ETV Bharat / state

যুবক মৃত্যুর তদন্তে নেমে উদ্ধার 85টি তাজা সকেট বোমা ! চাঞ্চল্য ডোমকলে - BOMB RECOVERED FROM MURSHIDABAD

পরিবারের দাবি, বোমা বাঁধার কাজ করতেন মৃত যুবক ৷ সেই যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত করতে গিয়ে চোখ কপালে উঠল পুলিশ-প্রশাসনের ৷

BOMB RECOVERED FROM MURSHIDABAD
উদ্ধার 85টি তাজা সকেট বোমা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2024, 12:53 PM IST

মুর্শিদাবাদ, 19 অক্টোবর: এক যুবকের 'রহস্য মৃত্যু'র তদন্ত করতে গিয়েছিলেন পুলিশ কর্মীরা ৷ এলাকায় গিয়ে রীতিমতো চমকে গেলেন তাঁরা ৷ ওই মৃত্যুর তদন্তে নেমে উদ্ধার হল 85টি তাজা সকেট বোমা ৷ ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলের মেহেদীপাড়া এলাকায় ৷

ঘটনার সূত্রপাত বুধবার ৷ দেশি বোমা বাঁধতে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পান ডোমকল থানার পুলিশ ৷ মৃত ব্যক্তির নাম মোমিন মণ্ডল ৷ ঘটনার তদন্ত করতে এলাকায় যান পুলিশ কর্মীরা ৷ শুরু হয় তল্লাশি ৷ চোরপাড়া এলাকায় তল্লাশি করার সময় 85টি তাজা সকেট বোমা উদ্ধার করেন তাঁরা ৷ এই বিপুল সংখ্যক সকেট বোমা দেখে চমকে যান ঘটনার তদন্তে আসা পুলিশকর্মীরা ৷

চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলে (নিজস্ব চিত্র)

শুক্রবার ঘটনার তদন্তের জন্য ডেকে পাঠানো হয় 'বোম ডিটেকশন টিম'কে ৷ এলাকায় বিপুল পরিমাণ বোমা কোথা থেকে এল ? এলাকায় আরও বোমা বা বারুদ মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখেন তাঁরা ৷ তবে ডোমকলে একসঙ্গে এতো তাজা সকেট বোমা উদ্ধার হওয়ায় নড়ে চড়ে বসেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ-প্রশাসন ।

এদিকে মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে দেশি বোমা বাঁধার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ এই কাজে তাঁর সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে ঘটনাটি সঠিক কোন জায়গায় হয়েছে, তা নিয়ে এখনও দ্বন্দ্বে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, যে এলাকায় দেহটি পাওয়া গিয়েছে, সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেনি । অন্য কোনও জায়গায় বোমা তৈরির সময় বিস্ফোরণের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে । তারপর রাতের অন্ধকারে দেহটি মেহেদীপাড়া এলাকায় ফেলে রেখে গিয়েছে ।

মৃত মোমিনের ছেলে মুন্না মণ্ডল বলেন, "বাবা স্থায়ী কোনও কাজ করতেন না ৷ তবে বোমা বাঁধার কাজটা করতেন ৷ রোজ বিকেলে খাওয়ার পর বাড়ি থেকে বেড়িয়ে যেতেন তিনি ৷ রাতে আর বাড়ি ফিরতেন না ৷ কোথায় থাকতেন ? কাদের সঙ্গে এই কাজ করতেন ? কিছুই জানিনা ৷"

মুর্শিদাবাদে বোমা বাঁধার কাজ দিনের পর দিন বেড়েই চলেছে ৷ নির্বাচনী আবহে বোমা তৈরি করতে গিয়ে আহত বা নিহত হওয়ার ঘটনা নতুন কিছু নয় ৷ তবে বর্তমানে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে ৷ এখন প্রায় সারা বছরই চলছে বোমা বাঁধার কাজ ৷ আর তা নিয়ে পুলিশ প্রশাসনের চিন্তা ক্রমশ বাড়ছে ৷

আরও পড়ুন:

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি, সালারে জখম এক পুলিশকর্মী

মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত 1

মুর্শিদাবাদ, 19 অক্টোবর: এক যুবকের 'রহস্য মৃত্যু'র তদন্ত করতে গিয়েছিলেন পুলিশ কর্মীরা ৷ এলাকায় গিয়ে রীতিমতো চমকে গেলেন তাঁরা ৷ ওই মৃত্যুর তদন্তে নেমে উদ্ধার হল 85টি তাজা সকেট বোমা ৷ ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলের মেহেদীপাড়া এলাকায় ৷

ঘটনার সূত্রপাত বুধবার ৷ দেশি বোমা বাঁধতে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পান ডোমকল থানার পুলিশ ৷ মৃত ব্যক্তির নাম মোমিন মণ্ডল ৷ ঘটনার তদন্ত করতে এলাকায় যান পুলিশ কর্মীরা ৷ শুরু হয় তল্লাশি ৷ চোরপাড়া এলাকায় তল্লাশি করার সময় 85টি তাজা সকেট বোমা উদ্ধার করেন তাঁরা ৷ এই বিপুল সংখ্যক সকেট বোমা দেখে চমকে যান ঘটনার তদন্তে আসা পুলিশকর্মীরা ৷

চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলে (নিজস্ব চিত্র)

শুক্রবার ঘটনার তদন্তের জন্য ডেকে পাঠানো হয় 'বোম ডিটেকশন টিম'কে ৷ এলাকায় বিপুল পরিমাণ বোমা কোথা থেকে এল ? এলাকায় আরও বোমা বা বারুদ মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখেন তাঁরা ৷ তবে ডোমকলে একসঙ্গে এতো তাজা সকেট বোমা উদ্ধার হওয়ায় নড়ে চড়ে বসেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ-প্রশাসন ।

এদিকে মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে দেশি বোমা বাঁধার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ এই কাজে তাঁর সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে ঘটনাটি সঠিক কোন জায়গায় হয়েছে, তা নিয়ে এখনও দ্বন্দ্বে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, যে এলাকায় দেহটি পাওয়া গিয়েছে, সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেনি । অন্য কোনও জায়গায় বোমা তৈরির সময় বিস্ফোরণের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে । তারপর রাতের অন্ধকারে দেহটি মেহেদীপাড়া এলাকায় ফেলে রেখে গিয়েছে ।

মৃত মোমিনের ছেলে মুন্না মণ্ডল বলেন, "বাবা স্থায়ী কোনও কাজ করতেন না ৷ তবে বোমা বাঁধার কাজটা করতেন ৷ রোজ বিকেলে খাওয়ার পর বাড়ি থেকে বেড়িয়ে যেতেন তিনি ৷ রাতে আর বাড়ি ফিরতেন না ৷ কোথায় থাকতেন ? কাদের সঙ্গে এই কাজ করতেন ? কিছুই জানিনা ৷"

মুর্শিদাবাদে বোমা বাঁধার কাজ দিনের পর দিন বেড়েই চলেছে ৷ নির্বাচনী আবহে বোমা তৈরি করতে গিয়ে আহত বা নিহত হওয়ার ঘটনা নতুন কিছু নয় ৷ তবে বর্তমানে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে ৷ এখন প্রায় সারা বছরই চলছে বোমা বাঁধার কাজ ৷ আর তা নিয়ে পুলিশ প্রশাসনের চিন্তা ক্রমশ বাড়ছে ৷

আরও পড়ুন:

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি, সালারে জখম এক পুলিশকর্মী

মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত 1

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.