উন্নয়ন চান না, তাই ভোট দেন মমতাকে; ভরাডুবিতে সাফাই শুভেন্দুর - LOK SABHA ELECTION RESULTS 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Suvendu Adhikari on Defeat: লোকসভা নির্বাচনে রাজ্যে ভরাডুবির পর শাসকদল তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসনের নিন্দায় সরব হলেন শুভেন্দু অধিকারী ৷ এদিন হারের পর সাংবাদিক সম্মেলন করেন বিধানসভার বিরোধী দলনেতা ৷

Suvendu Adhikari on Defeat
শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 11:09 AM IST

কাঁথি, 4 জুন: ভোটের ফলাফল সামনে আসার পর কাঁথির বিজেপি জেলা কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি কড়া ভাষায় শাসকদল ও রাজ্যের পুলিশ-প্রশাসনের নিন্দায় সরব হন ৷ এর পাশাপাশি, রাজ্যের অধিকাংশ মুসলিমদের উন্নয়ন বিমুখ বলেন ৷

লোকসভা ভোটের ফলাফলে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "আসন সংখ্যার নিরিখে আমরা 21টি আসন পাবো বলে মনে করেছিলাম ৷ 21 সালে 77টা বিধানসভায় আমরা জিতেছিলাম ৷ এবার একশোর কাছাকাছি বিধানসভাতে আমাদের লিড ছিল ৷ এবারের লোকসভা ভোটে আমরা 12টিতে জয়লাভ করেছি ৷ একটি-দুটিতে গণনা চলছে ৷"

এর সঙ্গেই তিনি বলেন, "আমরা কেন্দ্রে 300-এর কাছাকাছি আসন জিতে ক্ষমতায় এসেছে ৷ কোনও ভাবে তৃণমূলের প্ররোচনায় পা দিতে বারণ করছি ৷ 2021 এর মতো পোস্ট পোল ভায়লেন্স হবে ধরে নিয়ে আমরা কনট্রোল রুম খুলেছি ৷ আমরা নির্বাচন কমিশনের কাছে কৃতজ্ঞ যে, ভোট মেটার পরও 15 তারিখ পর্যন্ত প্রায় 400 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রাখছে ৷"

এর পর বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 7 লক্ষেরও বেশি ব্যবধানে জয়লাভের প্রসঙ্গে নাম না করে বলেন, "2004 সালে অনিল বসু 6 লক্ষের বেশি ভোটে জয়লাভ করেছিলেন ৷ কিন্তু পরের ভোটে তাঁকে খুঁজেও পাওয়া যায়নি ৷ যে নন্দীগ্রামে আমি 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলাম, সেখানে এই ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কয়েক হাজার ভোটে লিড দেওয়ার জন্য, জিতিয়ে দেওয়ার জন্য এখানকার মানুষকে ভোট দিয়েছেন ৷ তার জন্য আমি তাদের কৃতজ্ঞতা জানাই ৷"

রাজ্যের অধিকাংশ মুসলিমদের উদ্দেশ্য়ে তিনি বলেন, "এ রাজ্যের অধিকাংশ মুসলিমরা চাকরি চান না, পরিশুদ্ধ পানীয় জন চান না ৷ নিজেদের উন্নয়ন চান না ৷ তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন ৷ রাজ্যের মুসলমানদের প্রায় 90 শতাংশ মমতাকে ভোট দিয়েছেন ৷ তাই তৃণমূল 46 শতাংশ ভোট দেওয়া হয়েছে ৷ দিলীপ ঘোষকে তো হারিয়ে দেওয়া হয়েছে ৷ এটা কি প্রকৃত ভোটের ফলাফল?"

দিলীপ ঘোষকে পুনরায় রাজ্য সভাপতি দাবি প্রসঙ্গে শুভেন্দু জানান, এ বিষয়ে আমি কোনও মন্তব্য করব না ৷ আমি তো আর রাজ্য সভাপতি ঠিক করি না ৷ আমাদের আরও কাজ করতে হবে ৷ আমরা একমাত্র বিরোধী পার্টি যাদের জনগণ স্বীকৃতি দিয়েছে ৷ আপনি জিতলে যেমন পুষ্পবৃষ্টি হবে, তেমনই হারলে তিরস্কার শুনতে হবে ৷ শেষে সন্দেশখালির নিয়ে শুভেন্দু জানান, ওখানে পরাজয়ের কোনও কারণ নেই ৷ সেখানে পুলিশ প্রশাসনের ম্যাল প্র্যাকটিস হয়েছে ৷ ওখানে আশ্চর্য-আশ্চর্য ফল হয়েছে ৷ এ রাজ্যে আমাদের লড়াই চলছে চলবে ৷

কাঁথি, 4 জুন: ভোটের ফলাফল সামনে আসার পর কাঁথির বিজেপি জেলা কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি কড়া ভাষায় শাসকদল ও রাজ্যের পুলিশ-প্রশাসনের নিন্দায় সরব হন ৷ এর পাশাপাশি, রাজ্যের অধিকাংশ মুসলিমদের উন্নয়ন বিমুখ বলেন ৷

লোকসভা ভোটের ফলাফলে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "আসন সংখ্যার নিরিখে আমরা 21টি আসন পাবো বলে মনে করেছিলাম ৷ 21 সালে 77টা বিধানসভায় আমরা জিতেছিলাম ৷ এবার একশোর কাছাকাছি বিধানসভাতে আমাদের লিড ছিল ৷ এবারের লোকসভা ভোটে আমরা 12টিতে জয়লাভ করেছি ৷ একটি-দুটিতে গণনা চলছে ৷"

এর সঙ্গেই তিনি বলেন, "আমরা কেন্দ্রে 300-এর কাছাকাছি আসন জিতে ক্ষমতায় এসেছে ৷ কোনও ভাবে তৃণমূলের প্ররোচনায় পা দিতে বারণ করছি ৷ 2021 এর মতো পোস্ট পোল ভায়লেন্স হবে ধরে নিয়ে আমরা কনট্রোল রুম খুলেছি ৷ আমরা নির্বাচন কমিশনের কাছে কৃতজ্ঞ যে, ভোট মেটার পরও 15 তারিখ পর্যন্ত প্রায় 400 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রাখছে ৷"

এর পর বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 7 লক্ষেরও বেশি ব্যবধানে জয়লাভের প্রসঙ্গে নাম না করে বলেন, "2004 সালে অনিল বসু 6 লক্ষের বেশি ভোটে জয়লাভ করেছিলেন ৷ কিন্তু পরের ভোটে তাঁকে খুঁজেও পাওয়া যায়নি ৷ যে নন্দীগ্রামে আমি 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলাম, সেখানে এই ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কয়েক হাজার ভোটে লিড দেওয়ার জন্য, জিতিয়ে দেওয়ার জন্য এখানকার মানুষকে ভোট দিয়েছেন ৷ তার জন্য আমি তাদের কৃতজ্ঞতা জানাই ৷"

রাজ্যের অধিকাংশ মুসলিমদের উদ্দেশ্য়ে তিনি বলেন, "এ রাজ্যের অধিকাংশ মুসলিমরা চাকরি চান না, পরিশুদ্ধ পানীয় জন চান না ৷ নিজেদের উন্নয়ন চান না ৷ তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন ৷ রাজ্যের মুসলমানদের প্রায় 90 শতাংশ মমতাকে ভোট দিয়েছেন ৷ তাই তৃণমূল 46 শতাংশ ভোট দেওয়া হয়েছে ৷ দিলীপ ঘোষকে তো হারিয়ে দেওয়া হয়েছে ৷ এটা কি প্রকৃত ভোটের ফলাফল?"

দিলীপ ঘোষকে পুনরায় রাজ্য সভাপতি দাবি প্রসঙ্গে শুভেন্দু জানান, এ বিষয়ে আমি কোনও মন্তব্য করব না ৷ আমি তো আর রাজ্য সভাপতি ঠিক করি না ৷ আমাদের আরও কাজ করতে হবে ৷ আমরা একমাত্র বিরোধী পার্টি যাদের জনগণ স্বীকৃতি দিয়েছে ৷ আপনি জিতলে যেমন পুষ্পবৃষ্টি হবে, তেমনই হারলে তিরস্কার শুনতে হবে ৷ শেষে সন্দেশখালির নিয়ে শুভেন্দু জানান, ওখানে পরাজয়ের কোনও কারণ নেই ৷ সেখানে পুলিশ প্রশাসনের ম্যাল প্র্যাকটিস হয়েছে ৷ ওখানে আশ্চর্য-আশ্চর্য ফল হয়েছে ৷ এ রাজ্যে আমাদের লড়াই চলছে চলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.