কলকাতা, 17 জুলাই: অন্যায়ের সঙ্গে আপস করা উচিৎ নয় ৷ আর এই শিক্ষাই পাওয়া যায় মহরম থেকে ৷ বুধবার সকলকে শান্তির পথে চলার বার্তা দিয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্তে মহরম পালনে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রয়েছে রাজ্য প্রশাসনের ৷ ইতিমধ্যে বিভিন্ন প্রান্তে চলছে মহরমের তাজিয়া বেরনোর প্রস্তুতি ৷ পুলিশের তরফে নিরাপত্তার দিকেও কড়া নজর রাখা হয়েছে ৷ শহর এবং শহরতলির স্পর্শকাতর এলাকাগুলিতে সকাল থেকেই মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ বড় তাজিয়াগুলি বেরনোর জন্য বিভিন্ন রাস্তায় যান চলাচলের রুটও পরিবর্তন করেছে পুলিশ ৷ এরই মধ্যে মহরমের সকালে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ৷
পবিত্র মহরম অন্যায়ের সঙ্গে আপোশ না করার শিক্ষা দেয়।
— Mamata Banerjee (@MamataOfficial) July 17, 2024
আসুন, আমরা সকলে মিলে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাই।
তবে মহরমে শান্তির বার্তা দেওয়ার পাশাপাশি অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাও বলেছেন মমতা ৷ এদিন সকলকে মহরমের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "পবিত্র মহরম অন্যায়ের সঙ্গে আপোশ না করার শিক্ষা দেয়। আসুন আমরা সকলে মিলে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাই ।"
সম্প্রতি একের পর এক মামলায় আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার ৷ মঙ্গলবার তাঁর বক্তব্যে লাগাম দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আগামী 14 অগস্ট পর্যন্ত তিনি কোনও রকম মানহানিকর বা অপমানজনক মন্তব্য করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেয় আদালত ৷
সাম্প্রতিক সময়ে সন্দেশখালির ঘটনায় তোলপাড় পড়ে যায় জাতীয় রাজনীতিতে ৷ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্যের শাসক শিবির তৃণমূল ৷ যদিও গত 8 জুলাই মামলার শুনানি চলাকালীন রাজ্যকে রীতিমতো ভর্ৎসনা করে সিবিআই তদন্তের পক্ষেই রায় দেয় শীর্ষ আদালত ৷ তাই রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই সমস্ত বিষয়গুলি নিয়েই অন্যায়ের সঙ্গে আপস না করার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷