ETV Bharat / state

মালদায় দু'টি পৃথক ঘটনায় নাবালিকা ও যুবতীকে ধর্ষণ করে খুন ! মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সাংসদের - খগেন মুর্মু

Rape and Murder in Malda: মালদায় একইদিনে দুই জায়গায় নাবালিকা ও যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু ৷ বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা ৷

BJP
ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 7:35 PM IST

মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপি সাংসদের

মালদা, 24 ফেব্রুয়ারি: একইদিনে জেলার দুই জায়গায় নাবালিকা ও যুবতীকে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াল বিজেপি ৷ রাজ্যে মহিলাদের সুরক্ষা না-থাকার অভিযোগ তুলে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত পদত্যাগ দাবি করেছেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু ৷ অপরাধীদের দ্রুত গ্রেফতার না-করা হলে পুলিশের বিরুদ্ধে লড়াইয়ের হুমকি দিয়েছেন পুরাতন মালদার বিধায়ক গোপালচন্দ্র সাহা ৷ যদিও পুলিশের দাবি, দুই ঘটনাতেই জড়িতদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে ৷ তাদের দ্রুত গ্রেফতার করা হবে ৷

উল্লেখ্য, শুক্রবার সন্ধেয় পুরাতন মালদার একটি গ্রামে এক বন্ধ থাকা ইটভাটা থেকে 13 বছরের এক নাবালিকার মাথা থেঁতলানো দেহ উদ্ধার করে মালদা থানার পুলিশ ৷ ভাটার চুল্লির সামনে নাবালিকাকে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায় ৷ শরীরে বিভিন্ন চিহ্ন দেখে কিশোরীর বাবা-মা সহ গ্রামবাসীরাও দাবি করে, তাকে ধর্ষণ কিংবা গণধর্ষণের পর খুন করা হয়েছে ৷ প্রায় একই সময়ে কালিয়াচক 3 নম্বর ব্লকের এক গ্রামে একটি ভুট্টার জমি থেকে বছর তিরিশের এক বধূর গলাকাটা দেহ উদ্ধার করে বৈষ্ণবনগর থানার পুলিশ ৷ তাঁর পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল ৷ তাঁকেও ধর্ষণের পর খুন করা হয়েছে বলে দাবি স্থানীয়দের ৷ দুই ঘটনার জেরে শুক্রবার রাত থেকে উৎকণ্ঠায় গোটা জেলা ৷

শনিবার পুরাতন মালদায় খুন হওয়া নাবালিকার বাড়িতে যান এলাকার সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক গোপালচন্দ্র সাহা ৷ সঙ্গে ছিলেন জেলা ও স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ নাবালিকার অভিভাবকদের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ সেখান থেকে বেরিয়ে যান বন্ধ থাকা ওই ইটভাটায় ৷ পরিদর্শনের পর বিধায়ক গোপালচন্দ্র সাহা বলেন, "সারা বাংলায় যা ঘটছে, তা ঘটেছে পুরাতন মালদাতেও ৷ গতকাল যখন ঘটনাটি শুনি, স্তম্ভিত হয়ে যাই ৷ আমি ভাবতেই পারছি না, এই এলাকায় এমন ঘটনা ঘটতে পারে ৷ 13 বছর বয়সি নবম শ্রেণির আদিবাসী ওই ছাত্রীকে যেভাবে তুলে নিয়ে এসে এই ভাটাতে ধর্ষণ করে খুন করা হয়েছে, তা ভাবা যায় না ৷ আসলে সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে, তাতে দুষ্কৃতীরা উৎসাহ পাচ্ছে ৷ পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় রাজ্যের এই হাল ৷ এই নাবালিকাকে ধর্ষণ ও খুনে যারা অপরাধী, তাদের দ্রুত ধরতে না-পারলে আমরা পুলিশের বিরুদ্ধে লড়ব ৷ বিজেপি কিছুতেই ছাড়বে না ৷"

অন্যদিকে সাংসদ খগেনের বক্তব্য, "সেদিন ছিল বাঁধনা পরবের তৃতীয় দিন ৷ আদিবাসীরা একে খুণ্টাও বলে ৷ খুণ্টাওয়ের দিন প্রচুর নাচগান হয় ৷ মেয়েটি সেখানেই নাচতে গিয়েছিল ৷ সেখান থেকে ও কখন নিখোঁজ হয়ে যায় কেউ জানে না ৷ অর্থাৎ, দুষ্কৃতীরা নাচের আসর থেকে মেয়েটিকে এখানে এনে ধর্ষণ করে খুন করেছে ৷ এমন ঘটনা গোটা রাজ্যেই ঘটছে ৷ পশ্চিমবঙ্গে এখন ধর্ষকরাজ চলছে ৷ শেখ শাহজাহান আর তার সাঙ্গপাঙ্গরা সন্দেশখালিতে বাড়ির মেয়ে-বউদের রাতে তুলে নিয়ে যেত ৷ অথচ পুলিশ এদের ধরতে পারছে না ৷ এতে দুষ্কৃতীদের সাহস বেড়ে যাচ্ছে ৷ তারা জানে, রাজ্যে আইনের শাসন নেই ৷ গতকাল বৈষ্ণবনগরেও একই ঘটনা ঘটেছে ৷ মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে কী করছেন? তাঁকে অবিলম্বে পদত্যাগ করা উচিত ৷"

আরও পড়ুন:

  1. মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার, ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ
  2. মালদা শহরের পর মোথাবাড়ি, যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধারে ধর্ষণের পর খুনের অভিযোগ
  3. মালদায় আদিবাসী নাবালিকার দেহ উদ্ধার, ধর্ষণের পর খুনের অভিযোগ

মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপি সাংসদের

মালদা, 24 ফেব্রুয়ারি: একইদিনে জেলার দুই জায়গায় নাবালিকা ও যুবতীকে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াল বিজেপি ৷ রাজ্যে মহিলাদের সুরক্ষা না-থাকার অভিযোগ তুলে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত পদত্যাগ দাবি করেছেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু ৷ অপরাধীদের দ্রুত গ্রেফতার না-করা হলে পুলিশের বিরুদ্ধে লড়াইয়ের হুমকি দিয়েছেন পুরাতন মালদার বিধায়ক গোপালচন্দ্র সাহা ৷ যদিও পুলিশের দাবি, দুই ঘটনাতেই জড়িতদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে ৷ তাদের দ্রুত গ্রেফতার করা হবে ৷

উল্লেখ্য, শুক্রবার সন্ধেয় পুরাতন মালদার একটি গ্রামে এক বন্ধ থাকা ইটভাটা থেকে 13 বছরের এক নাবালিকার মাথা থেঁতলানো দেহ উদ্ধার করে মালদা থানার পুলিশ ৷ ভাটার চুল্লির সামনে নাবালিকাকে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায় ৷ শরীরে বিভিন্ন চিহ্ন দেখে কিশোরীর বাবা-মা সহ গ্রামবাসীরাও দাবি করে, তাকে ধর্ষণ কিংবা গণধর্ষণের পর খুন করা হয়েছে ৷ প্রায় একই সময়ে কালিয়াচক 3 নম্বর ব্লকের এক গ্রামে একটি ভুট্টার জমি থেকে বছর তিরিশের এক বধূর গলাকাটা দেহ উদ্ধার করে বৈষ্ণবনগর থানার পুলিশ ৷ তাঁর পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল ৷ তাঁকেও ধর্ষণের পর খুন করা হয়েছে বলে দাবি স্থানীয়দের ৷ দুই ঘটনার জেরে শুক্রবার রাত থেকে উৎকণ্ঠায় গোটা জেলা ৷

শনিবার পুরাতন মালদায় খুন হওয়া নাবালিকার বাড়িতে যান এলাকার সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক গোপালচন্দ্র সাহা ৷ সঙ্গে ছিলেন জেলা ও স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ নাবালিকার অভিভাবকদের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ সেখান থেকে বেরিয়ে যান বন্ধ থাকা ওই ইটভাটায় ৷ পরিদর্শনের পর বিধায়ক গোপালচন্দ্র সাহা বলেন, "সারা বাংলায় যা ঘটছে, তা ঘটেছে পুরাতন মালদাতেও ৷ গতকাল যখন ঘটনাটি শুনি, স্তম্ভিত হয়ে যাই ৷ আমি ভাবতেই পারছি না, এই এলাকায় এমন ঘটনা ঘটতে পারে ৷ 13 বছর বয়সি নবম শ্রেণির আদিবাসী ওই ছাত্রীকে যেভাবে তুলে নিয়ে এসে এই ভাটাতে ধর্ষণ করে খুন করা হয়েছে, তা ভাবা যায় না ৷ আসলে সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে, তাতে দুষ্কৃতীরা উৎসাহ পাচ্ছে ৷ পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় রাজ্যের এই হাল ৷ এই নাবালিকাকে ধর্ষণ ও খুনে যারা অপরাধী, তাদের দ্রুত ধরতে না-পারলে আমরা পুলিশের বিরুদ্ধে লড়ব ৷ বিজেপি কিছুতেই ছাড়বে না ৷"

অন্যদিকে সাংসদ খগেনের বক্তব্য, "সেদিন ছিল বাঁধনা পরবের তৃতীয় দিন ৷ আদিবাসীরা একে খুণ্টাও বলে ৷ খুণ্টাওয়ের দিন প্রচুর নাচগান হয় ৷ মেয়েটি সেখানেই নাচতে গিয়েছিল ৷ সেখান থেকে ও কখন নিখোঁজ হয়ে যায় কেউ জানে না ৷ অর্থাৎ, দুষ্কৃতীরা নাচের আসর থেকে মেয়েটিকে এখানে এনে ধর্ষণ করে খুন করেছে ৷ এমন ঘটনা গোটা রাজ্যেই ঘটছে ৷ পশ্চিমবঙ্গে এখন ধর্ষকরাজ চলছে ৷ শেখ শাহজাহান আর তার সাঙ্গপাঙ্গরা সন্দেশখালিতে বাড়ির মেয়ে-বউদের রাতে তুলে নিয়ে যেত ৷ অথচ পুলিশ এদের ধরতে পারছে না ৷ এতে দুষ্কৃতীদের সাহস বেড়ে যাচ্ছে ৷ তারা জানে, রাজ্যে আইনের শাসন নেই ৷ গতকাল বৈষ্ণবনগরেও একই ঘটনা ঘটেছে ৷ মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে কী করছেন? তাঁকে অবিলম্বে পদত্যাগ করা উচিত ৷"

আরও পড়ুন:

  1. মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার, ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ
  2. মালদা শহরের পর মোথাবাড়ি, যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধারে ধর্ষণের পর খুনের অভিযোগ
  3. মালদায় আদিবাসী নাবালিকার দেহ উদ্ধার, ধর্ষণের পর খুনের অভিযোগ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.