ETV Bharat / state

জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে পরীক্ষামূলকভাবে চালু 'সেন্ট্রাল রেফারেল সিস্টেম' - CENTRAL REFERRAL SYSTEM

জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম ৷ এমআর বাঙুর হাসপাতালে শুরু হয়েছে পাইলট প্রজেক্ট ৷

ETV BHARAT
পরীক্ষামূলকভাবে চালু সেন্ট্রাল রেফারেল সিস্টেম (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2024, 2:56 PM IST

Updated : Oct 15, 2024, 3:08 PM IST

কলকাতা, 15 অক্টোবর: জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল, অবিলম্বে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করতে হবে । সেই দাবি মেনে এবার রাজ্যে তার পাইলট প্রজেক্ট শুরু হল । মঙ্গলবার সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে এক রোগীকে এই সেন্ট্রাল রেফারেল সিস্টেমের মাধ্যমে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয় ৷

কী এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম ? এই ব্যবস্থায় গ্রামীণ হাসপাতাল থেকে কোনও রোগীকে শহরে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করতে একটি পোর্টাল ব্যবহার করা হবে । সেই পোর্টালটি হল হেল্থ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এইচএমআইএস পোর্টাল । তার মাধ্যমেই রোগীকে রেফারের ব্যবস্থা করা হবে । মঙ্গলবার এমআর বাঙুর হাসপাতালে এর পাইলট প্রজেক্ট চালু করা হল । তবে খুব শীঘ্রই এটা রাজ্যের সব সরকারি হাসপাতালে চালু হবে বলে জানা যাচ্ছে ।

এই সেন্ট্রাল রেফারাল সিস্টেমের মেসেজ চলে যাবে প্রত্যেক হাসপাতালের এইচএমআইএস পোর্টালে । সেই মতো যে হাসপাতালে বেড খালি থাকবে, সেই হাসপাতাল কর্তৃপক্ষ রেফার হওয়া রোগীকে ভর্তি নেওয়ার আবেদন গ্রহণ করবে ৷ এর ফলে একাধিক রোগীর পরিবার লাভবান হবে । পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রে বন্ধ হবে দালাল চক্র । তার সঙ্গে বন্ধ হবে বাইরে থেকে সুপারিশের মাধ্যমে রোগী ভর্তি ।

জুনিয়র চিকিৎসকদের তরফে একাধিকবার মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে এই কেন্দ্রীয় রেফারেল পদ্ধতি নিয়ে কথা হয়েছে । কিছুদিন আগে মুখ্যসচিব একটি রিপোর্ট পাঠিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের । সেখানে তিনি এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম নিয়ে ব্যাখা করেছিলেন । তিনি বলেছিলেন, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে 14 অক্টোবরের মধ্যে সেন্ট্রাল রেফারেল সিস্টেমের পাইলট প্রজেক্ট চালু হবে । 1 নভেম্বরের মধ্যে সব মেডিক্যাল কলেজে তা চালু করা হবে । শূন্যপদ পূরণও দ্রুততার সঙ্গে করা হবে । সেই কথামতোই 14 অক্টোবরের একদিন পর অর্থাৎ 15 তারিখ থেকে এই রেফারেল ব্যবস্থার পাইলট প্রজেক্ট চালু হল রাজ্যে ।

এই বিষয়ে জুনিয়র চিকিৎসক রূমেলিকা কুমার জানান, "পাইলট প্রজেক্ট হচ্ছে । এর দিকে নজর থাকবে । যদি কোথাও দেখি সমস্যা তৈরি হচ্ছে, তখন আবারও আমরা বলব ।"

কলকাতা, 15 অক্টোবর: জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল, অবিলম্বে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করতে হবে । সেই দাবি মেনে এবার রাজ্যে তার পাইলট প্রজেক্ট শুরু হল । মঙ্গলবার সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে এক রোগীকে এই সেন্ট্রাল রেফারেল সিস্টেমের মাধ্যমে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয় ৷

কী এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম ? এই ব্যবস্থায় গ্রামীণ হাসপাতাল থেকে কোনও রোগীকে শহরে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করতে একটি পোর্টাল ব্যবহার করা হবে । সেই পোর্টালটি হল হেল্থ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এইচএমআইএস পোর্টাল । তার মাধ্যমেই রোগীকে রেফারের ব্যবস্থা করা হবে । মঙ্গলবার এমআর বাঙুর হাসপাতালে এর পাইলট প্রজেক্ট চালু করা হল । তবে খুব শীঘ্রই এটা রাজ্যের সব সরকারি হাসপাতালে চালু হবে বলে জানা যাচ্ছে ।

এই সেন্ট্রাল রেফারাল সিস্টেমের মেসেজ চলে যাবে প্রত্যেক হাসপাতালের এইচএমআইএস পোর্টালে । সেই মতো যে হাসপাতালে বেড খালি থাকবে, সেই হাসপাতাল কর্তৃপক্ষ রেফার হওয়া রোগীকে ভর্তি নেওয়ার আবেদন গ্রহণ করবে ৷ এর ফলে একাধিক রোগীর পরিবার লাভবান হবে । পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রে বন্ধ হবে দালাল চক্র । তার সঙ্গে বন্ধ হবে বাইরে থেকে সুপারিশের মাধ্যমে রোগী ভর্তি ।

জুনিয়র চিকিৎসকদের তরফে একাধিকবার মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে এই কেন্দ্রীয় রেফারেল পদ্ধতি নিয়ে কথা হয়েছে । কিছুদিন আগে মুখ্যসচিব একটি রিপোর্ট পাঠিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের । সেখানে তিনি এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম নিয়ে ব্যাখা করেছিলেন । তিনি বলেছিলেন, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে 14 অক্টোবরের মধ্যে সেন্ট্রাল রেফারেল সিস্টেমের পাইলট প্রজেক্ট চালু হবে । 1 নভেম্বরের মধ্যে সব মেডিক্যাল কলেজে তা চালু করা হবে । শূন্যপদ পূরণও দ্রুততার সঙ্গে করা হবে । সেই কথামতোই 14 অক্টোবরের একদিন পর অর্থাৎ 15 তারিখ থেকে এই রেফারেল ব্যবস্থার পাইলট প্রজেক্ট চালু হল রাজ্যে ।

এই বিষয়ে জুনিয়র চিকিৎসক রূমেলিকা কুমার জানান, "পাইলট প্রজেক্ট হচ্ছে । এর দিকে নজর থাকবে । যদি কোথাও দেখি সমস্যা তৈরি হচ্ছে, তখন আবারও আমরা বলব ।"

Last Updated : Oct 15, 2024, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.